ক্রিকেট বিশ্বের অন্যতম শক্তিশালি দলগুলোর একটি পাকিস্তান। বিশেষ করে সাদা বলের ক্রিকেটে যেকোন কন্ডিশনেই ভয়ঙ্কর হয়ে উঠতে পারে দলটি। তবে পাকিস্তানের সবচেয়ে বড় সমস্যা তাঁদের ধারাবাহিকতার অভাব। টেস্ট ক্রিকেটেও ধারাবাহিকতার অভাবে নিজেদের একটি শক্ত জায়গায় নিয়ে যেতে পারেনি কখনোই।
ওদিকে পাকিস্তানি ক্রিকেটারদের মধ্যে ডাক খাওয়ার প্রবণতাও বেশি। টেস্ট ক্রিকেটেও পাকিস্তানের কয়েকজন ক্রিকেট উল্লেখযোগ্য সংখ্যকবার ডাক মেরেছেন। টেস্টে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি বার ডাক মারা ক্রিকেটারদের নিয়েই আজকের এই আয়োজন।
- ওয়াসিম আকরাম
টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের আসা বিশ্বের অন্যতম সেরা পেসারদের একজন ওয়াসিম আকরাম। কিংবদন্তি এই ক্রিকেটারের শুরুটা বোলিং দিয়ে হলে ক্যারিয়ারের শেষ সময়ে ব্যাটিং করেও ভূমিকা রেখেছেন। তবে ডাকের সংখ্যাটাও কম না এই ক্রিকেটারের। টেস্ট ক্রিকেটে মোট ১৭ বার ডাক মেরেছেন তিনি। এছাড়া টেস্টে পাকিস্তানের হয়ে তিনটি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিও করেছিলেন তিনি।
- আজহার আলী
পাকিস্তানের সাবেক এই অধিনায়কও যুক্ত হয়েছেন এই তালিকায়। টেস্ট ক্রিকেটে পাকিস্তানের অন্যতম ধারাবাহিক ব্যাটসম্যানদের একজন তিনি। দেশটির হয়ে টেস্ট ক্রিকেটে করেছেন ১৮ টি সেঞ্চুরি। এছাড়া ৩৩ টি হাফ সেঞ্চুরিও আছে তাঁর ঝুলিতে। তবে তিনিও ওয়াসিম আকরামের সমান ১৭ টি ডাক মেরে নাম লিখিয়েছেন এই তালিকায়।
- ইউনুস খান
পাকিস্তানের হয়ে খেলা অন্যতম সেরা ব্যাটসম্যানদের একজন ইউনুস খান। এছাড়া তিন ফরম্যাটেই দেশটির অধিনায়কত্বও করেছেন তিনি। ১১৮ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে তাঁর ঝুলিতে আছে ৩৪ টি সেঞ্চুরি। এছাড়া পুরো ক্যারিয়ারের রান করে গিয়েছেন ধারাবাহিক ভাবে। টেস্টে তাঁর ব্যাটিং গড় ৫২।
তবুও ডাক খাওয়ার এই তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারে সবমিলিয়ে ১৯ বার শূন্য রানে আউট হয়েছেন পাকিস্তানের এই কিংবদন্তি ব্যাটসম্যান। এই তালিকায় তিনি একটু বেমানানই বটে।
- ওয়াসিম বারি
ওয়াসিম বারি পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটসম্যান। ১৯৬৭ থেকে ১৯৮৪ পর্যন্ত লম্বা সময় দেশটির হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন তিনি। ৮১ টেস্ট ম্যাচের ক্যারিয়ারে লুফে নিয়েছিলেন ২০১ টি ক্যাচ। এছাড়া ৫১ টি ওয়ানডে ম্যাচও খেলেছিলেন তিনি।
পাকিস্তানের হয়ে টেস্টে তাঁর ঝুলিতে আছে ছয়টি হাফ সেঞ্চুরিও। এছড়া টেস্ট ক্যারিয়ারে মোট ১৯ বার ডাক মেরেছেন তিনিও।
- ওয়াকার ইউনুস
নতুন বলে ওয়াসিম আকরামের সাথে ওয়াকার ইউনুসের জুটি বিশ্বের যেকোন ব্যাটসম্যানের বুকে কাঁপন ধরিয়ে দিতো। ওয়াকার ইউনুস নিজের ক্রিকেট ইতিহাসের সেরা পেসারদের একজন।
তবে ব্যাট হাতে খুব বেশি দেখা যেত না এই পেসারকে। তবে নিচের দিকে ব্যাট করতে নেমেও এই তালিকায় নাম লিখিয়েছেন। টেস্টে মোট ২১ বার আউট হয়েছেন শূন্য রানেই। এছাড়া টেস্টে তাঁর সর্বোচ্চ ৪৫ রানের একটি ইনিংস আছে।
- দানিশ কানেরিয়া
দানিশ কানেরিয়া পাকিস্তান ক্রিকেটের এক আক্ষেপের নাম। ধারণা করা হয়েছিল তিনি পাকিস্তান এমনকি ক্রিকেট ইতিহাসেরও অন্যতম সেরা লেগ স্পিনার হবেন। তাঁর গুগলিতে অসহায় আত্মসমর্পণ করতো অনেক নামী দামী ব্যাটসম্যানও।
তবে, নানা কারণেই তাঁর ক্যারিয়ার থেমে গিয়েছিল। তবুও এই তালিকায় সবার উপরেই আছেন তিনি। পাকিস্তানের হয়ে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি ডাক মারার রেকর্ড তিনিই করেছেন। পাকিস্তানের হয়ে খেলা ৬২ টেস্টে দানিশ কানেরিয়া ডাক মেরেছেন মোট ২৫ বার।