ক্রিকেট অপারেশন্সে এলেন জালাল ইউনুস

আজ দুপুর তিনটায় বিসিবির নতুন কমিটি তৈরির জন্য বৈঠকে বসেন বিসিবি কর্মকার্তারা। নতুন কমিটিতে দেখা গেল বেশ কিছু চমক। কিছু পদে এসেছেন নতুন কয়েকজন চেয়ারম্যান। আবার আগের অনেকেই নিজেদের দায়িত্ব এবারো পালন করবেন। গুরুত্বপূর্ন উইং ক্রিকেট অপারেশন্সের দায়িত্ব পেয়েছেন জালাল ইউনুস।

কিছুদিন আগেই আকরাম খান ক্রিকেট অপারেশন্স থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা জানিয়েছিলেন। ফলে আগে থেকেই ধারণা পাওয়া যাচ্ছিল এবার আর ক্রিকেট অপারেশন্সে থাকবেন না বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই গুরুত্বপূর্নে দায়িত্বে এবার এসেছেন জালাল ইউনুস।

জালাল ইউনুস এতদিন ছিলেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। আর এবার মিডিয়া কমিটির দায়িত্বে এসেছেন তানভীর আহমেদ টিটো। এছাড়া এই কমিটির ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন জালাল ইউনুসও।

ওদিকে গেম ডেভলপমেন্ট নিয়ে দারুণ কাজ করেছেন খালেদ মাহমুদ সুজন। তাঁর সময়ে দারুণ কিছু সাফল্যও পেয়েছে বাংলাদেশের ক্রিকেট। ফলে এবারো গেম ডেভলপমেন্টের চেয়ারম্যানের দায়িত্বে আছেন খালেদ মাহমুদ সুজন। এছাড়া তাঁর সাথে ভাইস চেয়ারম্যান পদে থাকবেন ফাহিম সিনহা।

ওদিকে আন্তর্জাতিক ক্রিকেটার তৈরির জন্য সবচেয়ে বড় জায়গা এইচপি। সেই এইচপির দায়িত্বে এবার আছেন নাইমুর রহমান দুর্জয়। এছাড়া টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান হয়ে এসেছেন আহমেদ সাজ্জাদুল আলম ববি। এছাড়া তাঁর ভাইস চেয়ারম্যান হিসেবে থাকবেন খালেদ মাহমুদ সুজন।

এছাড়া বিসিবি জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটারদের নিয়ে কাজ করতে চায় সিরিয়াসলি। ফলে বাংলা টাইগার্স নামে নতুন একটি উইং করতে চায় বিসিবি। আর সেই কমিটির চেয়ারম্যান হিসেবে থাকবেন কাজী এনাম। এছাড়া সিসিডিএমের দায়িত্বেও এসেছেন নতুন চেয়ারম্যান। সেখানে এসেছেন সালাউদ্দিন চৌধুরি।

এছাড়া গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করা হয়েছে মাহবুব আনামকে। আগেরবারও তিনি এই কমিটির দায়িত্বে ছিলেন। এছাড়া ডিজএবল ক্রিকেটারদের নিয়েও বেশ জোরেশোরে কাজ করতে চায় বিসিবি। সেজন্য দায়িত্ব দেয়া হয়েছে আকরাম খানকে।

ওদিকে ফেব্রুয়ারিতে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক হিসেবে জেমি সিডন্সের আসার খবর নিশ্চিত করেছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হোসেন পাপন।

লেখক পরিচিতি

আমার ডায়েরির প্রতিটা পৃষ্ঠাই আমার বাইশ গজ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link