ঢাকাকে হারিয়ে চট্রগ্রামের প্রথম জয়, অভিজ্ঞতায় টুইটুম্বুর ঢাকার টানা দ্বিতীয় পরাজয়। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নিজেদের দ্বিতীয় ম্যাচে মিনিস্টার গ্রুপ ঢাকাকে ৩০ রানে হারিয়েছে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। জয়ের নায়ক চট্টগ্রামের নাসুম আহমেদ।
মিরপুরে টসে হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মাত্র ৬ রানেই আউট হন চট্রগ্রাম ওপেনার কেনার লুইস। দ্বিতীয় উইকেট জুটিতে আফিফের সাথে ঝড় তুলেন উইল জ্যাকস। আফিফ ১২ রানে আরাফাত সানির শিকার হলেও উইল জ্যাকস খেলেন ২৪ বলে ৪১ রানের ঝড়ো ইনিংস।
আফিফের পর দ্রুতই ফেরেন জ্যাকসও। ৫৬ রানে ৩ উইকেট হারানোর পর সাব্বির রহমানের সাথে জুটি গড়েন মেহেদি মিরাজ। চতুর্থ উইকেট জুটিতে দু’জনে মিলে যোগ করেন ৪৪ রান। দলীয় ১০০ রানে ব্যক্তিগত ২৫ করে আউট হন মিরাজ। এরপর ১৭ বলে ২৯ রানের ক্যামিওর পর পথে বোল্ড করে সাব্বিরকে ফেরান রুবেল।
একই ওভারে আউট হন শামিম হোসেন পাটোয়ারিও। দ্রুত নাইম ইসলামও ফিরলে ১২৭ রানেই ৭ উইকেট হারিয়ে তখন বিপাকে চট্রগ্রাম। তবে বেনি হাওয়েলের ১৯ বলে ৩ ছক্কা ও ১ চারে ৩৭ রানের ক্যামিওতে শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৬১ রান সংগ্রহ করে চট্রগ্রাম চ্যালেঞ্জার্স। ঢাকার পক্ষে রুবেল হোসেন নেন ২৬ রানে ৩ উইকেট।
জবাবে লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা করেন ঢাকার ওপেনার তামিম ইকবাল। ওপেনিং জুটিতে আসে ৪২ রান। দলীয় ৪২ রানে ব্যক্তিগত ৯ রানে মোহাম্মদ শাহজাদ আউট হলে প্রথম উইকেট হারায় ঢাকা। এরপর টুর্নামেন্টে তামিমের টানা দ্বিতীয় ফিফটিতে জয়ের দিকে এগোতে থাকে ঢাকা।
দলীয় ৭৩ রানে এক ওভারে তামিম ও জহুরুলকে শিকার করেন শরিফুল! ওভারে দুই উইকেট নিয়ে চট্রগ্রামকে ম্যাচে ফেরান শরিফুল। তামিম ৪৫ বলে ৫২ ও জহুরুল করেন ১০ রান। কিছুদূর যেতে না যেতেই দলীয় ৮২ রানে এক ওভারে মাহমুদউল্লাহ রিয়াদ ও নাইম শেখকে তুলে নেন নাসুম আহমেদ! নাসুমের জোড়া শিকারে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা।
এরপর দলের শেষ ভরসা রাসেলও নাসুমের পরের ওভারে ধরাশায়ী হলে জয়ের আশায় শেষ হয়ে যায় ঢাকার। এরপর উদানার ২ ছক্কায় ৯ বলে ১৬ রানের ইনিংসে হারের ব্যবধান কমায় ঢাকা। শেষ পর্যন্ত ১ বল বাকি থাকতে ১৩১ রানেই গুড়িয়ে যায় ঢাকার ইনিংস। ৩০ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে চট্রগ্রাম। চট্রগ্রামের পক্ষে শরিফুল সর্বোচ্চ ৪ ও নাসুম শিকার করেন ৩ উইকেট।
- সংক্ষিপ্ত স্কোর
চট্রগ্রাম চ্যালেঞ্জার্স – ১৬১/৮ (২০ ওভার); উইল জ্যাকস ৪১(২৪), হাওয়েল ৩৭(১৯), সাব্বির ২৯(১৭); রুবেল ৪-০-২৬-৩, সানি ৪-০-২৩-১, শুভাগত ২-০-১৫-১।
মিনিস্টার গ্রুপ ঢাকা – ১৩১/১০ (১৯.৫ ওভার); তামিম ৫২(৪৫), উদানা ১৬(৯), শুভাগত ১৩(১৩), রাসেল ১২(১০); নাসুম ৪-০-৯-৩, শরিফুল ৪-০-৩৪-৪।
ফলাফলঃ চট্রগ্রাম চ্যালেঞ্জার্স ৩০ রানে জয়ী।