২০২২ সালে কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর অনেক জল্পনা-কল্পনা চলছে যাকে ঘিরে গত ক’দিন ধরে সেই সাকিব আল হাসান আছেন তিন ফরম্যাটের ক্রিকেটেই।
এই বছরের জানুয়ারি থেকে শুরু হয়ে ডিসেম্বর পর্যন্ত থাকবে এই চুক্তির মেয়াদ। তিন ফরম্যাট মিলিয়ে গতবছর মোট ২৪ জন ক্রিকেটার ছিলেন কেন্দ্রীয় চুক্তিতে। তবে এবার তিনজন কমিয়ে দেয়া হয়েছে ২১ জন ক্রিকেটারের তালিকা।
এরমধ্যে পাচজন ক্রিকেটার আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। গত কয়েকবছর ধরেই টেস্ট ক্রিকেটে অনিয়মিত সাকিব আল হাসান। এবার দক্ষিণ আফ্রিকার সফরে যাওয়া নিয়েও তৈরি হয়েছে অনেক নাটক। তবুও টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি তিন ফরম্যাটের চুক্তিতেই আছেন সাকিব আল হাসান।
সাকিব ছাড়া মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম আছেন তিন ফরম্যাটের চুক্তিতেই। এছাড়া ওয়ানডে ক্রিকেটের চুক্তিতে আছেন মোট ১০ জন ক্রিকেটার। আর টি-টোয়েন্টি ক্রিকেটের চুক্তিতে আছেন ১২ জন। ওদিকে টেস্ট চুক্তিতে আছেন মোট ১৪ জন।
টেস্ট চুক্তি থেকে বাদ এবার বাদ পড়েছেন সাইফ হাসান ও আবু জায়েদ রাহী। আর নতুন করে টেস্ট চুক্তিতে যোগ হয়েছেন ইয়াসির আলী রাব্বি ও মাহমুদুল হাসান জয়। এছাড়া ওয়ানডে চুক্তি থেকে বাদ পড়েছেন তাইজুল ইসলাম ও মোহাম্মদ সাইফ উদ্দিন। তবে নতুন করে ওয়ানডে চুক্তিতে কেউ যোগ হননি। এছাড়া টি-টোয়েন্টি চুক্তি থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন, শামিম হোসেন পাটোয়ারি ও সৌম্য সরকার। তবে এই ফরম্যাটেও নতুন কেউ চুক্তিতে যোগ হননি।
- কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারদের তালিকা
টেস্ট: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল খান, মেহেদী মিরাজ, মুমিনুল হক, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, এবাদত হোসেন চৌধুরী, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী ও মাহমুদুল হাসান জয়।
ওয়ানডে: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তামিম ইকবাল খান, মেহেদী মিরাজ, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব।
টি-টোয়েন্টি: মুশফিকুর রহিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, আফিফ হোসেন ধ্রুব, কাজী নুরুল হাসান সোহান, নাসুম আহমেদ, নাঈম শেখ, শেখ মেহেদী হাসান।