Social Media

Light
Dark

গিল ইজ নট ফিনিশড!

২২ গজে নেমেই নিয়মিত করে যাচ্ছেন পারফর্ম্যান্স; তবুও যেন নিজেকে সন্তুষ্ট করতে পারছেন না ভারতের নব্য সহ-অধিনায়ক শুভমান গিল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে নিজের সর্বোচ্চটা দিতে খানিকটা ব্যর্থই হচ্ছেন এই ডান-হাতি ব্যাটার।

ads

ক্রিকেটের সীমিত ওভারের এই ফরম্যাটে গিলের ঝুলিতে রয়েছে ১৯ ম্যাচে মোট ৫০৫ রান। অর্থাৎ গড়ে তা দাঁড়ায় মাত্র ২৯.৭ রান, যা ভারতের এই তারকা ব্যাটারের পাশে বড্ড বেমানান। যদিও স্ট্রাইক রেটটা প্রায় ১৪০ ছুঁয়েছে। অবশ্য টি-টোয়েন্টিতে তিনটি অর্ধ-শতকের পাশাপাশি তাঁর একটি শতকও রয়েছে।

ওয়ানডে ফরম্যাটে আবার বেশ উজ্জ্বল গিলের ব্যাট। ৪৪ ম্যাচে ৬১.৩৭ গড়ে তিনি মোট ২২৭১ রান করেছেন, যেখানে তাঁর স্ট্রাইক রেট ১০৩.৪৬। এই প্রসঙ্গে গিল বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার টি-টোয়েন্টি পারফর্ম্যান্স নিয়ে সন্তুষ্ট নই। তবে আগামীতে আমাদের আরো ৩০ থেকে ৪০টি টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে। আশা করি সেখানে দলগতভাবে এবং ব্যক্তিগতভাবে ভালো করতে পারব।’

ads

অবশ্য নিজের কাঁধে এখন নতুন দায়িত্বভারে মোটেই বিচলিত নন গিল। বরং নিজের সেরাটা দেয়াই তাঁর মূল লক্ষ্য। গিল বলেন, ‘আমার সহ-অধিনায়কের ভূমিকা মোটেও আমার ব্যাটিংয়ে চাপ সৃষ্টি করবে না। যখন আমি ব্যাটারের ভূমিকায় মাঠে নামবো, তখন আমাকে ভালো খেলতে হবে এবং দলকে জেতাতে হবে। অবশ্য মাঠে থাকাকালীন পরিস্থিতি অনুযায়ী বেশ কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে।’

যদিও টি-টোয়েন্টিতে নিজের সেরাটা দিয়ে খেলতে পারছেন না, তবে সাদা বলের দুই ফরম্যাটেই ভারতের সহ-অধিনায়কের দায়িত্ব পালন করবেন গিল। সুরিয়াকুমার যাদবের নেতৃত্ব আগেও খেলেছেন এই ব্যাটার। তাই আসন্ন শ্রীলঙ্কা সিরিজে তেমন একটা বেগ পেতে হবে না বলে মনে করেন তিনি।

টি-টোয়েন্টি থেকে রোহিত শর্মা এবং বিরাট কোহলি অবসর নিয়েছেন সর্বশেষ বিশ্বকাপের পরই। তাইতো যশ্বসী জয়সওয়ালের সাথে শুভমান গিলকে দেখা যেতে পারে ভারতের উদ্বোধনী জুটিতে। আগামীতে সীমিত ওভারের এই ফরম্যাটে আরো মনযোগী হবেন গিল; নিশ্চয়ই নিজের  শতভাগ সন্তুষ্টি পূরণ করেই ২২ গজ ত্যাগ করবেন এই প্রিন্স অফ ইন্ডিয়ান ক্রিকেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link