মিউজিক্যাল চেয়ারের দারুণ দৌঁড়

সমস্যা হল বার্সার হাতে বিকল্প খুব সীমিত। তাছাড়াও যারা রয়েছেন তাদেরকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাঁরা আদৌ বার্সার এই ক্রান্তিলগ্নে হাল ধরে বার্সাকে আবার স্বরুপে ফেরাতে পারবেন কি না তা নিয়ে  সংশয় রয়েছে ক্লাবকর্তাদের মধ্যে। বেশ কিছু নাম সহসাই ভেসে বেড়াচ্ছে। যারা কি না আসতে পারেন কাতালান ডাগ আউটে রোন্যাল্ড কোমেনের বিকল্প হিসেবে। এমন কয়েকজনের সম্ভাবনা নিয়ে করা আলোচনায় আপনাকে স্বাগতম।

২৬ টা লা লিগা জয়ী বার্সেলোনা ২০২১/২২ মৌসুমের শুরুতে রয়েছে নবম স্থানে। পাঁচ বার চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তোলা কাতালানদের গ্রুপ-ই তে অবস্থান তলানিতে। মৌসুমের শুরুতেই এমন পার্ফরমেন্সে নাখোশ সমর্থক থেকে শুরু করে ক্লাব কর্তারাও। ইনজুরি, খেলোয়াড়দের ফর্মে না থাকা এমন বাজে শুরুর কারণ। কিন্তু কোচ রোন্যাল্ড কোমেন যেন পুরোপুরি নিষ্প্রভ।

তাঁর রক্ষণাত্মক খেলার ধরণ আর খাপ ছাড়া পরিকল্পনা দেখে যে কারোই মনে হতে পারে যে তিনি অথৈ সাগরে দাপড়ে বেড়াচ্ছেন, তীর খোঁজার লক্ষ্যে। কিন্তু তিনি ঠিক মতো সাঁতারটাই জানেন না। অসন্তুষ্ট ভক্ত-সমর্থকরা ত্যক্ত-বিরক্ত তাঁর খেলানোর ধরণ নিয়ে, তাঁর খেলার পরকল্পনা নিয়ে। চারিদিকে কোমেন হঠাও রব উঠেছে।

সমর্থকেরাও চাইছেন যেন কোমেনের মত একজন কিংবদন্তি যেন তাঁর খেলোয়াড়ী সম্মান্টুকু আঁকড়ে ছেড়ে দেন কাতালানদের কোচের আসন। তবে চাইলেই তো আর সরে আসা সম্ভব না। কোমেনের ইচ্ছেতেও ঘাটতি রয়েছে ব্যাপক তাঁর ভাষ্যতেই তা স্পষ্ট হয়েছে বারংবার। কিন্তু বার্সেলোনা ক্লাব সভাপতি বসে নেই। তিনি এবং তাঁর বোর্ড কর্তারা আলোচনা করছেন প্রতি নিয়তই, এমন গুঞ্জনে ছয়লাভ ইউরোপিয়ান ফুটবল অঙ্গন।

তবে সমস্যা হল বার্সার হাতে বিকল্প খুব সীমিত। তাছাড়াও যারা রয়েছেন তাদেরকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। তাঁরা আদৌ বার্সার এই ক্রান্তিলগ্নে হাল ধরে বার্সাকে আবার স্বরুপে ফেরাতে পারবেন কি না তা নিয়ে  সংশয় রয়েছে ক্লাবকর্তাদের মধ্যে। বেশ কিছু নাম সহসাই ভেসে বেড়াচ্ছে। যারা কি না আসতে পারেন কাতালান ডাগ আউটে রোন্যাল্ড কোমেনের বিকল্প হিসেবে। এমন কয়েকজনের সম্ভাবনা নিয়ে করা আলোচনায় আপনাকে স্বাগতম।

  • মার্সেলো গ্যালার্ডো (আর্জেন্টিনা)

আর্জেন্টাইন কোচ মার্সেলো গ্যালার্ডোর নাম বেশ জোড়সোড়ো ভাবেই শোনা যাচ্ছিলো, বার্সার কোচ পরিবর্তন ইস্যুকে কেন্দ্র করে। আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেটের ইতিহাসে অন্যতম সফল কোচ গ্যালার্ডো হতে পারতেন কোমেনের যোগ্য বিকল্প।

গুঞ্জন আছে, তাঁর এবং বার্সা কর্তাদের বেশ ক’বার যোগাযোগের। ৪৫ বছর বয়সী এই কোচের খেলানোর ধরণ বেশ আক্রমণাত্মক। তাছাড়া তিনি দ্রুততার সাথে আক্রমণ পালটা আক্রমণে ভরসা রাখেন। গতিশীল ফুটবল খেলানোই তাঁর প্রধান অস্ত্র।

