অস্ট্রেলিয়া সিরিজে থাকছেন না প্রিন্স

অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না বাংলাদেশ দলের ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের সাথে চুক্তির শর্ত পূরণ করতেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন প্রিন্স। পরবর্তীতে তাঁর সাথে চুক্তি বাড়ানো হবে কিনা সেটাও এখনো নিশ্চিত নয়।

বাংলাদেশের ব্যাটিং কোচ হিসাবে দায়িত্ব নেওয়ার আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের কোচের দায়িত্বে ছিলেন প্রিন্স। ওখানে চুক্তি অনুযায়ী কাজ শেষ না করেই বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছিলেন তিনি। মূলত ঐ চুক্তির কাজটা শেষ করে আসতেই এই সিরিজ থেকে ছুটি নিয়েছেন প্রিন্স।

সদ্য শেষ হওয়া জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল প্রিন্সকে। জিম্বাবুয়ে সিরিজে এই প্রোটিয়ার কাজে সন্তুষ্টি হয়ে অস্ট্রেলিয়া সিরিজ থেকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সাথে চুক্তি নবায়ন করার কথা ছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবির।

তবে আজ অস্ট্রেলিয়া সিরিজ থেকে প্রিন্সের ছুটি নেওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানিয়েছেন আগামী তিন চার দিনের ভিতর জানা যাবে প্রিন্সের সাথে নতুন চুক্তি হবে কিনা।

আকরাম বলেন, ‘অ্যাশওয়েল প্রিন্সকে আমরা জিম্বাবুয়ে সিরিজের নিয়োগ জন্য নিয়েছিলাম। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে উনি থাকছেন না। এখন সে দেশে চলে গেছে। তিন চারদিনের মধ্যে নিশ্চিত হওয়া যাবে তাকে কী আমরা নিয়োগ দেব কী না।’

তাঁর অনুপস্থিতিতে এই দায়িত্ব পালন করবেন প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো। প্রিন্সের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ফরম্যাটেই দাপট দেখিয়েছেন বাংলাদেশের ব্যাটসম্যানরা। ব্যাটসম্যানদের দাপটে একমাত্র টেস্টে ২১৮ রানের বড় ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজেও জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বড় সংগ্রহ করে জেতার পর শেষ ম্যাচে রেকর্ড রান তাড়া করে জয় পেয়েছিল বাংলাদেশ। আর দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ জিতেছিল সাকিব আল হাসানের ব্যাটিং বীরত্বে। তবে ওয়ানডে সিরিজ জুড়েই ব্যর্থ ছিল বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানরা।

ব্যাটসম্যানদের ব্যর্থতায় টি-টোয়েন্টি সিরিজে এক ম্যাচ হারলেও বাকি দুই ম্যাচে উজ্জ্বল ছিলেন ব্যাটসম্যানরা। সিরিজের প্রথম ম্যাচে ব্যাটসম্যানদের দাপটে ১৫২ রান তাড়া করে সহজেই জেতার পর শেষ ম্যাচে ১৯৪ রান তাড়া করে জিতেছিল বাংলাদেশ।

  • বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি সিরিজের সূচি
  • প্রথম টি-টোয়েন্টি: ৩ আগস্ট
  • দ্বিতীয় টি-টোয়েন্টি: ৪ আগস্ট
  • তৃতীয় টি-টোয়েন্টি: ৬ আগস্ট
  • চতুর্থ টি-টোয়েন্টি: ৭ আগস্ট
  • পঞ্চম টি-টোয়েন্টি: ৯ আগস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link