জাতীয় দলের সবাইকে ফিটনেস টেস্ট দিতে হবে কি না, সেটা নিশ্চিত নয়। তবে বাইরের ৯৩ জন ক্রিকেটারের তালিকা তৈরি করেছে বিসিবি। ৯ নভেম্বর ৮০ জন ও ১০ নভেম্বর ১৩ জন ক্রিকেটার ফিটনেস টেস্ট দিবেন। কিন্তু এই তালিকায় নেই বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নাম।
কেন নেই?
এ নিয়ে অনেকেই একটু বিস্মিত। সংক্ষেপে বললে ইনজুরির কারণে নেই মাশরাফি। তবে ইনজুরিই একমাত্র কারণ নয়। ইনজুরিটা খুব গুরুতর নয়। সমস্যা হলো, এই ইনজুরিটা আসলে কেমন, সেটা পরীক্ষা করাতেই বাসা থেকে বেরোতে পারছেন না এই ফাস্ট বোলার। কারণ, তাঁর দুই সন্তান করোনায় আক্রান্ত। ফলে বাসায় কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে মাশরাফিকে।
জাতীয় দল ও হাই পারফরম্যান্স ইউনিটের খেলোয়াড়রা টানা খেলার মধ্যে আছেন বলে সম্ভবত তাদের ফিটনেস পরীক্ষা হবে না। বাকী ৯৩ জনকে এই পরীক্ষা দিতে হবে। প্রথম দিনেই টেস্টে অংশ নেবেন সাকিব আল হাসান। ৯ নভেম্বর সকাল ১০ টায় টেস্টে অংশ নেবেন বাঁহাতি এই অলরাউন্ডার। এমনকি মোহাম্মদ আশরাফুলও অংশ নেবেন ফিটনেস পরীক্ষায়। কিন্তু মাশরাফি জানিয়ে দিয়েছেন, তিনি এই পরীক্ষায় অংশ নিতে পারছেন না।
গত ১৮ অক্টোবর মিরপুরের একটি মাঠে রানিং করতে গিয়ে হ্যামাস্ট্রিংয়ের চোটে পড়েন মাশরাফি। চোটটা শুরুতে গুরুতর মনে হয়নি। বিসিবি সিদ্ধান্ত নিয়েছিলো, এই চোটের স্ক্যান করিয়ে চিকিৎসা শুরু করতে। কিন্তু সমস্যা হলো স্ক্যান করাতে বাসা থেকে বের হতে পারছেন না তিনি। পরিস্থিতি বর্ননা করে বিসিবির প্রধাণ চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলছিলেন, ‘আমরা ঠিক বুঝতে পারছি না যে, ওর আসলে কী অবস্থা। কারণ, সে তো বাসা থেকে বের হতে পারছে না। তাকে কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে।’
তবে বিসিবি বসে ছিলো না। জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতো ভিডিও কনফারেন্সে মাশরাফিকে দেখে তার অবস্থা বোঝার চেষ্টা করেছেন। দেবাশীষ বলেন, ‘ফিজিও মাশরাফির সাথে ভিডিও কনফারেন্স করেছে। বোঝার চেষ্টা করেছে, ওর ঠিক কী অবস্থা। এটা ঠিক যে, ক্লিনিক্যালি দেখতে পারলে ভালো হতো। বোঝা যেতো, কী অবস্থা। তারপরও আমরা দেখতে চাচ্ছি, ওর ফিট হতে কেমন সময় লাগবে।’
এই খোজ খবর থেকে পরিষ্কার হওয়া যায়নি যে, মাশরাফির আসলে কী অবস্থা। তার চেয়েও বড় কথা এই অবস্থায় কোয়ারেন্টিন থেকে বেরিয়ে ফিটনেস পরীক্ষা দেওয়াই সম্ভব না তার পক্ষে। ফলে মাশরাফিকে সম্ভবত এই টুর্নামেন্টটাও দর্শক হিসেবে দেখতে হচ্ছে।
এ বিষয়ে মাশরাফির সাথে কথা বলেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। তিনি মাশরাফির অবস্থান জানিয়ে বলেছেন, ‘আমি মাশরাফির সঙ্গে কথা বলেছি। ও টেস্ট দিতে পারবে না। তাই আমরা ওকে তালিকায় রাখি নি।’