তাছাড়া গ্যালার্ডো ম্যাচের পরস্থিতি আন্দাজ করে সময়মতো উপকারী পদক্ষেপ গ্রহোন করতেও বেশ পারদর্শী। ঠিক যেখানটায় কোমেন পিছিয়ে আছেন যোজন দূর। তিনি হয়ত শুদ্ধ টিকি-টাকা ফুটবল খেলাতে পারবেন না দলকে কিন্তু তাঁর পরিকল্পনা বার্সার বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণের এক উপায় বের করে দিতে পারার সম্ভাবনা সৃষ্টি করতে পারে।

কিন্তু এই মুহূর্তেই তাঁকে দলের দায়িত্বভার দিতে বার্সা কর্তাদের মাথায় রাখতে হচ্ছে তাঁর অভিজ্ঞতার কথা। তিনি ইউরোপিয় ফুটবলে এর আগে কখনো কোন দলকে কোচিং করাননি। তাঁর এই অনভিজ্ঞতা আরো খারাপ কোন পরিস্থিতির দিকে ধাবিত করবে কি না সে নিয়েই সন্দিহান বার্সালোনার পরিচালক কমিটি। যদিও বার্সার সাবেক সভাপতি জোসেফ বার্তামেউ লুইস এনরিকের বিকল্প হিসেবে আগেও গ্যালার্ডোকে বিবেচনায় রেখেছিলেন।

  • রবার্তো মার্তিনেজ (স্পেন)

বেলজিয়াম জাতীয় দলের কোচ রবার্তো মার্তিনেজ তাঁর বার্সা কোচ হবার ইচ্ছা বহুবার প্রকাশ করছেন গণমাধ্যমে। তিনি কোমেনের বিকল্প কোচ হবার দৌড়ে বেশ শুরুর দিকেই রয়েছেন। কিন্তু তাঁর এবং বার্সার মধ্যকার কোন চুক্তি আদৌ হয়েছে কি না সে বিষয়ে খোলাসা করে জানা যায়নি কোন পক্ষ থেকেই।

তবে বার্সার সহকারী ক্রীড়া পরিচালক জর্ডি ক্রইফের সাথে মার্টিনেজের ঘনিষ্ট সম্পর্ক তাঁর বার্সা কোচ হবার সম্ভাবনা বাড়িয়ে দিচ্ছে। এছাড়াও কাতালুনিয়া্য জন্মগ্রহণ করা সাবেক এই খেলোয়াড়ের প্রতি আলাদা দৃষ্টি থাকবে বার্সা সমর্থকদের।

বেলজিয়াম জাতীয় দলের কোচ মার্তিনেজ বলের দখল বাড়িয়ে আক্রমণ সাজানোর পরিকল্পনা নিয়ে খেলতে নামান তাঁর খেলোয়াড়দেরকে। নিস:ন্দেহে তাঁর খেলানোর ধরণে মনক্ষুন্ন হবেন না ভক্তরা, যেমনটা এখন কোমেনের খেলা দেখে হচ্ছেন। তবে তাঁর বিষয়ে একটা মতামত ইউরোপিয়ান ফুটবলে প্রচলিত রয়েছে যে তাঁর কাছে বিকল্প কোন পরিকল্পনা থাকে না।

এমনটা হলে তাঁকে দলে ভেড়ানোটা আসলে কতটুকু লাভজনক হবে তা ভেবে দেখতে হচ্ছে বার্সার বর্তমান সভাপতি হুয়ান লাপোর্তাকে। তাছাড়া বার্সার রাডারে যে সকল কোচ রয়েছেন তাদের মধ্যে থেকে অভিজ্ঞতার দিক থেকে বেশ খানিকটা এগিয়ে থাকবেন মার্তিনেজ

তিনি তাঁর চৌদ্দ বছরের কোচিং ক্যারিয়ারে ইংলিশ ক্লাব সোয়ানসিকে লিগ ওয়ান ও আরেক ইংলিশ ক্লাব উইগান এথলেটিকোকে জিতিয়েছেন এফ এ কাপ। বার্সার ক্লাব প্রোফাইলের সাথে এমন অভিজ্ঞতা বেমানান এই অভিজ্ঞতাও বার্সার জন্যে ঘুরে দাড়াবার জন্যে যথেষ্ট হতে পারে। কেননা ফুটবল যে চরম অনিশ্চয়তার খেলা।

  • আন্দ্রে পিরলো (ইতালি)

