আজকের দিনে ক্রিকেটটাই তো অনেকটা ফ্র্যাঞ্চাইজি কেন্দ্রিক। আন্তর্জাতিক ক্রিকেটের ফাঁক গোলে রোজই তো এখানে সেখানে নানা রকম ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের আসর বসে। সংক্ষিপ্ত ফরম্যাটের টি-টোয়েন্টি খেলে ক্রিকেটারদের পকেটে জমে মোটা অংকের অর্থকড়ি। ক্রিকেটারদের নজরও তাই সেদিকে থাকে।
সেদিক থেকে এখনকার সময়ে বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ বেশ আলোচিত হচ্ছে। সবার আগে অবশ্যই আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। এরপর অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ ও পাকিস্তান সুপার লিগ (পিএসএল) পাল্লা দিয়ে লড়ছে। এবার যেমন সূচিটাই এমন যে পিএসএল খেলে অনেকেই প্রস্তুতি নিয়ে ফেলেছেন আইপিএলের জন্য। পিএসএলে বাজিমাৎ করা অনেকেই এবার আইপিএলটাও চাইলে স্মরণীয় করে রাখতে পারেন।
- ডেভিড উইলি (ইংল্যান্ড)
সদ্য শেষ হওয়া পিএসএলের সবচেয়ে আলোচিত তারকাদের একজন তিনি। ডেথ ওভারে তিনি এতটাই উচ্ছ্বসিত পারফরম করেন যে, পাকিস্তানের একটা মিষ্টির দোকান তাঁকে আজীবনে বিনামূল্যে মিষ্টি খাওয়ার সুযোগ করে দেয়।
ইংল্যান্ডের এই পেসার পিএসএলে খেলেন মুলতান সুলতান্সের হয়ে। সেখানে আট ম্যাচে নেন ১৩ উইকেট। খুশদিল শাহ ও ইমরান তাহিরদের সাথে তাঁর জুটি বেশ জমে ওঠে। আসছে আইপিএলে তিনি খেলবেন বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুতে।
- অ্যালেক্স হেলস (ইংল্যান্ড)
আইপিএলের এবারের বিরাট নিলামে অ্যালেক্স হেলসকে নিয়ে কাড়াকাড়ি হয়নি। তবে, বরাবরই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের হট কেক তিনি। পিএসএলে খেলেছেন ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে। আসছে আইপিএলে খেলবেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে।
ইসলামাবাদ ইউনাইটেড দলের সেরা পারফরমারদের একজন তিনি এবারের পিএসএলে। জৈব সুরক্ষা বলয়ের থেকে মানসিক অবসাদগ্রস্থ হয়ে অবশ্য পুরোটা সময় খেলেননি এই আসরে। তবে, নয় ম্যাচে ৩৫৫ রান করেছেন, তিনটি হাফ সেঞ্চুরির সুবাদে। স্ট্রাইক রেট ১৪৭.২০!
- ক্রিস জর্ডান (ইংল্যান্ড)
করাচি কিংসের হয়ে পিএসএল খেলেছেন ক্রিস জর্ডান। অধিনায়ক ছিলেন বাবর আজম। এবার আইপিএলে খেলবেন চেন্নাই সুপার কিংসের হয়ে। অধিনায়ক স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। নিশ্চয়ই দারুণ একটা অভিজ্ঞতা হতে চলেছে ইংলিশ এই ফাস্ট বোলারের।
করাচি কিংস যদিও পয়েন্ট তালিকায় সবার নিচে থেকে আসর শেষ করেছে, তবে বল হাতে সরব ছিলেন ক্রিস জর্ডান। পাঁচ ম্যাচে তিনি নিয়েছেন নয় উইকেট। এবার তাঁর তিকে তাকিয়ে আছে আইপিএল।
- টিম ডেভিড (অস্ট্রেলিয়া-সিঙ্গাপুর)
সিঙ্গাপুরে জন্ম তাঁর, তবে তিনি অস্ট্রেলিয়ান। বিগ ব্যাশে খেলেন, হয়তো অস্ট্রেলিয়ার হয়েও খেলবেন। পিএসএলের দল মুলতান সুলতানের সেরা ব্যাটারদের একজন হলেন টিম ডেভিড। তিনি দুইটি অর্ধশতকের দেখা পেয়েছেন এবারের আসরে। তাছাড়া ১৯৪ স্ট্রাইক রেট ছিলো তাঁর।
টি-টোয়েন্টি ক্রিকেটে দলের প্রত্যাশা মিটিয়ে খেলেছেন তিনি। ২৯.৭১ গড়ে ২৭৮ রান করেছিলেন ডেভিড। আসছে আইপিএলে তিনি খেলবেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে।
- রশিদ খান (আফগানিস্তান)
শিরোপা দল জয়ী লাহোর কালান্দার্সের হয়ে। তবে জাতীয় দলের খেলা থাকায় ফাইনাল খেলা হয়নি তাঁর। তবে, নয়টি ম্যাচ খেলে তাঁর আগেই তিনি বাগিয়ে নিয়েছিলেন ১৩টি উইকেট। টুর্নামেন্ট শেষ করতে পারলে নিশ্চিতরুপে তাঁর এই ট্যালিটা আরেকটু সমৃদ্ধ থাকতো।
আসছে আইপিএলে তিনি খেলবেন নতুন দল গুজরাট টাইটান্সের আগেই। নিলামের আগেই নবাগত এই দলটি আফগান তারকাকে দলে নিয়েছে আকাশ সমান প্রত্যাশা নিয়ে।
- লিয়াম লিভিংস্টোন (ইংল্যান্ড)
এই সময়ের টি-টোয়েন্টির অন্যতম আলোচিত তারকা তিনি। সর্বশেষ পিএসএলে অবশ্য ভাল সময় কাটাননি। চারটি ম্যাচ খেলেছেন, তাতে ৩৯ রান করেন, উইকেট নেন দু’টি। তারপরও আইপিএলে তাঁর দিকে নজর থাকবেই।
এবারের আইপিএল নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি দর পেয়েছেন এই অলরাউন্ডার। ১১.৫ কোটি রুপির বিনিময়ে তাঁকে কিনেছে পাঞ্জাব কিংস।