সাদা বলের ক্রিকেটের সবচেয়ে বড় ফরম্যাট ওয়ানডে। একদিনের এই ফরম্যাটে ইনিংস প্রতি ৫০ ওভারে চলে ক্রিকেটারদের ব্যাটে-বলে দাপট। ক্রিকেটের এই ফরম্যাটে বল হাতে শত শত উইকেট নিজের ঝুলিতে নিয়েছেন বহু বোলার। অনেক কম ইনিংসেই কেউ কেউ গড়েছেন বিশ্ব রেকর্ড।
ওয়ানডেতে দ্রুততম একশো উইকেটশিকারি হিসেবে বর্তমানে শীর্ষে আছেন আফগান তারকা রশিদ খান। এই তালিকায় এর পরের নামগুলো হল – অজি তারকা মিশেল স্টার্ক, পাকিস্তানের সাকলাইন মুশতাক, নিউজিল্যান্ডের গতিদানব শেন বন্ড ও বাংলাদেশের কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। ভারতের হয়ে এই তালিকার শীর্ষে আছেন শামি! আজকের আয়োজন শুধুই ভারতকেন্দ্রিক। ভারতে শামি ছাড়া কে কে আছেন এই তালিকায়? – চলুন জেনে নেই।
- যুজবেন্দ্র চাহাল
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে নিকোলাস পুরানের উইকেট শিকারের মধ্যে দিয়ে ওয়ানডে ক্যারিয়ারে ১০০তম উইকেটের দেখা পান লেগ স্পিনার যুজবেন্দ্র চাহাল। ক্যারিয়ারে মাত্র ৬০ ম্যাচেই এই মাইলফলক স্পর্শ করেন তিনি। একই দিনে তিনি একাই নেন চার উইকেট। ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম একশো উইকেটশিকারের তালিকার পাঁচে আছেন তিনি।
- ইরফান পাঠান
সাবেক অলরাউন্ডার ইরফান পাঠান নিজের ওয়ানডে ক্যারিয়ারের ৫৯ তম ম্যাচে শিকার করেন শততম উইকেট। ওয়ানডেতে তিনি খেলেছেন মোট ১২০টি ম্যাচ। এই ১২০ ম্যাচে ৩০ গড়ে শিকার করেছেন ১৭৩ উইকেট। ২০০৪ সালের জুনে আবুধাবিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ৩ উইকেট শিকারের পথে নিজের শততম ওয়ানডে উইকেটের দেখা পান এই ফাস্ট বোলার।
- কুলদ্বীপ যাদব
এই তালিকার তিনে আছেন চায়নাম্যান বোলার কুলদ্বীপ যাদব। ২০২০ সালের ১৭ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে রাজকোটে ২ উইকেট শিকারের পথে একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন তিনি। নিজের ৫৮তম ম্যাচে এসে এই কীর্তি গড়েন কুলদ্বীপ। ক্যারিয়ারে এখন পর্যন্ত খেলেছেন ৬৫ ম্যাচ। আর এই ৬৫ ম্যাচে তিনি শিকার করেছেন ১১৮ উইকেট।
- জাসপ্রিত বুমরাহ
বর্তমান বিশ্বের সেরা বোলারদের মধ্যে একজন তারকা পেসার জাসপ্রিত বুমরাহ। ওয়ানডে ইতিহাসে নবম ক্রিকেটার হিসেবে দ্রুততম একশো উইকেটের মাইলফলক স্পর্শ করেন বুমরাহ। ২০১৯ সালের ৬ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে লিডসে নিজের শততম ওয়ানডে উইকেটের দেখা পান বুমরাহ। ৫৭ ওয়ানডেতে এই মাইলফলক স্পর্শ করেন তিনি।
- মোহাম্মদ শামি
এখন পর্যন্ত ভারতের হয়ে ওয়ানডেতে দ্রুততম একশো উইকেট শিকারি তালিকায় শীর্ষে আছেন মোহাম্মদ শামি। মাত্র ৫৬ তম ম্যাচেই শিকার করেন নিজের শততম ওয়ানডে উইকেট। ২০১৯ সালের ২৩ জানুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে নেপিয়ারে এই মাইলফলক স্পর্শ করেন তিনি। ওয়ানডেতে বিশ্বের দ্রুততম একশো উইকেট শিকারের তালিকায় শামি আছেন সেরা আটে।