চলছে লিজেন্ডস লিগ ক্রিকেট (এলএলসি)। ক্রিকেট বিশ্বের বহু সাবেক তারকা ক্রিকেটাররা অংশ নিয়েছেন এই লিগে। তিন দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ থেকে সুযোগ পেয়েছেন হাবিবুল বাশার ও মোহাম্মদ রফিক। দু’জনেই খেলছেন এশিয়া লায়ন্সের হয়ে। ওমানে পৌঁছানোর পর নিজেদের তৃতীয় ম্যাচে একাদশে সুযোগ পান রফিক। আর সুযোগ পেয়েই করলেন বাজিমাত।
দুর্দান্ত বোলিংয়ে বুড়ো বয়সেও নিজের সামর্থ্যে জানান দিয়েছেন এই বাঁ-হাতি স্পিনার। প্রথম ম্যাচেই নিজের বোলিং দিয়ে বুঝিয়ে দিয়েছেন, জাদুকরের জাদুর ডালাটা আজও বেশ সমৃদ্ধ।
দলের সাথে যোগ দিয়েছিলেন আজকেই। আর প্রথম ম্যাচেই দেখালেন দুর্দান্ত পারফরম্যান্স। ইন্ডিয়ান মহারাজাসের বিপক্ষে ৪ ওভারে ৩২ রানে ২ উইকেট শিকার করেন রফিক। দলীয় ষষ্ঠ ওভারে বোলিংয়ে আসেন এই বাঁ-হাতি স্পিনার। প্রথম ওভার থেকে দেন মাত্র ৫ রান।
এরপর অষ্টম ওভারের প্রথম বলেই ওয়াসিম জাফরকে শিকার করেন রফিক। দ্বিতীয় ওভারে মাত্র ৪ রানে ১ উইকেট নেন তিনি। এরপর দশম ওভারে এসে দেন ১১ রান। প্রথম ৩ ওভারে ২০ রানে শিকার করেন এক উইকেট।
এরপর দলের ১২তম ওভারেই নিজের স্পেলের শেষ ওভার করতে আসেন রফিক। প্রথম বলেই মিড উইকেটের উপর দিয়ে ছক্কা হাঁকান ইউসুফ পাঠান। ওই ওভারের চতুর্থ বলে আবারো বাউন্ডারি হাঁকান ইউসুফ। প্রথম দুই ওভারে দুর্দান্ত বোলিংয়ের পর নিজের স্পেলের শেষ বলে এসে স্টুয়ার্ট বিনির উইকেট শিকার করেন রফিক।
৪ ওভারে ৩২ রানে ২ উইকেট নেন সাবেক এই বাংলাদেশি স্পিনার। অবশ্য তাঁর বলেই ভারতীয় ব্যাটিং দানব ইউসুফ পাঠানের একটি ক্যাচ মিস করেন শ্রীলঙ্কান অলরাউন্ডার তিলকারত্নে দিলশান! নাহলে নিজের ঝুলিতে তিন উইকেট নিতে পারতেন রফিক!
১৯৪ রানের বিশাল লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে রফিক, নুয়ান কুলাসেকারাদের বোলিং দাপটে মাত্র ১৫৭ রানেই থামে ইন্ডিয়ান মহারাজাসের ইনিংস। ৩৭ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে এশিয়া লায়ন্স। নিজের প্রথম ম্যাচেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেন রফিক।
আন্তর্জাতিক ক্রিকেটকে ২০০৮ ও সব ধরনের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন ২০১০ সালে। এরপর কেটে গেছে প্রায় ১২ বছর। দীর্ঘ সময় পর সাবেক সতীর্থ ও কিংবদন্তি তারকাদের সাথে খেলার সুযোগ পেয়ে হাতছাড়া করেননি।
বয়সের ভারে বল হাতে আগের সেই টার্ন কিংবা যাদুটা নেই – তবে ৫১ বছর বয়সে এসে লাইন-লেন্থ বজায় রেখে যেভাবে দুর্দান্ত বোলিং করেছেন সত্যি প্রশংসার দাবিদার। আগের সেই জৌলুশটা না থাকলেও আজকের ম্যাচে তাঁর ধারালো বোলিং যেনো পুরোনো দিনের স্মৃতিই মনে করিয়ে দেয়।
ওমানে সাবেক বিশ্ব তারকাদের সামনে বুড়ো হাড়ের ভেলকি দেখিয়েছেন রফিক, তবে নিজের প্রথম ম্যাচে একাদশে সুযোগ পাননি হাবিবুল বাশার সুমন। এবার তাহলে তাঁর সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকা যাক।