আসন্ন ছয় ফেব্রুয়ারি দিনটা ভারতের ক্রিকেটে অভিনব একটা দিন। সেদিন থেকে শুরু হতে যাচ্ছে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার তিন ম্যাচ ওয়ানডে সিরিজ। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে দুই দল। আর এই ম্যাচের মধ্য দিয়ে এক অনন্য রেকর্ডে নাম লেখাতে যাচ্ছে ভারত।
ওয়ানডে ইতিহাসের প্রথম দল হিসেবে ভারতের সামনে হাতছানি এক হাজার ওয়ানডে ম্যাচ খেলার। আর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে খেলার মধ্যে দিয়েই ঘরের মাটিতেই সেই মাইলফলক স্পর্শ করবে ভারত।
ওয়ানডে ইতিহাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ৯৯৯ টি ওয়ানডে খেলেছে ভারত। আর এই তালিকায় ভারতের পরে আছে অজিরা। এখন পর্যন্ত ৯৫৮ টি ওয়ানডে খেলেছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৯৩৬ টি ম্যাচ খেলে তালিকার তিনে আছে এশিয়ার আরেক পরাশক্তি পাকিস্তান। এই তালিকায় থাকা বাকিরা আছেন বেশ পিছিয়ে। চারে থাকা শ্রীলঙ্কা খেলেছে ৮৭০ টি ও পাঁচে থাকা ওয়েস্ট ইন্ডিজ এখন অবধি খেলেছেন ৮৩৪ টি ওয়ানডে।
এরপর আছে নিউজিল্যান্ড ও ইংল্যান্ড। নিউজিল্যান্ড খেলেছে ৭৭৫ ও ইংল্যান্ড খেলেছে ৭৬১ টি ওয়ানডে। এছাড়া দক্ষিণ আফ্রিকা ৬৩৮, জিম্বাবুয়ে ৫৪১ ও বাংলাদেশ এখন পর্যন্ত খেলার সুযোগ পেয়েছে মোটে ৩৮৮ টি ওয়ানডে ম্যাচে।
১৯৭৪ সালের ১৩ জুলাই লিডসে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে ক্রিকেটে পথচলা শুরু করে ভারত। ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের পর পঞ্চম দল হিসেবে ওয়ানডে খেলার সুযোগ পায় ভারত। সেই থেকে ৯৯৯টি ম্যাচ খেলে জয়ের দেখা পেয়েছে ৫১৮ ম্যাচে!
৯ টাই ও ৪১ টি পরিত্যক্ত ছাড়া ৪৩১ ম্যাচে হেরেছে ভারত। জয়ের হার ৫৪.৫৪ শতাংশ। অপরদিকে, ৯৫৮ ওয়ানডেতে ৫৮১ ম্যাচে জয়ের দেখা মিলেছে অজিদের। ৯ টাই ও ৩৪ ম্যাচ পরিত্যক্ত ছাড়া এখন পর্যন্ত ৩৩৪ টি ওয়ানডেতে হেরেছে অস্ট্রেলিয়া। অজিদের জয়ের হার ৬৩.৩৬; যা সাতশোর বেশি ওয়ানডে খেলা দেশগুলোর মধ্যে সর্বোচ্চ!
এমনকি ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ডটিও অজিদের দখলেই। ভারতের চেয়ে ম্যাচের দিক থেকে কিছুটা পিছিয়ে থাকলেও জয়ের হারে বেশ এগিয়ে অজিরা। এছাড়া ৯৩৬ ম্যাচে তৃতীয় সর্বোচ্চ ৪৯০ টি জয় পেয়েছে পাকিস্তান। ৯ টাই ও ২০ পরিত্যক্ত ছাড়াও হার নিয়ে মাঠ ছেড়েছে ৪১৭ ম্যাচে। জয়ের হার ৫৩.৯৮ শতাংশ।
১৯৭৪ সালে ওয়ানডেতে পদচারণার পর ১৯৮৩ সালে কপিল দেবের নেতৃত্বে প্রথমবার বিশ্বকাপ শিরোপা জেতে ভারত। এরপর মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জয়লাভ করে তাঁরা। এরপর রঙিন পোশাকে বিশ্বের অন্যতম পরাশক্তি হলেও শিরোপা ঘরে তুলতে ব্যর্থ হয় বিরাট-অশ্বিনরা।