মহারাজ দাপটে পোর্ট এলিজাবেথ টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়াদের পাহাড়সম সংগ্রহ। দক্ষিণ আফ্রিকার দেওয়া ৪৫৩ রানের বিপরীতে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে মালডার-অলিভারের বিধ্বংসী স্পেলে মুখ থুবড়ে পড়েছে বাংলাদেশের ব্যাটিং শিবির। প্রথম ইনিংসে বাংলাদেশের সামনে চোখ রাঙাচ্ছে ফলোঅন! দ্বিতীয় দিনশেষে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ১৩৯ রান।
আগের দিনের ৫ উইকেটে ২৭৮ রান নিয়ে দ্বিতীয় দিনে ব্যাট করতে নেমে ২৯ রান করতে দলীয় ৩০০ রানে খালেদ আহমেদের দুর্দান্ত এক বলে বোল্ড হয়ে ফিরেন কাইল ভেরেইনে। এরপর সপ্তম উইকেটে উইয়ান মালডারকে নিয়ে দ্রুতগতিতে রান তুলতে থাকেন কেশব মহারাজ।
মহারাজের ব্যাটিং দাপটে সপ্তম উইকেট জুটিতে আসে ৮০ রান! একপ্রান্তে দুর্দান্ত ব্যাটিং করে মহারাজ তুলে নেন ফিফটি। দলীয় ৩৮০ রানে তাইজুলের চতুর্থ শিকার হয়ে ব্যক্তিগত ৩৩ রানে ফিরেন মালডার।
ঝড়ো ব্যাটিংয়ে ধীরে ধীরে সেঞ্চুরির দিকে এগোতে থাকেন মহারাজ। তবে সেঞ্চুরি থেকে ১৬ রান দূরে থাকতে তাইজুলের পঞ্চম শিকার হন তিনি। ব্যক্তিগত ৯৫ বলে ৩ ছক্কা ও ৯ চারে ৮৪ রানে বোল্ড হয়ে ফিরেন মহারাজ।
মহারাজ ফিরলেও হারমার ও উইলিয়ামসের ব্যাটে শেষ দুই উইকেটে আসে ৩৫ রান। শেষ পর্যন্ত দলীয় ৪৫৩ রানে নিজেদের প্রথম ইনিনংসে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশের পক্ষে তাইজুল একাই ৬ উইকেট নেন। এছাড়া খালেদ আহমেদ শিকার করেন তিন উইকেট।
জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভারেই ডুওয়ান অলিভারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ব্যক্তিগত শূন্য রানেই ফিরেন মাহমুদুল হাসান জয়। তবে দ্বিতীয় উইকেটে তামিম ইকবাল ও নাজমুল শান্তর ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ।
তামিমের দ্রুতগতির ৪৭ রানের ইনিংসে দ্বিতীয় উইকেটে আসে ৭৯ রান। এরপর দলীয় ৭৯ রানে মালডারের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ব্যক্তিগত ৪৭ রানে ফিরেন তামিম। মালডারের পরের ওভারেই আউট নাজমুল শান্ত!
লেগ বিফোরের ফাঁদে পড়ে শান্ত ফিরেন ৩৩ রানে। ৮৫ রানে তিন উইকেট হারিয়ে চরম বিপাকে বাংলাদেশ দল। দলীয় রান ১০০ যেতেই একই ভাবে মালডারের তৃতীয় শিকার অধিনায়ক মুমিনুল হক!
এরপর দলীয় ১২২ রানে অলিভারের ইনস্যুইংয়ারে বোল্ড হয়ে লিটন ফিরলে ব্যাকফুটে চলে যায় বাংলাদেশ। মুশফিক-ইয়াসিরের ব্যাটে দ্বিতীয় দিন শেষ করলেও প্রথম ইনিংসে বাংলাদেশ এখনও পিছিয়ে আছে ৩১৪ রানে।
- সংক্ষিপ্ত স্কোর
দক্ষিণ আফ্রিকা (প্রথম ইনিংস) – ৪৫৩/১০ (১৩৬.২ ওভার); মহারাজ ৮৪(৯৫), এলগার ৬৭(১৬২), বাভুমা ৬৭(১৬২), পিটারসেন ৬৪(১২৪); তাইজুল ৫০-১০-১৩৫-৬, খালেদ ২৯-৬-১০০-৩।
বাংলাদেশ (প্রথম ইনিংস) – ১৩৯/৫ (৪১ ওভার); তামিম ৪৭(৫৭), শান্ত ৩৩(৭৪), মুশফিক ৩০(৫৫)*; মালডার ৬-৩-১৫-৩, অলিভার ৯-৪-১৭-২।