বৃষ্টিতে ভেসে গেল বাংলাদেশের ম্যাচ। যুব ওয়ানডে বিশ্বকাপে নিউজিল্যান্ডের বিপক্ষে তাই পয়েন্ট ভাগাভাগি করতে হলো আজিজুল হাকিম তামিমদের। তবে তাতে কোনো ক্ষতি হলো বরং আখেরে লাভটা হলো বাংলাদেশেরই।
বুলাওয়ের মেঘলা আকাশ, দফায় দফায় বৃষ্টির হানা। নির্ধারিত সময়ের অনেক পরেই টস হলো। কয়েনটা অবশ্য পড়ল বাংলাদেশের পক্ষেই। তামিম নিলেন ফিল্ডিং করার সিদ্ধান্ত। তিন ওভার কাটা হলো, অর্থাৎ ৪৭ ওভারের ম্যাচ।
শুরুতেই ইকবাল হোসেন ইমনের হানা। ১১ রানেই এক উইকেট খোয়া যায় নিউজিল্যান্ডের। এরপর অবশ্য খুব বেশি একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশের বোলাররা। ১০ ওভারে এক উইকেটের বিনিময়ে যখন ৫১ রান তুলেছে কিউইরা তখন বৃষ্টির হানা।

এরপর আর মাঠে গড়ায়নি একটি বলও। অবিরাম বৃষ্টির ধারা অবশ্য বাংলাদেশের জন্য এক অর্থে আশীর্বাদ হয়েই এলো। প্রথম ম্যাচ ভারতের কাছে হারতে হয়েছে। এই ম্যাচে তাই জয়ের বিকল্প কিছুই ছিল না। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে কাজটা যে খুব সহজ ব্যাপার ছিল না।
প্রতি গ্রুপ থেকে শীর্ষ তিন দল যাবে পরের রাউন্ডে। বাংলাদেশের সামনে তাই কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছিল। তবে সেই কাজটা সহজ করে দিল বৃষ্টি। কেননা নিউজিল্যান্ড-আমেরিকার প্রথম ম্যাচ পরিত্যক্ত হয়। এবার বাংলাদেশের সাথেও একই চিত্র।
বি গ্রুপে দুই জয় নিয়ে ভারতের সর্বোচ্চ চার পয়েন্ট, তারা পরের রাউন্ড নিশ্চিত করে ফেলেছে। দুই ম্যাচ পরিত্যক্ত হওয়ায় নিউজিল্যান্ডের পয়েন্টও দুই। বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্র সমান এক পয়েন্ট নিয়ে তালিকার তিন এবং চার নম্বর অবস্থানে।

বাংলাদেশের সামনে এখন হিসাবটা খুব সহজ। যুক্তরাষ্ট্রের সাথে ম্যাচ জিতলেই পরের রাউন্ড নিশ্চিত হয়ে যাবে। বৃষ্টি বাগড়া দিলেও নেট রানরেটের হিসাবে বাংলাদেশই যাবে পরের রাউন্ডে। তবে হারা যাবে না কোনো অবস্থাতেই। তাহলে যে আসর শেষ হবে গ্রুপ পর্বেই।











