বিনা প্রতিদ্বন্দ্বীতায় পরিচালক নির্বাচিত দুর্জয়

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঢাকা বিভাগ থেকে টানা তৃতীয় বারের মত পরিচালক নির্বাচিত হতে যাচ্ছেন নাইমুর রহমান দুর্জয়। মূলত শেষ মূহুর্তে তাঁর দুই প্রতিদ্বন্দ্বী নির্বাচন থেকে নাম প্রত্যহার করে নেওয়াতেই বিনা ভোটে নির্বাচিত হতে যাচ্ছেন তিনি।

ঢাকা বিভাগে দুই পদের জন্য নির্বাচনে লড়াই করার কথা ছিল চার জনের। কিন্তু সৈয়দ আশফাকুল ইসলাম টিটু ও মোহাম্মদ খালিদ হোসেন নির্ধারিত সময়ের পরে প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়াতে ঢাকা বিভাগে এখন শুধু নাম মাত্র নির্বাচন হবে।

সেক্ষেত্রে বর্তমান পরিচালক ও জাতীয় দলের প্রথম টেস্ট অধিনায়ক নাইমুর রহমান দুর্জয় ও এবং তানভির আহমেদ টিটুর বিজয় নিশ্চিত। ঢাকা বিভাগ ছাড়াও চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, সিলেট বিভাগ, বরিশাল বিভাগ ও রংপুর বিভাগেও নাম মাত্র নির্বাচন হচ্ছে। এই পাঁচ বিভাগ থেকে ইতোমধ্যে সাত জন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।

তাঁরা হলেন চট্টগ্রাম বিভাগ থেকে আ জ ম নাসির ও আকরাম খান। খুলনা বিভাগ থেকে শেখ সোহেল ও কাজী ইনাম। সিলেট থেকে শফিউল আলম চৌধুরী নাদেল। বরিশাল থেকে আলমগীর খান এবং রংপুর থেকে অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম।

তবে এই ছয় বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস রয়েছে রাজশাহী বিভাগের নির্বাচনে। এখান থেকে গত নির্বাচনে সাইফুল আলম চৌধুরী স্বপন বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হলেও এবার তাঁর শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে রয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

এছাড়া আরো একটা বিভাগে শক্ত প্রতিদ্বন্দ্বীতা হতে পারে। সেখানে আগের দুই বার বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত জাতীয় দলের সাবেক অধিনায়ক ও গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান খালেদ মাহমুদ সুজনের শক্ত প্রতিদ্বন্দ্বীতা স্বনামধন্য কোচ ও ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম।

এছাড়া সবার নজর রয়েছে ঢাকার বিভিন্ন ক্লাব থেকে প্রতিনিধি হয়ে আসাদের দিকেও। এখানে ৫৭ জন ভোটারের ভোটে নির্বাচিত হবেন ১২ জন পরিচালক। এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। বিসিবির বর্তমান সভাপতি নাজমুল হাসান পাপনও এখান থেকেই পরিচালক পদে নির্বাচন করছেন।

আজ সকাল দশটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বিকাল পাঁচটায় ভোট গ্রহণ শেষে রাতে প্রাথমিক ফলাফল ঘোষণা করার পর আগামীকাল চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হবে।

এবারের নির্বাচনে ১৭১ জন ভোটার ভোট দেওয়ার জন্য ফরম পূরণ করেছেন। এবারের নির্বাচনে ক্যাটাগরি-১ এ ১০ জন পরিচালক, ক্যাটাগরি-২ এ ১২ জন পরিচালক এবং ক্যাটাগরি-৩ এ ১ জন পরিচালক নির্বাচিত হবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link