মাঠে ছক্কার ঝড়, আর মাঠের বাইরেও মানবিকতায় হৃদয় জয়—আবারও প্রমাণ করলেন হার্দিক পান্ডিয়া।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আহমেদাবাদে অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টি-টোয়েন্টিতে ইনিংস শুরুতেই আগ্রাসী মেজাজে নামেন হার্দিক। প্রথম বলেই করবিন বোশকে স্টেপ আউট করে মারেন বিশাল এক ছক্কা।
ব্যাট থেকে বেরোনো সেই ফ্ল্যাট শট অনায়াসেই সীমানা পেরিয়ে যায়, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বলটি গিয়ে লাগে ডাগআউটের পাশেই দাঁড়িয়ে থাকা এক ক্যামেরাম্যানের গায়ে।

বল লাগার পরপরই খেলা কিছু সময়ের জন্য বন্ধ রাখতে হয়। চিকিৎসা সহায়তা দেওয়া হয় ক্যামেরাম্যানকে। সৌভাগ্যক্রমে গুরুতর কিছু হয়নি, অল্প সময়ের মধ্যেই তিনি সুস্থ হয়ে আবার নিজের দায়িত্বে ফিরে যান।
কিন্তু ম্যাচ শেষে যে দৃশ্যটি দেখা গেল, সেটিই যেন সবকিছু ছাপিয়ে গেল। খেলা শেষ হতেই হার্দিক পান্ডিয়া সরাসরি চলে যান সেই ক্যামেরাম্যানের কাছে। কেমন আছেন, নিজে গিয়ে খোঁজ নেন। শুধু তাই নয়, তাঁর কাঁধে বরফের প্যাক লাগিয়ে দেন এবং জড়িয়ে ধরেন এক মানবিক আলিঙ্গনে। সেই মুহূর্তের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ভিডিওর শেষ দিকে ক্যামেরাম্যানের মুখের প্রতিক্রিয়া—হাসি আর আবেগের মিশেল—মন ছুঁয়ে গেছে অসংখ্য মানুষের। ছোট্ট এই একটি মানবিক আচরণ যে কারও দিন বদলে দিতে পারে, সেটাই যেন আবার মনে করিয়ে দিলেন হার্দিক।

ম্যাচের ফলও ছিল ভারতের পক্ষেই। হার্দিক পান্ডিয়া, তিলক ভার্মার ঝড়ো ফিফটি আর বরুণ চক্রবর্তীর চার উইকেটের কল্যাণে দক্ষিণ আফ্রিকাকে ৩০ রানে হারিয়ে সিরিজ জেতে ভারত। পাঁচ ম্যাচের সিরিজ শেষ হয় ৩-১ ব্যবধানে। সিরিজ জিতে ভারত।
ব্যক্তিগত পারফরম্যান্সেও দুর্দান্ত ছিলেন হার্দিক। মাত্র ১৬ বলে অর্ধশতক হাঁকিয়ে ভারতের হয়ে দ্বিতীয় দ্রুততম টি-টোয়েন্টি ফিফটির রেকর্ড গড়েন তিনি। ২৫ বলে খেলা ৬৩ রানের ইনিংসে পাঁচটি ছক্কা হাকানা হার্দিক পান্ডিয়া। তবে ছক্কা আর রেকর্ডের বাইরেও, এই ম্যাচে হার্দিক পান্ডিয়াকে আলাদা করে মনে রাখা হবে তাঁর মানবিকতার জন্যই।










