বিগ ব্যাশে বাবরের ব্যর্থতা অব্যাহত

পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার পরিকল্পনা থাকে সকল দলের। সেই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছেন বাবর। এক ম্যাচ যেতে না যেতেই সেই পুরনো রুপে ফিরলেন বাবর।

সাত বলে স্রেফ দুই রান। আগের দিন হাফসেঞ্চুরি করা বাবর আজম আবার ফিরে গেলেন, পুরনো ছন্দে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে তার যেন মানিয়ে নিতে ভীষণ কষ্ট হচ্ছে। চার ম্যাচের মধ্যে তিন ম্যাচেই আউট হয়েছেন তিনি এক অঙ্কের ঘরের রান নামের পাশে রেখে।

বিগ ব্যাশে নিজের অভিষেক মৌসুম পার করছেন বাবর আজম। এই যাত্রা তার অম্ল-মধুর, তবে বলা যেতে পারে অম্লতার মাত্রাই বেশি। নিজের অভিষেক ম্যাচে ৫ বলে করেছিলেন ২ রান। তার পরের ম্যাচে পেয়েছিলেন টুর্নামেন্টে নিজের প্রথম বাউন্ডারির দেখা। এক চারের কল্যাণে ১০ বলে ৯ রান করেই আউট তিনি।

এরপর তৃতীয় ম্যাচে, প্রত্যাশিত এক ইনিংস উপহার দিয়েছেন তিনি। ৪২ বলে ৫৮ রানের ইনিংসটি সিডনি সিক্সার্সকে জয়ের রাস্তা তৈরি করে দিয়েছিল। কিন্তু এক ম্যাচ যেতে না যেতেই সেই পুরনো রুপে ফিরলেন বাবর। বক্সিং ডে-তে বাবরের সিডনি সিক্সার্স মুখোমুখি হয় মেলবোর্ন স্টার্সের।

টসে জিতে স্টার্স অধিনায়ক সিক্সার্সকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায়। এদিন বাবরকে আবারও দৃঢ়তা দেখাতে হত স্টার্স বোলারদের সামনে। কিন্তু উল্টো তিনি দলের উপর চাপ বাড়িয়ে, বিদায় নেন দ্রুতই। পাওয়ার প্লে-তে দ্রুত রান তোলার পরিকল্পনা থাকে সকল দলের। সেই পরিকল্পনায় পানি ঢেলে দিয়েছেন বাবর।

সাতটি বল খরচায় একটি বাউন্ডারিও তিনি আদায় করতে পারেননি। স্রেফ ২ রান সংগ্র করে টম কারানের উইকেটে পরিণত হয়েছেন তিনি। আউট সাইড অফের একটা বলে খোঁচা লাগে তার ব্যাটের। স্লিপে দাঁড়িয়ে থাকা গ্লেন ম্যাক্সওয়েলের হাত থেকে ক্যাচ ছোটা কঠিন বটে। অগ্যতা অবসান ঘটে বাবরের ইনিংসের। দলীয় ৫ রানের মাথায় প্রথম উইকেট হারায় সিডনি সিক্সার্স।

বাবরের সৃষ্টি করে দেওয়া চাপের ফলে প্রথম ৬ ওভারে স্রেফ ৩৮টি রানই নিতে সক্ষম হয়েছে সিক্সার্স। খানিকটা অপেক্ষা করে ডিন হিউজেস আক্রমণের সিদ্ধান্ত নেন। এরপরই একটু রান তোলার গতি বাড়ে বাবর আজমের দলের।

লেখক পরিচিতি

রাকিব হোসেন রুম্মান

কর্পোরেট কেরানি না হয়ে, সৃষ্টি সুখের উল্লাসে ভাসতে চেয়েছিলাম..

Share via
Copy link