হাসপাতালে ডু প্লেসিস

রাতে ইউরো কাপে ফিনল্যান্ডের বিপক্ষে মাঠে হঠাৎ অজ্ঞান হয়ে যান ডেনমার্কের অ্যাটাকিং মিডফিল্ডার ক্রিশ্চিয়ান এরিকসেন। এই দুর্ঘটনায় পুরো বিশ্ব যখন স্তব্ধ ঠিক তার একটু পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ফিল্ডিং করতে গিয়ে সতীর্থের সাথে সংঘর্ষে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাঠ ছাড়েন ফাফ ডু প্লেসিস।

আঘাত পেয়ে মাঠ ছাড়ার পরই মেডিকেল টিম দক্ষিণ আফ্রিকার এই তারকার ক্রিকেটারকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। কিন্তু অবস্থা খুব একটা ভালো না হওয়ায় দ্রুত আবুধাবির একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনো চিকিৎসাধীন অবস্থায় আছেন প্রোটিয়া এই ব্যাটসম্যানরা।

ঘটানাটি ঘটে পেশোয়ার জালেমির ইনিংসের সপ্তম ওভারের। কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে মাঠে নেমেছিলেন ডু প্লেসিস। ডেভিড মিলারে শট বাউন্ডারির লাইনে আটকাতে গিয়ে ড্রাইভ দেন ডু প্লেসিস। তখন মোহাম্মদ হাসনাইনের হাঁটুতে লেগে মাথায় আঘাত পান তিনি। মাথায় চোট পাওয়ার সাথে মাথেই মাটিয়ে শুয়ে পড়েন প্রোটিয়া এই তারকা।

ডু প্লেসিস মাঠ ছাড়ার পর তার কনকাশন সাব হিসেবে সাইম আইয়ুবকে মাঠে নামায় কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। অবশ্য এই ম্যাচে ৬১ রানের বড় ব্যবধানে হেরেছে প্লেসিসের দল কোয়েটা গ্ল্যাডিয়েটর্স। পেশোয়ার জালেমির দেওয়া ১৯৭ রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৬ রান সংগ্রহ করে কোয়েটা।

পিএসএলের স্থগিত হওয়া অংশ শুরু হওয়ার পর আগেও দুর্ঘটনা ঘটেছিল। ইসালামাবাদ ইউনাইটেডের বিপক্ষে ব্যাট করার সময় মাথায় বল লেগেছিল কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের আন্দ্রে রাসেলের। সাথে সাথেই হাসপাতালে নেওয়া হয়েছিল ক্যারিবিয়ান এই অলরাউন্ডারকে।

২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট অভিষেক হয় ডু প্লেসিসের। এরপর দক্ষিণ আফ্রিকার হয়ে তিনি খেলেছেন ৬৯ টেস্ট। ৬৯ টেস্টে ১০ টি সেঞ্চুরি এবং ২১ টি হাফ সেঞ্চুরির সাহায্যে ৪১৬৩ রান সংগ্রহ করেছেন প্লেসিস।

২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার টেস্ট দলের নেতৃত্বও পান প্লেসিস। ২০১৬ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত ৩৬ ম্যাচে অধিনায়কত্ব করেছেন তিনি। ৩৬ ম্যাচে ১৮ টি জয়ের বিপরীতে ১৫ ম্যাচ হেরেছিলো দক্ষিণ আফ্রিকা। ২০২০ সালের ফেব্রুয়ারিতে টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর চলতি বছরের ফেব্রুয়ারিতেই টেস্টকে বিদায় বলেন প্লেসিস।

দক্ষিণ আফ্রিকার হয়ে ১৪৩ ওয়ানডেতে ৪৬.৬৭ গড়ে ৫৫০৭ রান সংগ্রহ করে প্লেসিস। ওয়ানডেতে ৩৫ টি হাফ সেঞ্চুরির সাথে ১২ টি সেঞ্চুরি রয়েছে তার। এছাড়া দেশের হয়ে ৫০ টি টি-টোয়েন্টিতে ৩৫.৫৩ গড়ে ১৫২৮ রান সংগ্রহ করেন প্লেসিস। টি-টোয়েন্টিতে ১০ টি হাফ সেঞ্চুরির সাথে ১ টি সেঞ্চুরি রয়েছে তার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link