অপরাজিত সেঞ্চুরির নায়ক

আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন বহু ক্রিকেটার। এর মধ্যে কেউ কেউ ক্যারিয়ারের অধিকাংশ সেঞ্চুরিতেই ছিলেন অপরাজিত। আর সেঞ্চুরির পর অপরাজিত থেকে ইনিংস শেষ করেছেন এমন ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশিবার এই কীর্তি গড়েছেন শচীন টেন্ডুলকার। শচীন ছাড়াও এই তালিকায় আছে বেশ কিছু তারকা ক্রিকেটার।

সর্বোচ্চ সংখ্যক বার অপরাজিত সেঞ্চুরির তালিকায় শীর্ষে থাকা ক্রিকেটারদের নিয়েই আজকের আলোচনা। তালিকায় যারা আছেন তাঁরা সবাই কমবেশি কিংবদন্তি।

  • শচীন টেন্ডুলকার (ভারত)

আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরি করে অপরাজিত থাকা ক্রিকেটারদের তালিকায় সবার উপরে আছেন ক্রিকেট ঈশ্বর খ্যাত কিংবদন্তি তারকা শচীন টেন্ডুলকার।

ৎআন্তর্জাতিক ক্রিকেটে তিনি একমাত্র ক্রিকেটার যার ঝুলিতে আছে একশো সেঞ্চুরি। এই একশো সেঞ্চুরির ৩১ টিতেই তিনি ছিলেন অপরাজিত। ওয়ানডেতে ৪৯ ও টেস্টে মোট ৫১ টি সেঞ্চুরির মালিক লিটল মাস্টার খ্যাত শচীন রমেশ টেন্ডুলকার।

  • শিবনারায়ন চন্দরপল (ওয়েস্ট ইন্ডিজ)

ওয়েস্ট ইন্ডিজের ইতিহাসের অন্যতম সেরা ক্রিকেটার হিসেবে পরিচিত শিবনারায়ন চন্দরপল। টেস্টে ১৬৪ ও ওয়ানডেতে খেলেছেন ২৬৮ টি ম্যাচ।

আন্তর্জাতিক ক্যারিয়ারে সেঞ্চুরি আছে মোট ৪১ টি। আর এই ৪১ সেঞ্চুরির ২৬ টিতেই তিনি ছিলেন অপরাজিত। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি সেঞ্চুরিতে অপরাজিত থাকা ব্যাটারদের মধ্যে তিনি আছেন দ্বিতীয়তে।

  • জ্যাক ক্যালিস (দক্ষিণ আফ্রিকা)

দক্ষিণ আফ্রিকা তথা বিশ্ব ক্রিকেটের সর্বকালের সেরা অলরাউন্ডারের কথা আসলে সবার আগে থাকবেন জ্যাক ক্যালিস। আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজারের বেশি রান আর বল হাতে শিকার করেছেন প্রায় ৬০০ উইকেট!

ব্যাট হাতে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি করেছেন ৬২টি। এই ৬২ সেঞ্চুরির ২৫ টিতেই ক্যালিস ছিলেন অপরাজিত।

  • এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)

মিস্টার ৩৬০ খ্যাত এবি ডি ভিলিয়ার্স মাঠের চারদিকেই অনায়াসে বাউন্ডারি হাঁকাতে পারেন। আর এ কারণে আখ্যা পেয়েছেন সাবেক এই দক্ষিণ আফ্রিকান অধিনায়ক। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪২০ ম্যাচ।

আর এই ৩৪২ ম্যাচে তিনি সেঞ্চুরি করেছেন ৪৭ টি। এই ৪৭ সেঞ্চুরির ২১ টিতে অপরাজিত ছিলেন এবি। আন্তর্জাতিক ক্রিকেটে অবশ্য মাত্র ৩৩ বছর বয়সেই অবসর নিয়ে ফেলেছেন এই তারকা।

  • বিরাট কোহলি (ভারত)

এই তালিকার পাঁচে আছেন ভারতের তারকা ব্যাটার ও সাবেক অধিনায়ক বিরাট কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত খেলেছেন ৪৪৮ ম্যাচ। এর নিজের নামের পাশে সেঞ্চুরি যোগ করেছেন ৭০টি। এই ৭০ সেঞ্চুরির মাঝে ১৯ টিতেই বিরাট ছিলেন অপরাজিত।

এখনো বছর কয়েক আন্তর্জাতিক ক্রিকেটে খেলার সুযোগ আছে বিরাটের। যার কারণে এই তালিকার শীর্ষস্থান দখল করার সুযোগ আছে একমাত্রা তাঁর। তবে প্রায় দু’বছর আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপটা যেন শীর্ষে যেতে কয়েক ধাপ দূরে ঠেলে দিয়েছে এই তারকা ক্রিকেটারকে।

  • রস টেলর (নিউজিল্যান্ড)

এই তালিকার যৌথভাবে পাঁচে আছেন নিউজিল্যান্ড তারকা রস টেলর। আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন ৪৪৭টি ম্যাচ। আর এই ৪৪৭ ম্যাচে ৪০টি সেঞ্চুরি করেছেন রস। এই ৪০ সেঞ্চুরির ১৯ টিতে তিনি ছিলেন অপরাজিত। সম্প্রতি বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে বর্ণাঢ্য ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন এই তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link