গতকাল তাইজুল ইসলাম নিজেই বলেছেন, সাকিব আল হাসান না থাকলে তাদের কাজটা একটু কঠিন হয়ে যায়। আমরাও কল্পনা করতে পারি, চট্টগ্রামে সাকিব থাকলে বাংলাদেশের বোলিংটা অনেক বেশি সহজ হয়ে যেতো।
শেষ পর্যন্ত তা হয়নি; চট্টগ্রামে ফিটনেস ইস্যুতে খেলতে পারেননি সাকিব আল হাসান। তবে সুখবর হলো, দ্বিতীয় টেস্টের জন্য পুরোপুরি প্রস্তুত তিনি। আজ সকালে তার ফিটনেস টেস্ট হয়েছে। সেখানে সব প্যারামিটারেই ভালোভাবে উৎরে গেছেন সাকিব। এখন সিদ্ধান্ত নেবেন টিম ম্যানেজমেন্ট ও নির্বাচকরা। তবে এভেইলেবল সাকিবকে নিশ্চয়ই দলের বাইরে রাখার মত সিদ্ধান্ত তারা নেবেন না।
পুরো সিরিজ খেলার জন্যই যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছিলেন সাকিব। প্রথম টেস্টের স্কোয়াডেও ছিলেন। কিন্তু শেষ মুহুর্তের ফিটনেস টেস্টে বাদ পড়ে যান তিনি। ঝুকি নিয়ে হয়তো সাকিবকে খেলানো যেতো। কিন্তু হ্যামাস্ট্রিং ইনজুরি থেকে পুরো সেরে না ওঠায় ঝুকি নেয়নি ম্যানেজমেন্ট।
এই ক দিনে সাকিবের আরও উন্নতি হয়েছে। গত দু দিন তিনি নিজের মাস্কো অ্যাকাডেমিতে ব্যাটিংও করেছেন। আর এরই ধারাবাহিকতায় আজ সকালে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ফিটনেস টেস্ট হয় সাকিবের। আর সেই টেস্টের ফলাফল সন্তোষজনক।
ফিটনেস টেস্ট নিয়ে বিসিবির চিকিৎসা বিভাগ বা টিম ম্যানেজমেন্ট আনুষ্ঠানিক মন্তব্য করতে চায়নি। তবে একটি সূত্র বলেছে, তিনি ভালোভাবেই সবগুলো প্যারামিটার পার হয়েছেন। তার এখন লংগার ভার্শন ম্যাচ খেলতেও কোনো বাঁধা থাকার কথা নয়। বাকীটুকু নির্বাচকরা দেখবেন।
জানিয়ে রাখা ভাল, বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবি হয়। সুপার টুয়েলভের টিকেট বাংলাদেশ কোনোক্রমে পেলেও সেমিফাইনালে উঠতে ব্যর্থ হয়। সুপার টুয়েলভের সবগুলো ম্যাচই হারে মাহমুদউল্লাহ রিয়াদের দল। আর হ্যামস্ট্রিং ইনজুরির কারণে বিশ্বকাপের শেষ দু’টি ম্যাচ খেলা হয়নি আগের ছয়টি ম্যাচে ১১ উইকেট পাওয়া সাকিবের।
সেই বিশ্বকাপের ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচে বোলিং, ফিল্ডিং কিংবা ব্যাটিং – সব সময়ই কিছু সময়ের জন্য খোড়াতে দেখা গেছে সাকিব আল হাসানকে। শারজাহ স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে চোট পান সাকিব। কিন্তু, সেই ব্যাথা নিয়েই ফিল্ডিংয়ের পর বোলিংও করেন। এরপর ক্যারিয়ারে প্রথমবারের মত আন্তর্জাতিক ক্রিকেটের যেকোনো ফরম্যাটে ব্যাট হাতে ইনিংসের উদ্বোধনও করেন।
আর এর চেয়েও বড় ব্যাপার হল সাকিব টানা ক্রিকেটের মধ্যে আছেন অনেকদিন। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও এই সময়ে তিনি ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ কিংবা ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মত আসর খেলেছেন। ক’দিন আগে নিজেই বলেছিলেন, তিনি একটু ক্লান্ত।