ইতালিয়ান কিংবদন্তি মিডফিল্ডার আন্দ্রে পিরলোর নামও শোনা যাচ্ছে কোমেনের বিকল্প হিসেবে। বার্সা সভাবতি লাপোর্তারও পছন্দের তালিকায় তিনি রয়েছেন তালিকার শীর্ষে। যদিও তাঁর কোচিং ক্যারিয়ার ততটা সুংগত নয় এবং অভিজ্ঞতায়ও ঘাটতি রয়েছে।

পিরলোকে জুভেন্টাসের কোচ থাকাকালীন সময়ে বেশ ভুগতে হয়েছে। পিরলো সাধারণত পজিশন ফুটবলে বেশি মনোযোগ দিয়ে থাকেন। যতদ্রুত বলের পজিশন নিজেদের করে নেওয়া যায় তারই টোটকা দিয়ে থাকেন পিরলো। এর পাশাপাশি তিনি একেবারে রক্ষণ থেকে আক্রমণ সজাতে স্বাচ্ছ্যন্দ বোদ করেন। যা বার্সার বর্তমান রক্ষনাত্মক খেলার ধরণ থেকে মুক্তি দিতে পারে ভক্ত-সমর্থকদের।

যদিও তাঁর জুভেন্টাসের কোচ থাকাকালীন সময়ের পারফর্মেন্স প্রশ্ন তুলতে পারে যে সে কি আসলেও বার্সার কোচ হবার উপযোগী কি না। কিন্তু  জুভেন্টাসের বর্তমান অবস্থা বিবেচনায় আন্দ্রে পিরলোকে সুযোগ দেওয়া যেতেই পারে, ঝুকি তো নিতে হবে আজ নয়ত কাল – ‘রিস্ক হ্যায় তো ইশক হ্যায়’।

  • জাভি হার্নান্দেজ

বার্সেলোনার ঘরের ছেলে জাভি হার্নান্দেজ। ছোট থেকে কিংবদন্তি হবার পুরো সময়টা জুড়েই কাতালান জার্সি নিজ গায়ে জড়িয়ে রেখেছিলেন তিনি। বার্সা কোচ হবার গুঞ্জনে তাঁর নামটাও সামনে এসেছে। পেপ গার্দিওলার ট্রেবেল জয়ী দলের প্রাণ সঞ্চারের মূল কারিগর জাভি যে একদিন না একদিন বার্সার কোচ হবেন তা একপ্রকার নিশ্চিত। তবে এই ক্রান্তিকালেই তিনি আসবেন কি না তা নিয়ে সন্দেহ রয়েছে।

সাবেক এই মধ্যমাঠের কান্ডারি বর্তমানে কোচিং করাচ্ছেন কাতারের ক্লাব আল সাদ-কে। সেখানে বেশ ভালই করছেন তিনি। ইয়োহান ক্রুইফের টোটাল ফুটবলকে অনুসরণ করে কোচিং করিয়ে যাচ্ছেন কাতারের ক্লাবটিকে। সেখানে বেশ ভালই করছেন জাভি। তাঁর দিকনির্দেশনায় কাতার স্টার লিগের শীর্ষ রয়েছে আল সাদ। তবে বেশ কিছু কারণে তাঁর বার্সা কোচ হবার সম্ভাবনা দোদুল্যমান।

বার্সা প্রেসিডেন্ট লাপোর্তে যখন নির্বাচন করেন তখন তাঁর বিপক্ষে থাকা ভিক্টর ফন্টকে সমর্থন জানিয়েছিলেন জাভি। সে ঘটনা নিশ্চয়ই ভুলে যাননি বার্সা প্রেসিডেন্ট। তাছাড়া জাভি বার্সার নাড়িনক্ষত্র সবই জানেন। তিনি এসে যে বার্সেলোনা ক্লাবের পরিচালনায় কলকাঠি নাড়াবে না তা নিয়েও সন্দিহান লাপোর্তে। তাছাড়া জাভির কোচিং অভিজ্ঞতাও বেশ বড় একটা কারণ সামনে এসে দাড়াতে পারে।

সবকিছু মিলিয়ে বার্সেলোনার পরিচালনা পর্ষদ রয়েছে বেশ বিপাকে। জাভি হতে পারেন বার্সেলোনার শেষ বিকল্প। কিন্তু জাভি যদি ফেল করেন তাহলেকি করবে করবে বার্সা? প্রশ্নটা তোলা থাক। সম্ভাবনার শেষ নেই। আলাপ চলুক, গুঞ্জন উঠুক, খোঁজাখুঁজি হোক বিকল্প। দিনশেষে সবারই প্রত্যাশা বার্সেলোনা ফিরবে তাঁর স্বরুপে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...