একজন ব্যাটসম্যানের জন্য শূন্য রানে আউট হওয়া ক্রিকেট মাঠের সবচেয়ে দু:খজনক ঘটনা। প্রতিটা ব্যাটসম্যানই চায় তাঁদের ব্যাটে চড়ে দল বড় সংগ্রহ করুক। তবে ক্রিকেট মাঠে প্রতিদিন তো আর সফল হওয়া যায় না। কখনো একজন ব্যাটসম্যান দলকে নিয়ে যান জয়ের বন্দরে আবার কখনো তিনি হন ব্যর্থ।
ওদিকে নিজের অভিষেক ম্যাচে টেস্ট কিংবা ওয়ানডে ম্যাচে ডাক মেরেছেন এমন ব্যাটসম্যানের সংখ্যা বেশ লম্বা। ক্রিকেটের সবচেয়ে সংক্ষিপ্ত ফরম্যাটের আন্তর্জাতিক অভিষেকে ডাক মারাদের তালিকাটাও নেহায়েৎ ছোট নয়। তাঁদের কেউ কেউ আবার বেশ বড় ব্যাটসম্যান। তাঁদের নিয়েই এবারের আয়োজন।
- পৃথ্বী শ (ভারত)
কিছুদিন আগেই শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষিক্ত হন পৃথ্বী শ। অনেকদিন ধরেই তাঁকে ভারতের ক্রিকেটের পরবর্তী নায়ক ভাবা হয়। যদিও এখনো নিজেকে সেভাবে প্রমাণ করতে পারেননি এই ব্যাটসম্যান।
২৫ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে নিজের অভিষেক টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানেই আউট হয়ে যান এই ব্যাটসম্যান। এর আগে ভারত অনূর্ধ্ব ১৯ দলেরও অধিনায়কত্ব করেছিলেন তিনি। এছাড়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের হয়েও দারুণ পারফর্ম করেছেন তিনি।
- মহেন্দ্র সিং ধোনি (ভারত)
ভারতের ক্রিকেটের আরেক মহাতারকা। ভারতের সাবেক এই অধিনায়ক দেশটির ক্রিকেটকে নিয়ে গিয়েছেন অনন্য এক উচ্চতায়। তবে ধোনির টি-টোয়েন্টি অভিষেকটাও খুব একটা সুখকর ছিল না।
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকা বিপক্ষে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে শূন্য রানেই আউট হয়ে ফিরেন এই কিপার ব্যাটসম্যান। যদিও এর পরের বছরই ভারতের অধিনায়ক হয়ে দেশটিকে টি-টোয়েন্টি বিশ্বকাপ উপহার দিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি।
- মাহেলা জয়াবর্ধনে (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন মাহেলা জয়াবর্ধনে। টি-টোয়েন্টি ক্রিকেটেও এই ব্যাটসম্যানের ঝুলিতে সেঞ্চুরি করার কীর্তি রয়েছে।
দেশটির কিংবদন্তি এই ব্যাটসম্যানের টি-টোয়েন্টি যাত্রাটা অবশ্য খুব একটা ভালো হয়নি। ২০০৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে নিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচ খেলেন তিনি। সেখানে রানের খাতা খোলার আগেই আউট হয়ে ফিরেন জয়াবর্ধনে।
- লোকেশ রাহুল (ভারত)
টি-টোয়েন্টি ক্রিকেটে এই মুহূর্তে ভারতের সফল ব্যাটসম্যানদের একজন লোকেশ রাহুল। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারের শুরুটা নিশ্চই মনে করতে চাইবেন না এই ব্যাটসম্যান।
২০১৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারেতে অভিষিক্ত হন এই ওপেনার। আগে ব্যাট করে ১৭০ রানের সংগ্রহ গড়েছিল ভারত। ওদিকে জবাবে ওপেন করতে নেমে শূন্য রানেই আউট হয়ে ফিরেন তিনি।
- মাইকেল ভন (ইংল্যান্ড)
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভনও আছেন আমাদের এই তালিকায়। যদিও তাঁর ক্যারিয়ারে মাত্র ২ টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন এই ব্যাটসম্যান। দুটিই ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে।
তবে অভিষেক ম্যাচে তিনি ফিরেছিলেন শূন্য রানেই। যদিও পরের ম্যাচে অজিদের বিপক্ষে ২৭ রানের ইনিংস খেলেছিলেন এই ব্যাটসম্যান।
- সৌম্য সরকার (বাংলাদেশ)
টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের হয়ে এক হাজারের ওপর রান করেছেন সৌম্য সরকার। তবে, এই ওপেনারের শুরুটা ছিল যাচ্ছেতাই। ২০১৫ সালে তাঁর অভিষেক হয় পাকিস্তানের বিপক্ষে। ডাক দিয়ে শুরু করেন।
পরের ম্যাচ খেলেন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। সেই ম্যাচেও শূণ্য। টানা দুই ডাক দিয়ে শুরু হয় সৌম্য সরকারের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্যারিয়ার।