লিগ পর্বের পর্দা নামল। ৩০ ম্যাচের দৌড় শেষে স্পষ্ট হয়ে গেল কারা টিকে রইল স্বপ্নের দিকে, আর কারা হতাশার অন্ধকারে। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের হারেই শেষ হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের লিগ পর্ব। এখন সামনে শুধু নকআউট উত্তেজনা, প্লে-অফের মহারণ। এই মহারণে কে কার মুখোমুখি হবে চলুন দেখে নেওয়া যাক।
লিগ পর্বে সবচেয়ে ধারাবাহিক দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে রাজশাহী ওয়ারিয়র্স। নাজমুল হোসেনের নেতৃত্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট সংগ্রহ করে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেই প্রথম পর্ব শেষ করেছে দলটি। ব্যাটে-বলে ভারসাম্য, পরিকল্পনায় স্পষ্টতা আর চাপের মুহূর্তে ঠান্ডা মাথার ক্রিকেট, সব মিলিয়ে রাজশাহী ছিল লিগ পর্বের সবচেয়ে পূর্ণাঙ্গ দল।
দ্বিতীয় স্থানে থাকা চট্টগ্রাম রয়্যালসের সংগ্রহ ১২ পয়েন্ট। শেষ ম্যাচে ঢাকার কাছে হারলেও প্লে-অফের টিকিট নিশ্চিত করে রেখেছিল আগেই। রাজশাহীর সঙ্গে প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি হবে চট্টগ্রাম। শীর্ষ দুই দলের এই লড়াইয়ে জয়ী দল সরাসরি চলে যাবে ফাইনালে, যেখানে অপেক্ষা করছে শিরোপার হাতছানি।

সমান ১২ পয়েন্ট পেলেও নেট রান রেটের কারণে তৃতীয় স্থানে থাকতে হয়েছে রংপুর রাইডার্সকে। পুরো লিগ জুড়েই ওঠানামার মধ্য দিয়ে গেছে রংপুর। কখনো দাপট, কখনো ভঙ্গুরতা, সব মিলিয়ে এলিমিনেটরের কঠিন পথেই নামতে হচ্ছে তাদের। এলিমিনেটরে রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস।
১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে প্লে-অফে জায়গা করে নিয়েছে সিলেট। লিগের শেষ দিকে এসে ঘুরে দাঁড়ানো সিলেট জানে, এখন আর কোনো ভুলের সুযোগ নেই। হারলেই বিদায়। জিতলেই বেঁচে থাকার লড়াই আরও এক ধাপ এগোবে।
২০ জানুয়ারি বেলা ১টায় এলিমিনেটরে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও সিলেট টাইটানস। একই দিন সন্ধ্যা ৬টায় প্রথম কোয়ালিফায়ারে শীর্ষ দুই দল রাজশাহী ওয়ারিয়র্স ও চট্টগ্রাম রয়্যালসের লড়াই। ২১ জানুয়ারি সন্ধ্যা ৬টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। আর সব উত্তেজনার চূড়ান্ত রূপ, ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিপিএল দ্বাদশ আসরের ফাইনাল।












