ক্রিকেট মাঠে সাপ: গুয়াহাটি কিংবা বিকেএসপি

গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ইনিংস চলাকালে সাপের কারণে খেলা সাময়িক বন্ধ থাকার ঘটনায় বেশ পুরোনো একটা ঘটনা মনে পড়ল।

গুয়াহাটিতে বর্ষাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে ভারতের ইনিংস চলাকালে সাপের কারণে খেলা সাময়িক বন্ধ থাকার ঘটনায় বেশ পুরোনো একটা ঘটনা মনে পড়ল।

এমনিতে ক্রিকেট মাঠে বিভিন্ন কারণে খেলা সাময়িকভাবে বন্ধ হয়। তন্মধ্যে আবহাওয়াজনিত কারণগুলা খুবই সাধারণ। আর তুলনামূলক কম সাধারণ কিছু কারণের মধ্যে উল্লেখযোগ্য হলো মৌমাছির উপদ্রব, কুকুর কিংবা অ্যালসেশিয়ান কুকুরের মাঠে উপস্থিতি ইত্যাদি।

তাছাড়া ২০১৩ সালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের মধ্যকার একটি টেস্টে হাঁস, ২০১৫ সালে শ্রীলঙ্কা-ভারত গল টেস্টে বানর এবং একই বছর আবুধাবিতে পাকিস্তান ও ইংল্যান্ডের মধ্যকার দ্বিতীয় ওয়ানডেতে একটি বিড়ালকে মাঠে প্রবেশ করে খেলায় বিঘ্ন ঘটাতে দেখে গিয়েছে।

তবে ক্রিকেট মাঠে সাপের উপস্থিতি বোধ হয় বিরল ঘটনাগুলোর মধ্যে অন্যতম যা আজ গুয়াহাটিতে স্বাগতিক ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে ঘটেছে। যদিও আমার জানাশোনার ঝুলিতে এরকম আরেকটা ঘটনার অস্তিত্ব রয়েছে।

সে ২০০৩ সালের কথা। ২ টেস্ট ও ৩ ওয়ানডে খেলতে ইংল্যান্ড দল তখন বাংলাদেশে। সিরিজটা শুরু হয়েছিল টেস্ট দিয়ে। টেস্ট সিরিজ শুরুর আগে সফরকারীদের জন্য ২টা ৩ দিনের ট্যুর ম্যাচও আয়োজন করা হয়েছিল। এর মধ্যে একটা খেলা হয় ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামে এবং আরেকটা সাভারের বিকেএসপিতে। আর বিকেএসপির ট্যুর ম্যাচটাতেই ঘটে বিরল এক ঘটনা।

ওই ম্যাচ চলাকালীন হঠাৎ একটা সাপের দেখা মেলে মাঠে। আর তা দেখেই উৎসুক জনতা সাপটিকে গোল হয়ে ঘিরে রাখে (ছবিতে)। সাপটা মূলত সীমানাদড়ির ওপারে পাওয়া গিয়েছিল। তাই আর আজকের মতো খেলায় ব্যাঘাত ঘটেনি সেদিন।

ক্রিকেট মাঠে সাপের উপস্থিতি বিরল ঘটনা হলেও সাভারের বিকেএসপিতে এটা খুবই সাধারণ একটা ঘটনা অন্তত ওই সময়টার বিবেচনায়। আগে পরে বিকেএসপিতে সাপের উপদ্রব সম্পর্কে অনেক বর্তমান ও সাবেক ক্রিকেটারদের মুখে অনেক কাহিনিও শোনা গিয়েছে।

হাবিবুল বাশার সুমনই যেমন একবার বলছিলেন, ‘পারফরম্যান্স থাকার পরেও বাংলাদেশের ইতিহাসের প্রথম টেস্ট দল থেকে শুরুতে বাদ পড়ায় প্রচুর হতাশ হয়েছিলাম। তখন আমি বিকেএসপিতে চলে যাই। আর বিকেএসপির সে সময়টার বেশিরভাগই আমার কাটত পুকুরপাড়ে। এমনকি রাতেও যখন কি না সেখানে সাপের উপস্থিতি বাড়ত এবং মানুষজন যেতে ভয় করত।’

তাছাড়া বিভিন্ন ক্রিকেটারের মুখে বর্ষাকালে বিকেএসপির আবাসস্থলের ভিতরেও সাপের আনাগোনার গল্প শোনা গিয়েছে বিভিন্ন সময়। এখন অবশ্য সে পরিস্থিতির উন্নতি হয়েছে কি না, জানা নেই আমার।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...