লাল বলের ক্রিকেটে দ্রুততম সময়ে তেরো হাজার রানের কীর্তি

খেলা ৭১ এর আজকের আয়োজনে থাকছে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রান করা এমনই পাঁচ ব্যাটারের গল্প, যাঁরা নিজেদের যুগে ব্যাট হাতে সময়কে জয় করেছেন।

টেস্ট ক্রিকেট মাত্রই ধৈর্য্যের পরীক্ষা, সময়ের সঙ্গে লড়াই এবং প্রতিটি সেশনে নিজেকে নতুন করে প্রমাণ করার নাম। পাঁচ দিনের দীর্ঘ এই ফরম্যাটে ধারাবাহিকভাবে রান করে যাওয়া মানে কেবল ব্যাটিং প্রতিভা নয় – মানসিক দৃঢ়তা, টেকনিক্যাল পরিপক্বতা এবং প্রতিকূল পরিস্থিতিতে টিকে থাকার অসাধারণ সক্ষমতার পরিচয় দেওয়া। সেই প্রেক্ষাপটে টেস্ট ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক ছোঁয়া ব্যাটাররা ক্রিকেট ইতিহাসে এক অনন্য আসনে অধিষ্ঠিত।

আর সেই রান যদি তুলনামূলকভাবে কম ইনিংসে আসে, তাহলে সেটি হয়ে ওঠে আরও বিশেষ। খেলা ৭১ এর আজকের আয়োজনে থাকছে টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রান করা এমনই পাঁচ ব্যাটারের গল্প, যাঁরা নিজেদের যুগে ব্যাট হাতে সময়কে শাসন করেছেন।

  • জো রুট (২৭৯ ইনিংস)

তালিকার সর্বশেষ সংযোজন টেস্ট ক্রিকেটে আধুনিক যুগের অন্যতম কিংবদন্তি জো রুট। তিনি ১৫৩টি ম্যাচ ও ২৭৯টি ইনিংসে টেস্ট ক্রিকেটে ১৩,০০০ রান পূর্ণ করেন।

২০২৫ সালে নটিংহ্যামে ইংল্যান্ড ও জিম্বাবুয়ের মধ্যকার একটি টেস্ট ম্যাচে রুট এই মাইলফলক স্পর্শ করেন। ব্যস্ত আন্তর্জাতিক সূচি আর আধুনিক ক্রিকেটের চাপের মাঝেও টেস্ট ক্রিকেটে ধারাবাহিকতা ধরে রাখাই রুটকে এই অভিজাত তালিকায় পৌঁছে দিয়েছে।

  • রাহুল দ্রাবিড় – (২৭৭ ইনিংস)

ভারতীয় ক্রিকেট ইতিহাসের অন্যতম কিংবদন্তি ‘দ্যা ওয়াল’ খ্যাত রাহুল দ্রাবিড়। ভারতীয় এই কিংবদন্তি ১৬০টি ম্যাচ ও ২৭৭টি ইনিংসে টেস্ট ক্রিকেটে ১৩,০০০ রানের ক্লাবে প্রবেশ করেন।

দ্রাবিড়ের ব্যাটিং মানেই ছিল অবিচলতা ও সহনশীলতা। বিদেশের মাটিতে, বিশেষ করে কঠিন পরিস্থিতিতে, ভারতীয় ব্যাটিং লাইনআপকে একা হাতে সামলে নেওয়ার বহু স্মরণীয় ইনিংস রয়েছে তাঁর ক্যারিয়ারে। দ্রুত রান নয়, বরং সময়ের সঙ্গে লড়াই করাই ছিল তাঁর মূল শক্তি।

  • রিকি পন্টিং – (২৭৫ ইনিংস)

সর্বকালের সেরা অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন। টেস্টে ১৩,০০০ রান পূর্ণ করতে তাঁর লেগেছিল ১৬২টি ম্যাচ ও ২৭৫টি ইনিংস।

আক্রমণাত্মক মানসিকতা ও বড় ম্যাচে পারফর্ম করার দক্ষতার জন্য পরিচিত পন্টিং, ২০১২ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়া ও ভারতের মধ্যকার একটি টেস্ট ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন। অস্ট্রেলিয়ার আধিপত্যের যুগে ব্যাট হাতে দলের চালিকাশক্তি ছিলেন তিনি।

  • জ্যাক ক্যালিস (২৬৯ ইনিংস)

দ্বিতীয় দ্রুততম হিসেবে এই তালিকায় জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জ্যাক ক্যালিস। ১৫৯টি ম্যাচ ও ২৬৯টি ইনিংসে টেস্ট ক্রিকেটে ১৩,০০০ রানের মাইলফলক পূর্ণ করেন তিনি।

ক্যালিসের ব্যাটিং ছিল স্থির, নির্ভরযোগ্য এবং নিখুঁত। কঠিন কন্ডিশনে দল বিপদে পড়লে তাঁর উপস্থিতিই হয়ে উঠত সবচেয়ে বড় আশ্বাস। যদিও তিনি অলরাউন্ডার হিসেবে পরিচিত, তবু টেস্ট ক্রিকেটে তাঁর ব্যাটিং পরিসংখ্যান তাঁকে ইতিহাসের সেরা ব্যাটারদের কাতারেই নাম লিখিয়েছে।

  • শচীন টেন্ডুলকার – (২৬৬ ইনিংস)

টেস্ট ক্রিকেটে দ্রুততম ১৩,০০০ রান করা ব্যাটারদের তালিকার শীর্ষে আছেন ক্রিকেট ইতিহাসের সর্বকালের সবচেয়ে বড় নামটিই – শচীন টেন্ডুলকার। ১৬৩টি ম্যাচ ও মাত্র ২৬৬টি ইনিংসেই এই ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেন দ্যা লিটল মাস্টার।

বিশ্বের প্রায় প্রতিটি কন্ডিশনে রান করার সক্ষমতা শচীনকে আলাদা করে তুলেছিল। সুইং হোক বা স্পিন, দ্রুতগতির পেস আক্রমণ কিংবা চাপের মুহূর্ত, সব পরিস্থিতিতেই তাঁর ব্যাট কথা বলেছে।

লেখক পরিচিতি

ক্রীড়াচর্চা হোক কাব্য-কথায়!

Share via
Copy link