আজম খানের ঝড়ে টালমাটাল সাকলাইন

স্কোয়াডে সুযোগ পেয়েই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছেন আজম খান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলীয় অনুশীলনে মাথা ভাঙতে নিয়েছিলেন সাকলাইন মুশতাকের।

ব্যাট হাতে আজম খানের ঝড় তোলার সুখ্যাতি কে না জানে! মুহূর্তেই বিধ্বংসী ইনিংস খেলে যে কোন ম্যাচের গতিপথ বদলে দিতে পারেন তিনি। পরিসংখ্যানও আজমের পক্ষে সাক্ষ্য দেয়। শেষ দুই বছরে টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি ব্যাট করেছেন ১৫০.২ স্ট্রাইক রেটে। ফলে, বিশ্বজুড়ে ফ্র‍্যাঞ্চাইজি ক্রিকেটে তুমুল জনপ্রিয় এই ক্রিকেটার।

ফ্রাঞ্চাইজি ক্রিকেটের হট কেক হলেও জাতীয় দলে অবশ্য এখনো বলার মত কিছু করে দেখাতে পারেন নি। ঘরোয়া লিগের ফর্ম ফুল হয়ে ফোটে নি আন্তর্জাতিক অঙ্গনে। আন্তজার্তিক টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত সাত ইনিংস ব্যাটিং করে সর্বসাকুল্যে রান করতে পেরেছেন মাত্র ২৯, ওয়ানডে সুলভ স্ট্রাইক রেট মাত্র ৯০.৬২।

তারপরেও ঘরোয়া লিগের ফর্ম আর পাকিস্তানের মিডল অর্ডারের অন্যান্য ব্যাটারদের ব্যর্থতায় নির্বাচকরা আরেকবার বাজি ধরেছেন আজম খানের পক্ষে। ইংল্যান্ড এবং আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে পুনরায় সুযোগ দেয়া হয়েছে তাকে।

স্কোয়াডে সুযোগ পেয়েই তুলকালাম কাণ্ড বাঁধিয়ে বসেছেন আজম খান। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে দলীয় অনুশীলনে মাথা ভাঙতে নিয়েছিলেন সাকলাইন মুশতাকের।

অনুশীলনে আজম খানের ব্যাটিং পরীক্ষা করছিলেন সাকলাইন মুশতাকসহ আরো একজন পাকিস্তানের কোচিং স্টাফের সদস্য। থ্রোয়ারের ছোড়া একটি বল আজম খান সোজা ব্যাটে সপাটে চালান বোলারের মাথার উপর দিয়ে। টাইমিং দুর্দান্ত হলেও বলের উচ্চতা ছিল না।

বোলারের মাথা বরাবর বল ছুটে যায় বুলেটের গতিতে। বোলারের পিছনে দাঁড়ানো সাকলাইন বাধ্য হন মাটিতে ঝাপিয়ে পড়ে নিজেকে বাচাতে। এরপরে সাকলাইনকে দেখা যায় অপ্রস্তুত হয়ে বসে থাকতে। আজমের ব্যাট তার মনে ভয় ধরিয়ে দিয়েছে।

জানিয়ে রাখা ভাল, আয়ারল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে ১০ মে এবং ইংল্যান্ডের বিপক্ষে ২২ মে থেকে। পাকিস্তান খুব করেই চাইবে আজমের ব্যাট ভয় তৈরি করুক ইংল্যান্ড, আয়ারল্যান্ডের খেলোয়াড়দের মনে।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...