বিশ্বকাপ খেলাটাই তাঁর জন্য বড় ব্যাপার

মাত্র তিনটি সিরিজ খেলেই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে সুযোগ পেয়েছেন শামিম হোসেন পাটোয়ারি। তবে স্বপ্নের বিশ্বকাপ নিয়ে এখনো কোন লক্ষ্য ঠিক করেননি এই অলরাউন্ডার। বিশ্বকাপকে শেখার মঞ্চ হিসেবে নিয়ে শামিম জানিয়েছেন বিশ্বকাপের দলে আছেন এটাই বড় কিছু তাঁর কাছে।

গত জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে শামিমের। এরপর শামিম খেলেছেন দেশের মাটিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের সাথেও। জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থ ছিলেন অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

এরপরেও টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে টিকে যান অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী এই অলরাউন্ডার। বিশ্বকাপ দলে সুযোগ পাওয়ার পর আজ (২০ সেপ্টেম্বর) প্রথম বারের মত গণমাধ্যমের মুখোমুখি হয়ে শামিম জানিয়েছেন লক্ষ্য ঠিক না করলেও বিশ্বকাপে সিনিয়র ক্রিকেটারদের থেকে অনেক কিছু শিখতে চান তিনি।

শামিম বলেন, ‘বিশ্বকাপের লক্ষ্য যেহেতু আমি প্রথম বার সুযোগ পেয়েছি। ওরকম ভাবে এখনো লক্ষ্য চিন্তা করি নাই। আর যেহেতু দলের সাথে যাচ্ছি এটাই আমার কাছে বড় কিছু। সিনিয়র ক্রিকেটারদের থেকে অনেক কিছু শেখার আছে যেহেতু আমি জুনিয়র প্লেয়ার।’

শামিমের অভিষেকের পর তিনটি সিরিজই জিতেছে বাংলাদেশ। এজন্য নিজকে ভাগ্যবান মনে করেন তিনি। এই অলরাউন্ডার আশাবাদী বিশ্বকাপেও ভালো করবে বাংলাদেশ। তিনি বলেন, ‘ওখানে বিশ্বের সেরা বোলাররা থাকবে ওটা আমার জন্য চ্যালেঞ্জ। আমি মনে করি আমি অনেক ভাগ্যবান। কারণ আমি দলে আসার পরই তিনটা সিরিজ জিতেছি। আমি আশাবাদী বিশ্বকাপেও আমরা ভালো করবো।’

গত বছর অনূর্ধ্ব ১৯ দলের হয়ে বিশ্বকাপ জিতেছেন শামিম। ঐ দলের গুরুত্বপূর্ণ একজন সদস্যও ছিলেন তিনি। শামিম আশাবাদী জাতীয় দলেও হয়েও বড় কিছু জিততে। তিনি বলেন, ‘তো অবশ্যই, যেহেতু আমরা একটা বিশ্বকাপ আনতে পেরেছি। আমরা আশাবাদী। ভালো কিছু ডিজার্ভ করি আমরা। তফাৎ বলতে দুটোই দেশের জন্য খেলতেছি। একটু পার্থক্য থাকবে। ওটা অনূর্ধ্ব-১৯, একটা পার্থক্য থাকাটাই স্বাভাবিক।’

ছোট বেলা থেকেই শামিমের ইচ্ছা ছিল সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদদের সাথে খেলা। এখন সেই সুযোগ পেয়ে ভালো লাগছে তাঁর। এই অলরাউন্ডার জানিয়েছেন এটা নিয়ে গর্বিতও তিনি। শামিম বলেন, ‘আসলে ছোট বেলা থেকেই ইচ্ছা ছিলো যে সাকিব ভাই, রিয়াদ ভাইদের সাথে খেলবো। এখন ওনাদের সাথে খেলতেছি, অনেক ভালো লাগছে। অনেক গর্বিত মনে হচ্ছে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link