জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডোমিঙ্গোর সাথে আরো এক বছর চুক্তি বাড়াতে আগ্রহী বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্বান্ত না হলেও খুব দ্রুতই সবার সাথে আলোচনা করে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত তাঁর সাথে চুক্তি নবায়ন করবে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।
২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ শেষে দুই বছরের জন্য বাংলাদেশ জাতীয় দলের প্রধান কোচ হিসাবে নিয়োগ দেওয়া হয় রাসেল ডোমিঙ্গোকে। চলতি মাসের ২০ তারিখে প্রোটিয়া এই কোচের সাথে দুই বছরের চুক্তি শেষ হবে বিসিবির। ডোমিঙ্গো দায়িত্ব নেওয়ার পর শুরুর দিকে দল ব্যর্থ হলেও শেষের দিকে সাফল্য পেয়েছে বাংলাদেশ।
মূলত এই কারণেই তাঁর সাথে চুক্তি বাড়াতে আগ্রহী হয়েছে বোর্ড। আজ (১৫ আগস্ট) গণমাধ্যমের সাথে আলাপকালে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন এখনো কোন কিছু চূড়ান্ত না হলেও তাঁর সাথে চুক্তি বাড়ানোর সম্ভবনাই বেশি। ডোমিঙ্গোর সাথে এই বিষয়ে কথা না বললেও ইতোমধ্যে বোর্ডের কয়েক জনের সাথে এই বিষয়ে কথাও বলেছেন বোর্ড সভাপতি।
পাপন বলেন, ‘এটা নিয়ে এখনো চূড়ান্ত কোন সিদ্বান্ত হয়নি এখনো। বিশ্বকাপ পর্যন্ত সে ট্রেনিংয়ে আছেই। এটা নিয়ে কোন সমস্য নেই। ওর সাথে চুক্তি বাড়ানোর সম্ভবনাই বেশি। ওর সাথে এখনো কথা বলিনি। আমরাও নিজেরা কথা বলিনি। দুই চার জনের সাথে কথা বলেছি। আরো কথা বলতে হবে। সবাই আলোচনা করে সিদ্বান্ত নেবো।’
তবে ডোমিঙ্গোর সাথে এখনই দীর্ঘমেয়াদী চুক্তি নিয়ে ভাবছে না বিসিবি। চলতি বছরের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্থগিত হওয়া সপ্তম আসর অনুষ্ঠিত হওয়ার পর আগামী বছরই অস্ট্রেলিয়াতে অনুষ্ঠিত হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের অস্টম আসর।
নাজমুল হাসান পাপন জানিয়েছেন সেই দুই বিশ্বকাপ পর্যন্তই আপাদত তাঁর সাথে চুক্তি করা নিয়ে ভাবছে বোর্ড। বোর্ড সভাপতি বলেন, ‘আমরা আপদত এক বছরের জন্য ভাববো। সামনে দুটো টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। সেই পর্যন্তই ভাবছি। এরপর সবার সাথে কথা বলে সিদ্বান্ত নেবো।’
বাংলাদেশের দলের কোচিং প্যানেলে রাসেল ডোমিঙ্গো সহ এখন দক্ষিণ আফ্রিকার তিন জন রয়েছেন। বাকি দুই জন ফিল্ডিং কোচ রায়ান কুক ও ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্স। জিম্বাবুয়ে সিরিজে নিয়োগ পাওয়া প্রিন্সের সাথেও ২০২০ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত চুক্তি নবায়ন করেছে বিসিবি।