প্রিয় ক্রিকেট খেলাটাকে বিদায় জানানোটা একজন ক্রিকেটারের জন্য সবচেয়ে কঠিন কাজ। সেই ছোটবেলা থেকে যেই ক্রিকেটকে নিয়ে এত স্বপ্ন দেখা সেটাকেও একদিন বিদায় বলতে হয়। প্রতিটা ক্রিকেটারই সময়ের কাছে হেরে যান। বাইশ গজ কাপানো তারকাদের ছেড়ে দিতে হয় মঞ্চ।
গত হওয়া বছরেও আন্তর্জাতিক ক্রিকেটের বেশ বড় বড় কিছু ক্রিকেটার অবসরে গিয়েছেন। তাঁদের হয়তো আর মাঠে নামতে দেখা যাবে না তবে ক্রিকেটের সাথে প্রত্যেকেই কোনো না কোনো ভাবে জড়িয়ে থাকবেন নিশ্চয়ই। ২০২১ সালে ক্রিকেটকে বিদায় জানানো সেইসব ক্রিকেটারদের নিয়েই একটি একাদশ করার চেষ্টা করেছে খেলা ৭১।
- উপুল থারাঙ্গা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার ক্রিকেটের দু:সময়ে এক ভরসার নাম ছিলেন উপল থারাঙ্গা। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে দেশটির অন্যতম সেরাদের একজন তিনি। শ্রীলঙ্কার হয়ে খেলা ২৩৫ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ৬৯৫১ রান। এই ফরম্যাটে করেছেন ১৫ টি সেঞ্চুরি ও সাতটি হাফ সেঞ্চুরিও। এই ওপেনার এ বছর বিদায় জানিয়েছেন ক্রিকেটকে।
- শাহরিয়ার নাফিস (বাংলাদেশ)
বাংলাদেশের ক্রিকেটে অমিত সম্ভাবনা নিয়ে এসেছিলেন শাহরিয়ার নাফিস। তাঁর খানিক প্রমাণও তিনি আন্তর্জাতিক ক্রিকেটে দেখিয়েছেন। বাংলাদেশ যখন মাত্র ক্রিকেটে দুনিয়ায় হাঁটতে শিখছে সেই সময়ের বড় তারকা ছিলেন শাহরিয়ার নাফিস। তিন ফরম্যাটেই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। ৭৫ ওয়ানডে ম্যাচে প্রায় ৩২ গড়ে করেছেন ২২০১ রান। এই বছর ক্রিকেটকে বিদায় জানানো শাহরিয়ার নাফিস থাকছেন আমাদের একাদশের ওপেনিং এর দায়িত্বে।
- রায়ান টেন ডেসকাট (নেদারল্যান্ড)
সহযোগী দেশ গুলোর ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা আবিস্কার ডেসকাট। ব্যাট হাতে একমাত্র টেস্ট খেলা বাদে প্রায় সবই করেছেন তিনি। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক হয়ে উঠেছিলেন একটা সময়। এই বছরও নেদারল্যান্ডসের হয়ে খেলবেন বিশ্বকাপ। তবে এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাবেন বলে ঘোষণা দিয়েছেন।
- ব্রেন্ডন টেলর (জিম্বাবুয়ে): উইকেটরক্ষক
জিম্বাবুয়ে ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান ব্রেন্ডন টেলর। দেশটির সাবেক এই অধিনায়ক ওয়ানডে ক্রিকেটে জিম্বাবুয়ের সর্বোচ্চ রান সংগ্রহকারীদের একজন। তিনিও সম্প্রতি বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। ফলে আমাদের মিডল অর্ডারের মূল ভরসা হিসেবে থাকবেন তিনি।
- ইউসুফ পাঠান (ভারত)
রঙিন পোশাকের ক্রিকেটে ভারতের বড় তারকা ইউসুফ পাঠান। বিশেষ করে আইপিএলের ইতিহাসের অন্যতম সেরাদের একজন ইউসুফ পাঠান। ভারতের এই অলরাউন্ডারও এই বছর বিদায় জানিয়েছেন ক্রিকেটটাকে।
- থিসারা পেরেরা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার ক্রিকেটের তারকা এই অলরাউন্ডারও এই বছর বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে। ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টেই বেশ কার্যকর তিনি। দেশটির হয়ে ১৬৬ ওয়ানডে ম্যাচে তাঁর ঝুলিতে আছে ১৭৫ টি উইকেট। এছাড়া ব্যাট হাতেও করেছেন ২ হাজারের বেশি রান।
- ইসুরু উদানা (শ্রীলঙ্কা)
শ্রীলঙ্কার আরেক ক্রিকেটার ইসুরু উদানাও এ বছর বিদায় জানিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটকে। দেশটির হয়ে ওয়ানডে ও টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলেছেন এই অলরাউন্ডার। ফলে লোয়ার অর্ডারে আমাদের একাদশে থাকছেন তিনিও।
- স্টুয়ার্ট বিনি (ভারত)
ভারতের ক্রিকেটে বড় নাম স্টুয়ার্ট বিনি। দেশটির হয়ে তিন ফরম্যাটেই আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন এই অলরাউন্ডার। ৬ টেস্ট , ৩ ওয়ানডে ও ১৪ টি-টোয়েন্টি ম্যাচের ছোট্ট ক্যারিয়ার। ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারও এইবছর বিদায় জানিয়েছেন।
- আব্দুর রাজ্জাক (বাংলাদেশ)
বাংলাদেশ ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা স্পিনারদের একজন আব্দুর রাজ্জাক। বিশেষ করে ওয়ানডে ক্রিকেটে নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। ১৫৩ ওয়ানডে ম্যাচ খেলে নিয়েছেন ২০৭ উইকেট। এই বছর তিনিও বিদায় নিয়েছেন সব ধরনের ক্রিকেট থেকে। আমাদের স্পিন আক্রমণের নেতৃত্বে থাকবেন তিনি।
- ডেল স্টেইন (দক্ষিণ আফ্রিকা)
আমাদের পেস বোলিং আক্রমণের নেতৃত্বে থাকবেন দক্ষিণ আফ্রিকার এই পেসার। দক্ষিণ আফ্রিকা ও বিশ্বক্রিকেটের ইতিহাসে অন্যতম সেরাদের একজন তিনি। ডেল স্টেইনও এই বছর সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। ফলে আমাদের একাদশের অবধারিত নাম তিনি।
- লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা): অধিনায়ক
দেশটির ক্রিকেট ইতিহাসের সেরাদের একজন লাসিথ মালিঙ্গা। কিছুদিন আগেই সবধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন। এখনো টি-টোয়েন্টি ক্রিকেটের সর্বোচ্চ উইকেট শিকারি তিনি। এছাড়া ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেরও সফলতম বোলারদের একজন তিনি। তিনিও থাকছেন আমাদের বোলিং আক্রমণে।