বাঘের হুঙ্কারে কেঁপেছিল ভাইপার্সের হৃদয়

স্বল্প রান ডিফেন্ড করা যায়, সেই বার্তা তিনি দিতে চেয়েছিলেন। কিন্তু দলের বাকি বোলাররা তাকে যোগ্য সঙ্গটা দিয়ে যেতে পারেননি। 

বাঘের হুঙ্কার, উইকেট তুলে নেওয়ার উচ্ছ্বাস। দুই বলের মধ্যে উইকেটের ট্যালিতে নিজের নামটি তুলে ফেলেন তাসকিন আহমেদ। মাত্র ৮৯ রানের পুঁজি ডিফেন্ড করা কষ্টসাধ্য কাজ। কিন্তু দুই ওভারের মধ্যে তাসকিন জ্বালিয়েছেন আশার আলো। উইকেটে শিকারে তিনি বনে যান অগ্রণি সেনানী।

আইএল টি-টোয়েন্টি-তে ব্যাট হাতেও অভিষেক হয়েছে তাসকিন আহমেদের। শারজাহ ওয়ারিয়ার্সের শেষ ব্যাটার হিসেবে তিনি আউট হয়েছেন ৪ বলে ২ রান নিয়ে। এদিন শারজাহয়ের ব্যাটারদের দুর্দশার পর তাসকিনের উপর ব্যাটিং ভার বর্তায় না। তার মূল কাজ ছিল বল হাতে ঝড় তোলা।

সেই কাজে তিনি বিন্দুমাত্র পিছপা হননি। স্বল্প রানের পুঁজি রক্ষা করার আপ্রাণ চেষ্টা থেকে তাসকিনকে পরিপূর্ণ ব্যবহার করেছেন সিকান্দার রাজা। শুরুর দশ ওভারের মধ্যেই চার ওভার করে ফেলেন তাসকিন। এদিন আইএল টি-টোয়েন্টি এদিন দারুণ বোলিং প্রদর্শন করে গেছেন তাসকিন।

চার ম্যাচের মধ্যে ডেজার্ট ভাইপার্সের বিপক্ষে সবচেয়ে কম রান বিলিয়েছেন তাসকিন। স্রেফ ২০ রান দিয়েছেন তিনি ব্যক্তিগত চার ওভারে। প্রথম ওভারে স্রেফ ১ রানের বিনিময়ে তিনি তুলে নিয়েছিলেন ১ উইকেট। স্বল্প রান ডিফেন্ড করা যায়, সেই বার্তা তিনি দিতে চেয়েছিলেন। কিন্তু দলের বাকি বোলাররা তাকে যোগ্য সঙ্গটা দিয়ে যেতে পারেননি।

তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শুরুর আগে দারুণ একটা সময় পার করে আসছেন তাসকিন। চার ম্যাচে তার ঝুলিতে যুক্ত হয়েছে পাঁচ উইকেট। বিপিএল শুরু আগে আর সর্বোচ্চ দু’টি ম্যাচ খেলতে পারবেন তাসকিন। ওই দুই ম্যাচে শারজাহ ওয়ারিয়ার্সের ভরসার প্রতিদান দিয়ে তবেই দেশে ফিরবেন দ্য এক্সপ্রেস পেসার।

 

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link