চাপ, ভীষণ চাপ। সদ্যই ইতিহাস গড়া দলটার বিপক্ষে খেলতে নামতে হচ্ছে ভারতকে। নিজেদের ঘরের মাঠে ভারতদূর্গের পতন নিউজিল্যান্ডের বিপক্ষে। তাইতো টি-টোয়েন্টি সিরিজে ভারতের উপর প্রত্যাশার চাপ রয়েছে। একটা বাড়তি চাপ রয়েছে টি-টোয়েন্টি অধিনায়ক সুরিয়াকুমার যাদবের উপরও।
২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর, ভারত দল হয়ে উঠেছে অপ্রতিরোধ্য। এখন পর্যন্ত খেলা সাতটি দ্বিপাক্ষিক সিরিজের সব কয়টি ম্যাচেই জিতেছে ভারত। ৩৬ ম্যাচের ২৯টিতে জয় তুলে নিয়েছে দলটি। যার মধ্যে শ্রীলঙ্কার বিপক্ষে দু’টো সুপার ওভার ম্যাচও ছিল। একটা সলিড ইউনিটকে নেতৃত্ব দিয়ে প্রায় অপ্রতিরোধ্য বানিয়ে ফেলেছেন সুরিয়াকুমার যাদব।
কিন্তু সলিড ইউনিট হলেও, নিজের পারফরমেন্সে বেশ ধুকছেন সুরিয়া। ২৮ ইনিংসে ব্যাট করেছেন সুরিয়াকুমার। স্রেফ ১৭.৯২ গড়ে। তার ক্যালিবারের একজন ব্যাটারের এমন পারফরমেন্স হতাশার ধূসরতা ছড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে এখন অবধি মাত্র দুইটি ফিফটি ছাড়ানো ইনিংস খেলেছেন সুরিয়া।

একটানা ২২ ইনিংস ধরে তিনি পঞ্চাশ রানের গণ্ডি পেরুতে পারছেন না। শেষ ফিফটি এসেছিল তার ব্যাটে ২০২৪ সালের ১২ অক্টোবর। বাংলাদেশের বিপক্ষে হায়দ্রাবাদে তিনি ৭৫ রান করতে সক্ষম হয়েছিলেন। এরপরের ২২টি ইনিংসে তার সর্বোচ্চ রান ৪৭ রান। তিনবার আউট হয়েছেন শূন্যরানে।
১১ ম্যাচে আউট হয়েছেন ২০ রানের আগেই। কিছু কিছু ম্যাচে তো এক অঙ্কের রানেই প্যাভিলিয়নের পথে হাঁটা শুরু করেছেন তিনি। অথচ তারই হওয়ার কথা ছিল ভারতের এই দুর্ধর্ষ টি-টোয়েন্টি দলের নিউক্লিয়াস। ওপেনারদের আগ্রাসী শুরুকে ফিনিশার অবধি পৌঁছে দেওয়ার সেতুবন্ধন হতে হতো তাকে। কিন্তু সে কাজে তিনি যে যারপরনাই ব্যর্থ, সেটা তো পরিসংখ্যানই বলে দিচ্ছে।
এই যখন পরিস্থিতি তখন বিশ্বকাপের আগে শেষ পাঁচটি ম্যাচ পাচ্ছেন সুরিয়া নিজের ফর্ম ফিরে পাওয়ার জন্য। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেই সুরিয়াকে নিজের ভাগ্য বদল করতে হবে। কিন্তু কাজটা মোটেও সহজ হবে না।

নিউজিল্যান্ড দল যে ভারতের জন্য রীতিমত গলার কাটায় পরিণত হয়েছে। ইতিহাসে প্রথমবারের মত ভারতের মাটিতে ভারতকে হারিয়ে ওয়ানডে সিরিজ জিতে ভীষণ উজ্জীবিত সফরকারীরা। তাদের সেই আত্মবিশ্বাসের সামনে সুরিয়াকুমার যাদবকে দাঁড়াতে হবে ব্যাটিংয়ের দৃঢ়তা নিয়ে। তিনি যদি ফেল করেন তবে তা বিশ্বকাপে ভারতের পারফরমেন্সে প্রভাব ফেলবে নিঃসন্দেহে।











