আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচির জন্য পরবর্তী মৌসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে নিজের নাম প্রত্যাহার করে নিলেন অস্ট্রেলিয়ার ওয়ানডে এবং টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্স। প্যাট কামিন্স গত তিন মৌসুমে আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্সের হয়ে নিয়মিতই খেলেছেন। কিন্তু, সর্বশেষ ২০২২ সালের শেষ দিকে এসে ইনজুরিতে পড়ে টুর্নামেন্টের সবক’টি ম্যাচ খেলতে পারেননি।
গত মঙ্গলবার টুইটারে এক পোস্টের মাধ্যমে কামিন্স এই খবর জানান। তিনি লিখেছেন, ‘সামনের মৌসুমের আই পি এলে না খেলার কঠিন এই সিদ্ধান্তটা আমি নিয়েছি। কারণ সামনের ১২ মাসে অস্ট্রেলিয়ার হয়ে আমাকে পুরোটা সময় অনেকগুলো টেস্ট এবং ওয়ানডেতে ব্যস্ত থাকতে হবে। তাছাড়া সামনের অ্যাশেজ এবং ওডিয়াই বিশ্বকাপের আগে কিছুটা বিশ্রামও নিতে চাই।’
আরেক টুইট বার্তায় কামিন্স কলকাতা নাইট রাইডার্সকে উদ্দেশ্য করে বলেন, ‘কেকেআরকে ধন্যবাদ বিষয়টা বোঝার জন্য। দলের সকল খেলোয়াড় এবং স্টাফরা সত্যিই অসাধারণ। আশা করছি যত দ্রুত সম্ভব দলের সাথে আবারও যোগ দেব।’
অস্ট্রেলিয়ার হয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা ভাল কাটেনি কামিন্সের। চার ম্যাচে ৪৪ গড়ে মাত্র তিন উইকেট নিয়েছেন তিনি। তার সাথে অস্ট্রেলিয়াও বিশ্বকাপের সেমিফাইনালে সুপার টুয়েলভ থেকেই বিদায় নেয়।
অস্ট্রেলিয়ার পরবর্তী অ্যাশেজ সিরিজ ২০২৩ সালের জুন মাসে ইংল্যান্ডে অনুষ্ঠিত হবে। এরপরে ভারতের মাটিতে অক্টোবর -ডিসেম্বরে ওয়ানডে বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। এই সময়ে ওয়ানডে থেকে দূরে থাকাটা কৌশলগত ভাবেও দারুণ সিদ্ধান্ত বলে প্রমাণিত হতে পারে।