বাংলাদেশের বিশ্বকাপ ব্যবস্থাপনা: বুলবুলের আক্ষেপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অনেকটা নিভৃতেই দেশ ছেড়েছে বাংলাদেশ দল। সংযুক্ত আরব আমিরাত থেকে ফিরে দু’দিনের মাথায় দেশ ছেড়েছে টি-টোয়েন্টি দল। কোনো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হয়নি, হয়নি কোনো ফটোসেশনও। বোঝার উপায় নেই দলটা যাচ্ছে বিশ্বকাপ খেলতে, হোক সেটা টি-টোয়েন্টি ফরম্যাটের।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ইস্যুতে মুখ খুললেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। যা বলেছেন তাতে স্পষ্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাম্প্রতিক কর্মকাণ্ডে একটু বিরক্ত তিনি।

তিনি লিখেছেন, ‘নিউজিল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ খেলার উদ্দেশে দুদিন আগে দেশ ছেড়েছে বাংলাদেশ। এই সিরিজটি খেলে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে আমাদের দল। অর্থাৎ, ত্রিদেশীয় সিরিজের পর দেশে ফিরে বিশ্বকাপ খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়া হচ্ছে না। সেই অর্থে বিশ্বকাপ খেলার উদ্দেশ্যেও দেশ ছেড়েছে বাংলাদেশ। কিন্তু এমন বড় আসরে খেলতে দেশ ছাড়ার আগে মানুষের দোয়া নেয়া বা আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে নিজেদের লক্ষ্য জানিয়ে আসেনি দল। দেশের মানুষ জানতেই পারলো না বিশ্বকাপে কী করতে চায় দল, তাদের লক্ষ্য কী। সবচেয়ে বড় কথা দেশ ছাড়ার আগে দেশের মানুষের যে দোয়া নিতে হয়, সেটাও নিতে দেখলাম না।’

অধিনায়ক সাকিব আল হাসান ছিলেন না দলের সাথে। তিনি ব্যস্ত ছিলেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) খেলতে। এ কারণেই হয়তো আনুষ্ঠানিক সংবাদ সংবাদ সম্মেলন বা ফটোসেশন হয়নি। তবে, সাকিবকে ছাড়া আগেও বাংলাদেশ বিশ্বকাপের ফটোসেশন করেছে, ২০১৯ সালে। যদিও তখন সাকিব অধিনায়ক ছিলেন না। সেই প্রসঙ্গে বর্তমানে আইসিসির উন্নয়ন বিভাগের কর্মকর্তা বুলবুল আক্ষেপ করেছেন তরুণদের নিয়ে।

তিনি লিখেছেন, ‘আর বাংলাদেশ জাতীয় দলের হয়ে প্রথমবারের মত যারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে, তাদের জন্য খারাপ লাগছে। বাংলাদেশের ব্লেজার বা বিশ্বকাপের জার্সি পরে মিরপুর স্টেডিয়ামে আনুষ্ঠানিক যে ফটোসেশনের সুযোগ ছিল, যে ফটোসেশন বিশ্বকাপ যাত্রারই একটা বড় অংশ; সেটার অংশ তারা হতে পারলো না।’

বাংলাদেশ দল আপাতত গিয়েছে নিউজিল্যান্ড, খেলবে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজ। তৃতীয় দল হল পাকিস্তান। দল ফিরবে বিশ্বকাপের পরে। বিশ্বকাপের আগে দলকে শুভকামনা জানাতে অবশ্য ভোলেননি অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ান বুলবুল। তিনি লিখেছেন, ‘তারপরও বলবো মাঠের বাইরের এসব আলোচনা মাঠের বাইরে রেখেই উজ্জীবিত মানসিকতা নিয়ে বিশ্বকাপে লড়াই করুক বাংলাদেশ। বাংলাদেশ দলের জন্য শুভকামনা।’

বিসিবির সাথে কখনই সরাসরি সম্পৃক্ত না হলেও বরাবরই দেশের ক্রিকেটের নানান ইস্যুতে সরব থাকেন আমিনুল ইসলাম বুলবুল। এবার টি-টোয়েন্টি বিশ্বকাপের আগেও তার ব্যতিক্রম হল না।

জানিয়ে রাখা ভাল, আগামী শুক্রবার ক্রাইস্টচার্চে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান। সেদিনই শুরু ত্রিদেশিয় টি-টোয়েন্টি সিরিজ। ফাইনাল হবে আগামী ১৪ অক্টোবর। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ১৬ অক্টোবর। সরাসরি মূল পর্বে খেলা বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর, হোবার্টে। প্রতিপক্ষ এখনও নির্ধারিত হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link