একটা সময় আবাহনী-মহামেডান মাঠে নামা মানেই ছিল দর্শকদের উপচে পড়া ভীর। খেলা দেখতে গিয়ে দুই দলের সমর্থকদের মধ্যে মারামারির ইতিহাসও অনেক আছে। সেটা ক্রিকেট হোক কিংবা ফুটবল। একসময় ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় লিগ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ নিয়েও ছিল বিপুল উত্তেজনা।
কোন ক্রিকেটার কোন দলে থাকলো কিংবা দলবদল নিয়েও দর্শকের ছিল তুমুল আগ্রহ। তবে দেশের ক্রিকেটের সবচেয়ে জমজমাট ঢাকা লিগের দলবদল নিয়ে সেই আগ্রহ এখন আর নেই। তবুও অনলাইন এবং মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের ‘অফলাইন’ মিলিয়েই চলছে এবারের দলবদল। তবে নজর কাড়বে কোচদের দলবদলের দিকে তাকালে।
বেশ কয়েকজন হেভি ওয়েট কোচই নতুন ঠিকানায় পাড়ি জমিয়েছেন। ব্যাতিক্রমও আছে। আবাহনীর নিয়মিত কোচ খালেদ মাহমুদ সুজন অবশ্য এবারো আছেন আবাহনীর হয়ে। আর তাঁর আবাহনী ছাড়ার কথাও নয়।
তবে আরো চারজন হাই ভোল্টেজ কোচ পাড়ি জমিয়েছেন নতুন দলে এবং নতুন এই কোচরা দলগঠনেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। যেমন সারোয়ার ইমরান, মিজানুর রহমান বাবুল, মোহাম্মদ সালাউদ্দিন এবং সোহেল ইসলামরা খুঁজে নিয়েছেন নতুন ঠিকানা।
গত চারবছর প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের কোচ ছিলেন সিনিয়র কোচ সারোয়ার ইমরান। তবে প্রাইম ব্যাংক ছেড়ে এই কোচ এবার চলে এসেছে ঐতিহ্যবাহী মোহামেডানে। ওদিকে মোহামেডানের হয়ে আবার ছয় বছর কোচিং করিয়েছেন সোহেল ইসলাম এবার কোচিং করাবেন শেখ জামালকে।
অন্যদিকে গাজী গ্রুপের মোটামুটি স্থায়ী কোচ বনে গিয়েছিলেন মোহাম্মদ সালাউদ্দিন। সাকিব, মুশফিকদের প্রিয় এই কোচ অবশ্য এবার আর থাকছেন না গাজী গ্রুপের সাথে। তিনি এবার কোচিং করাবেন প্রাইম ব্যাংককে। মোহাম্মদ সালাউদ্দিনের তাই গাজী গ্রুপ ছেড়ে দেয়াটা বেশ বড় খবরই বলা যায়।
ওদিকে প্রাইম দোলেশ্বরেও অনেক দিন ধরে কোচিং করাচ্ছেন মিজানুর রহমান বাবুল। ছয় বছরেরও বেশি সময় প্রাইম দোলেশ্বরে কাটানো এই কোচও ছেড়ে দিয়েছেন প্রাইম দোলেশ্বরের তাবু। আর প্রাইম দোলেশ্বর এবার প্রিমিয়ার লিগে অংশও নিচ্ছে না।
তাঁকে এবার দেখা যাবে প্রিমিয়ার লিগের নতুন দল রুপগঞ্জ টাইগার্সে। এছাড়া সম্প্রতি বাংলা টাইগার্সের ব্যাটিং কোচ হিসেবে যোগ দিয়েছেন আফতাব আহমেদ। বাংলাদেশের সাবেক এই ব্যাটার এবার আছেন লিজেন্ডস অব রুপগঞ্জেই।
এছাড়া ডিপিএলের দলগুলো তাঁদের দলও মোটামুটি গুছিয়ে ফেলেছে। আজ লিজেন্ডস অব রুপগঞ্জে যোগ দিয়েছেন মাশরাফি বিন মর্তুজা। ওদিকে সাকিব আল হাসান এবারো থেকে যাচ্ছেন মোহামেডানেই। তাঁর সাথে আবাহনী থেকে মুশফিকুর রহিম, গাজী গ্রুপ থেকে মাহমুদউল্লাহ রিয়াদ, খেলাঘর সমাজ কল্যাণ থেকে মেহেদি হাসান মিরাজ ও থেকে সৌম্য সরকার এবার চলে এসেছেন মোহামেডানে।
গতবারের চ্যাম্পিয়ন অবশ্য তাঁদের পুরনো দলের উপরই আস্থা রাখছে। এছাড়া নতুন যোগ হয়েছে মাহমুদুল হাসান জয়, শামীম পাটোয়ারি ও তৌহিদ হৃদয়দের নাম। আর ওয়ানডে অধিনায়ম তামিম ইকবাল তাঁর পুরনো দল প্রাইম ব্যাংকেই থেকে যাচ্ছেন।