গতকাল জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সাকিব আল হাসানের সাথে ম্যাচ জয়ী জুটি গড়ার পর মোহাম্মদ সাইফউদ্দিন জানিয়েছেন ছোটবেলা থেকেই তাঁর স্বপ্ন ছিলো সাকিবের সাথে জুটি গড়ে দলকে জেতানো। তাই গতকাল সুযোগ পেয়ে নিজের স্বপ্ন পূরণ করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছেন তিনি।
সাইফউদ্দিন যখন মাঠে আসেন তখন ১৭৩ রানে ৭ উইকেট হারিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়েছিল বাংলাদেশ। ৩ উইকেট হাতে রেখে জয়ের জন্য প্রয়োজন ছিল ৬৯ বলে ৬৮ রান। সাইফউদ্দিনের পরে ছিলো না কোন স্বীকৃত ব্যাটসম্যান। সেখান থেকেই সাকিবের সাথে ৬৯ রানের জুটি গড়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন এই অলরাউন্ডার।
দারুণ দায়িত্বশীলতা ও ধৈর্যের পরিচয় দিয়ে সাইফউদ্দিন অপরাজিত ছিলেন ৩৪ বলে ২৮ রান করে। তাঁর ইনিংসে ছিল মাত্র একটি বাউন্ডারি। সেটাও ম্যাচের শেষ দিকে। আজ এক ভিডিও বার্তায় সাইফউদ্দিন জানিয়েছেন সুযোগ পেয়ে তিনি চেষ্টা করেছিলেন সেটা কাজে লাগাতে। ছোটবেলার স্বপ্ন পূরণ করতে।
সাইফউদ্দিন বলেন, ‘আমি যখন নামি ৬৮ রান প্রয়োজন ছিলো। সত্যি বলতে ছোটবেলা থেকে স্বপ্ন ছিলো ওনার (সাকিব) সাথে জুটি করে দলকে জেতানো। এটা আমি আগেও বলেছি। কালকে সুযোগটা আসছিলো। স্বরণীয় করে রাখার জন্য নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। সবচেয়ে বড় কথা হলো সাকিব ভাই ভালো সমর্থন দিয়েছে। যার জন্য কাজটা সহজ হয়েছে।’
ওয়ানডে হোক আর টি-টোয়েন্টি হোন নিয়মিত ব্যাটিংয়ের সুযোগ পাননা সাইফউদ্দিন। তাই সীমিত ওভারের ক্রিকেটে মাত্র একটি হাফ সেঞ্চুরি তাঁর। সাইফউদ্দিন মনে করেন এই সীমাবদ্ধতার জন্যই আন্তর্জাতিক ক্রিকেটে নিজকে প্রমাণ করতে পারেননি তিনি। সুযোগ পেয়ে দলের বিপর্যয়ে নিজের ব্যাটিং ক্ষমতা দেখাতে পেরে তাই খুশি এই অলরাউন্ডার।
তিনি বলেন, ‘সুযোগ সব সময় আসেনা। নিজকে সে ভাবে প্রমাণ করতে পারিনি আন্তর্জাতিক ক্রিকেটে। তবে কখনোই চাই না আউট হয়ে যাক সবাই আর আমার সুযোগ আসুক। গতকাল সুযোগ এসেছে চেষ্টা করেছি কাজে লাগানোর। নিজের ব্যাটিং ক্ষমতা দেখানোর। ইনশাআল্লাহ দেখাতে পেরেছি। আমার ছোট অবদানে দল জিতেছে এটাতে আমি সবচেয়ে বেশি আনন্দিত।’
সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করলেও শেষ ম্যাচে জিম্বাবুয়েকে ছাড় দিতে নারাজ সাইফউদ্দিন। তাই আগামীকাল শেষ ওয়ানডেতে হোয়াটওয়াশের লক্ষ্য নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এছাড়া বিশ্বকাপের সুপার লিগের পয়েন্টও হাতছাড়া করতে চায়না সফরকারীরা। সাইফউদ্দিন জানিয়েছেন এই জন্যই সব ম্যাচে বাড়তি ফোকাস দিচ্ছেন তাঁরা।
সাইফউদ্দিন বলেন, ‘২০২৩ বিশ্বকাপ সামনে রেখে প্রতিটা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তামিম ভাই কিছুটা চোট নিয়েই খেলতেছে। কারণ সুপার লিগের পয়েন্টের বিষয় আছে। জিম্বাবুয়েকে হালকা ভাবে নেওয়ার কিছুই নেই। ঘরের মাঠে প্রতিটা দলই দুর্দান্ত। এজন্য আমরা বেশি ফোকাস দিয়ে খেলছি। আরেকটা ম্যাচ বাকি রয়েছে হোয়াটওয়াশ করা আমাদের লক্ষ্য থাকবে। আমাদের প্রসেসটা ঠিক রাখতে পারলে ৩-০ তে জিততে আশাবাদী।’