সংকট যেনো চারপাশ থেকে ঘিরে ধরেছে বার্সেলোনাকে।
বাজে একটা সময় পার করার পর লিওনেল মেসি চলে গেলেন ক্লাব ছেড়ে। এরপর লিগ ও চ্যাম্পিয়নস লিগে হারতে হারতে দেয়ালে পিঠ ঠেকে গেলো ক্লাবের। মেসির জায়গা নেওয়ার সম্ভাবনা ছিলো যে সার্জিও আগুয়েরোর, তিনি হৃদরোগের শিকার হয়ে মাঠের বাইরে। এই অবস্থায় তারা বরখাস্ত করেছে কোচ রোনাল্ড কোম্যানকে।
এখন বার্সেলোনা কোথায় যাবে?
অবশেষে গুঞ্জনটাই সত্যি হতে চলেছে। বার্সেলোনার দায়িত্ব নিতে ইতিমধ্যে দেশের দিকে উড়াল দিয়েছেন ক্লাবটির কিংবদন্তী সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। বিপদের এই সময়ে ক্লাবের ডাকে সাড়া না দিয়ে পারেননি তিনি। ইতিমধ্যে জাভিকে বার্সেলোনার জন্য ছেড়ে দেওয়ার কথা অফিশিয়াল বিবৃতিতে জানিয়েছে তার ক্লাব আল-সাদ।
১৯৯৭ থেকে ২০১৫ সাল পর্যন্ত বার্সেলোনার মিডফিল্ড জেনারেল ছিলেন জাভি। সেই সময় ক্লাবের হয়ে ৮টি লা লিগা ও ৪টি চ্যাম্পিয়নস লিগ জিতেছেন তিনি। ইনিয়েস্তা ও মেসির সাথে গড়ে তুলেছিলেন এক অপ্রতিরোধ্য ত্রয়ী।
জাভির বিদায়ের ভেতর দিয়েই বার্সেলোনার সু সময়ের শেষ হতে শুরু করে। তিনি খেলোয়াড় হিসেবে যোগ দেন আল সাদে। এরপর ২০১৯ সালে কোচ হিসেবে ওই ক্লাবেরই দায়িত্ব নেন।
আল সাদ এক বিবৃতিতে বলেছে, ‘ক্লাব প্রশাসন জাভির বার্সেলোনাতে চলে যাওয়ার আবেদন অনুমোদন করেছে। তার চুক্তি ও পাওনা সেভাবেই ঠিক করা হয়েছে। জাভি আমাদের ক্লাবের ইতিহাসে গুরুত্বপূর্ন এক ভূমিকা পালন করেছেন। আমরা তার ভবিষ্যত সাফল্য কামনা করি।’
জাভি নিজে ক দিন আগেও বলেছেন, তিনি বার্সেলোনায় ফিরে আসতে চান। যদিও এটা তার একার হাতে ছিলো না। অবশেষে বার্সেলোনা কতৃপক্ষ সেটা অনুমোদন করেছে। গত ২৭ অক্টোবর রায়ো ভালকানোর বিপক্ষে হারের পর বরখাস্ত করা হয় কোম্যানকে। আরেএর ফলেই জাভির ফেরার পথ তৈরী হয়।
জাভির সময়টা অবশ্য খুব মসৃন হবে না। তাকে লা লিগায় বার্সেলোনাকে লড়াইতে ফেরাতে হবে। এরপর চ্যাম্পিয়নস লিগে যদি কিছু করতে পারে তার দল। এই চ্যালেঞ্জ নেওয়াটা সোজা না। বিশেষ করে খর্বশক্তির একটা বার্সেলোনা দলকে নিয়ে এমন কিছু করা কঠিন।
তবে জাভি ফেরায় বার্সেলোনা সমর্থকরা আশা করতে পারেন যে, মেসিকে হয়তো আবার ক্লাবে ফিরিয়ে আনায় ভবিষ্যতে জাভি একটা বড় ভূমিকা পালন করবেন।