বোলিংয়েও দাপট সাকিব-মিরাজদের

জিম্বাবুয়ে নির্বাচিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের প্রথম দিন বাংলাদেশের ব্যাটসম্যানরা রানের পাহাড় গড়ার পর আজ দ্বিতীয় দিন দাপট দেখিয়েছেন বাংলাদেশের বোলাররা। সফরকারীরা ব্যাটে বলে দাপট দেখালেও দুই দিনের প্রস্তুতি ম্যাচটি নিষ্প্রাণ ড্র হয়েছে।

গতকাল ২ উইকেটে ৩১৩ রান নিয়ে দিন শেষ করেছিল বাংলাদেশ। তবে আজ বোলারদের প্রস্তুতির সুযোগ করে দিতে আর ব্যাট করতে নামেনি বাংলাদেশ। সুযোগ পেয়েই নিজেদের প্রস্তুতি সেরে নিয়েছেন বোলাররা। জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের তেমন কোন সুযোগই দেননি সাকিব মিরাজরা।

রানের পাহাড়ের নিচে চাপা পড়ে ব্যাট করতে নামা জিম্বাবুয়ের শুরুটা ভালো হয়নি। দলীয় ১৩ রানে শরিফুল ইসলামের প্রথম শিকার হয়ে মিল্টন শুম্বা ফিরে যান ২ রান করে। এরপর তাকুজওয়ানাশে কাইতানো ও মুদজিঙ্গানিয়ামা দলকে টানলেও এই জুটিকে বেশি দূর যেতে দেননি এবাদত হোসেন।

এই পেসারের প্রথম শিকারে পরিণত হয়ে ১৬  রান করে বিদায় নেন মুদজিঙ্গানিয়ামা। এরপর জোড়া ধাক্কায় জিম্বাবুয়েকে চাপে ফেলে দেন সাকিব আল হাসান। এই স্পিনারে বলে লাইন মিস করে বোল্ড হয়ে যান কাইতানো ও ডিয়ন মেয়ার্স। ৫৪ বলে ৩২ রান করেন কাইতানো ও মেয়ার্সের ব্যাট থেকে আসে ১৬ রান।

এরপর মেহেদী হাসানের মিরাজ রয় কাইয়াকে ফিরিয়ে দিলে ৯৫ রানে ৫ উইকেট হারিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে। এরপর ষষ্ঠ উইকেট জুটিতে প্রতিরোধ গড়েন ওয়েসলে মাধেভেরে ও টিমিসেন মারুমা। দুজন যোগ করেন ৫৮ রান। কিন্তু মিরাজের জোড়া আঘাতে আবার বিপর্যয়ে পড়ে জিম্বাবুয়ে।

২৮ রান করা মাধেভেরেকে ফিরিয়ে দেওয়ার পর এই স্পিনার ফিরিয়ে দেন জয়লর্ড গাম্বিকে। এরপর পথের কাটা হয়ে থাকা মারুমাকে তাসকিন আহমেদ ফিরিয়ে দিলে বাকি দুই উইকেট দ্রুত হারিয়ে ২০২ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে।

মারুমার ব্যাট থেকে আসে দলের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান। বাংলাদেশের পক্ষে তিনটি করে উইকেট শিকার করেছেন সাকিব আল হাসান  ও মেহেদী হাসান মিরাজ। এছাড়া শরিফুল ইসলাম দুটি এবং তাসকিন আহমেদ ও এবাদত হোসেন একটি করে উইকেট শিকার করেন।

প্রথম ইনিংসে ১১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দিনের বাকি ৭.১ ওভারে কোন উইকেট না হারিয়ে ২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। প্রথম ইনিংসে ব্যাট করতে না নামলেও দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ছিলেন তামিম ইকবাল। ৩০ বলে ১৮ রান করে অপরাজিত থাকেন তামিম। সাদমান করেন ১৩ বলে ৪ রান।

প্রথম ইনিংসে হাফ সেঞ্চুরি করে ছিলেন সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। অন্যদের ব্যাটিংয়ের সুযোগ করে দিতে বিশ্রাম নিয়ে ছিলেন তিন জনই। এছাড়া রান পেয়ে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন দাস ও মুমিনুল হক।

  • সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ প্রথম ইনিংস: ৩১৩/২ (ওভার: ৯০; সাইফ- ৬৫ (বিশ্রাম), শান্ত- ৫২ (বিশ্রাম), মুমিনুল- ২৯, সাকিব- ৭৪ (বিশ্রাম), মাহমুদউল্লাহ- ৪০*, লিটন- ৩৭ (বিশ্রাম), মিরাজ- ৫*) (জঙ্গে- ১১-৫-২৩-১, চিপুঙ্গু- ৮-১-৩৪-১)

জিম্বাবুয়ে নির্বাচিত একাদশ প্রথম ইনিংস: ২০২/১০ (ওভার: ৭৪.৪;  মুদজিঙ্গানিয়ামা- ১৬, কাইতানো- ৩২, মেয়ার্স- ১৬, মারুমা- ৫৮, গাম্বি- ২৮) (সাকিব- ১২.৫-২-৩৪-৩, তাসকিন-  ১০-৪-২০-১, শরিফুল- ১১-৪-৩৩-২, এবাদত-  ১০-১-২৫-১, রাহি- ৭-৩-১৪-০, মিরাজ-  ১৬-২-৬৪-৩, নাঈম ৮-৩-১০-০)

বাংলাদেশ দ্বিতীয় ইনিংস: ২২/০ (ওভার: ৭.১; তামিম- ১৮*, সাদমান- ৪*)

ফলাফল: ম্যাচ ড্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link