অনিশ্চয়তা কাটিয়ে বিপিএল ফিরছে মাঠে!

ধারাবাহিক নাটকের ইতি ঘটেছে, অবশেষে সমাধান মিলেছে। দীর্ঘ এক বৈঠক শেষে সমঝতার পথেই হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এবং ক্রিকেটাররা। ক্রিকেট পাড়ায় বইছে স্বস্তির সুবাতাস,শুক্রবার থেকেই আবারও মাঠে গড়াবে বিপিএল।

ধারাবাহিক নাটকের ইতি ঘটেছে, অবশেষে সমাধান মিলেছে। দীর্ঘ এক বৈঠক শেষে সমঝতার পথেই হেঁটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি) এবং ক্রিকেটাররা। ক্রিকেট পাড়ায় বইছে স্বস্তির সুবাতাস,শুক্রবার থেকেই আবারও মাঠে গড়াবে বিপিএল।

দিনব্যাপী একের পর এক নাটক চলেছে। নাজমুল ইসলামের বেফাঁস মন্তব্যের জের ধরে প্লেয়াররা সব ধরনের খেলা বর্জনের ডাক দিয়েছিল। সমাধান না মেলায় দিনের দুই খেলা মাঠেই গড়ায়নি। এমনকি বিতর্কের সূচনা করা নাজমুলকে অপসারণও করা হয়েছে। তবুও খেলোয়াড়দের মন গলানো যায়নি।

এরপরই বিসিবি নেয় বড় পদক্ষেপ। অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয় বিপিএল। এরপর অনিশ্চয়তার কালো ছায়া ঘিরে ধরে দেশের ক্রিকেটকে। এমন ন্যাক্কারজনক কাণ্ড যে এর আগে ঘটেনি। বিতর্কের সবটা আরও একবার ধূসর করে রাখল ক্রিকেট পাড়া।

সমাধানের জন্য একটা পথ অবশ্য খুলে দিয়েছিল বিসিবি। ফ্র্যাঞ্চাইজি মালিকদের সঙ্গে বৈঠকে বসার সিদ্ধান্ত নেয় তারা। পরবর্তীতে যোগ দেন কোয়াবের সদস্যরা। সময়ের সঙ্গে সেই তাই তো সবার মনে বাড়তে থাকে কৌতূহল। কী আছে বিপিএলের ভাগ্যে, বিশ্বকাপের আগে এই পরিস্থিতির শেষ হবে কি না? এমন সব প্রশ্ন যখন সামনে এসেছে, তখনই উত্তরে স্বস্তিও মিলেছে।

আলোচনার টেবিলে বিসিবি মেনে নিয়েছে ক্রিকেটারদের দাবি-দাওয়া, সেই সঙ্গে আশ্বাস মিলেছে শুক্রবার থেকেই ঢাকা পর্বে শুরু হতে যাচ্ছে বিপিএল। এক্ষেত্রে সূচিতে এসেছে পরিবর্তন। একদিন করে পিছিয়ে দেওয়া হয়েছে ম্যাচগুলো, অর্থাৎ ১৫ তারিখের ম্যাচগুলো ১৬ তারিখ, ১৬ তারিখেরটা ১৭ এবং ১৭ তারিখের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৮ তারিখ। সব ছাপিয়ে তাই স্বস্তির খবর, উত্তাপ ছড়ানো দিন শেষে সমাধান এসেছে। ক্রিকেটাররা মাঠে ফিরছেন, এটাই জরুরি খবর।

লেখক পরিচিতি

প্রত্যয় হক কাব্য

স্বপ্ন লেখার কি-বোর্ড

Share via
Copy link