হ্যাটট্রিক ফাইনালের নেতা

একজন অধিনায়কের জন্য সবচেয়ে বড় সাফল্য কী হতে পারে? কোন আইসিসি ইভেন্টের শিরোপা জয় করা। তবে আইসিসি ইভেন্টের সেমিফাইনাল, ফাইনাল খেলাটাও কম সাফল্যের নয়। দ্বিপক্ষীয় সিরিজগুলোতে যতই সফল হোক না কেন প্রতিটা অধিনায়কই চাইবে নিজের দলকে কোন শিরোপার স্বাদ দিতে। একজন অধিনায়কের মুকুটে সবচেয়ে বড় পালক তো সেটাই।

আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সব অধিনায়কই আমরা দেখেছি। তবে তিনজন অধিনায়ক একটি দিক থেকে অনন্য। এই তিনজন অধিনায়কই টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনাল খেলেছেন। সেটা ওয়ানডে , টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল হতে পারে, টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হতে পারে কিংবা চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালও হতে পারে।

  • ক্লাইভ লয়েড (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট ইতিহাসের সফলতম  অধিনায়কদের একজন ক্লাইভ লয়েড। কিংবদন্তি এই ব্যাটসম্যান ক্যারিবীয়দের নেতৃত্ব দিয়েছেন তাঁদের সোনালি সময়ে। তিনি অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজকে নিয়ে গিয়েছেন টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে।

সেই সময় অবশ্য আইসিসি ইভেন্ট বলতে শুধু ওয়ানডে বিশ্বকাপই ছিল। ১৯৭৫ সালে প্রথম ওয়ানডে বিশ্বকাপেই ক্লাইভ লয়েডের নেতৃত্বে শিরোপা জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। ১৯৭৯ সালেও টানা দ্বিতীয় শিরোপা জয়ের স্বাদ নেয় ক্যারিবীয়রা। এবারও দলটিকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন ক্লাইভ লয়েড।

১৯৮৩ বিশ্বকাপে অবশ্য শিরোপা জয়ের হ্যাটট্রিক করতে পারেনি ক্যারিবীয়রা। তবে ফাইনালে ঠিকই খেলেছিল এবারও। এবারও অধিনায়ক ক্লাইভ লয়েডই। এই বিশ্বকাপের ফাইনালে ভারতের কাছে হেরে রানার্স আপ হয়েছিল ক্লাইভ লয়েডের দল।

  • সৌরভ গাঙ্গুলি (ভারত)

ভারতের ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। ভারতের হয়ে কোন বিশ্বকাপ না জিতলেও ভারতের ক্রিকেটের রূপকথাই পাল্টে দিয়েছিলেন তিনি। ভারতকে চোখে চোখ রেখে জিততে শিখিয়েছিলেন এই অধিনায়ক।

তিনিও জায়গা করে নিয়েছেন আমাদের এই তালিকায়। ভারতকে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে নিয়ে গিয়েছেন সৌরভ। প্রথম সাফল্য আসে ২০০০ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। সেই আসরের ফাইনালে পৌছায় ভারত। যদিও বৃষ্টির কারণে ফাইনাল মাঠে না গড়ানোয় ভারত ও শ্রীলঙ্কা দুই দলকেই যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়।

এরপর ২০০২ সালেও সৌরভের নেতৃত্বে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল খেলে ভারত। পরের বছরই আবার বিশ্বকাপের ফাইনালে ওঠে সৌরভের দল। ফলে তিন বছরের মধ্যেই টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে দলকে নিয়ে যান সৌরভ।

  • কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড)

নিউজিল্যান্ডের ক্রিকেটকে গত কয়েক বছরে একটি অনন্য উচ্চতায় নিয়ে এসেছেন কেন উইলিয়ামসন। নিউজিল্যান্ড সব সময়ই বিশ্ব ক্রিকেটের সমীহ জাগানিয়া দল। তবে এলিট দল হিসেবে সেভাবে বিবেচিত হয় না কিউইরা। তবে গত কয়েক বছর তাঁরা যেভাবে ক্রিকেট খেলেছে এখন তাঁদের এলিট দল বলতে কোন বাঁধা নেই।

কেন উইলিয়ামসন গত তিন বছরে দলকে টানা তিনটি আইসিসি ইভেন্টের ফাইনালে নিয়ে গিয়েছেন। শুরুটা হয়েছে ২০১৯ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে। সেই বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ডের কাছে হেরে যায় নিউজিল্যান্ড, সেটা আবার হারতে হয় সুপার ওভারে গিয়ে। এরপর কেন উইলিয়ামসনের নেতৃত্বে এ বছর টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালও খেলে কিউইরা।

এর মধ্যেই আবার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠে গিয়েছে উইলিয়ামসনরা। এখন দেখার বিষয় আরেক শিরোপা জিততে পারেন কিনা কেন উইলিয়ামসন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link