সর্বপ্রথম বোমাটা ফাটিয়েছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ম্যানচেস্টার ইউনাইটেডের অন্দরমহলের খবর ও নিজের ভেতরে জমে থাকা ক্ষোভ গণমাধ্যমে এসে বললেন তিনি নিজেই। এরপর থেকেই ফুটবল বিশ্ব সরগরম। ক্রিশ্চিয়ানো রোনালদো ও ম্যানচেস্টার ইউনাইটেডের মধ্যেও যেন এখন চলছে কথার যুদ্ধ। সেই যুদ্ধে এবার নতুন অস্ত্র যোগ করলেন রেড ডেভিল কোচ এরিক টেন হ্যাগ।
মূলত টেন হ্যাগের সাথে রোনালদোর কোন্দলের বিষয়টাই বেশি উঠে এসেছিল বিখ্যাত সেই সাক্ষাৎকারে। টেন হ্যাগ অবশ্য খোলা ময়দানে কিছু বলেননি। তবে শোনা যায় ইউনাইটেডের অন্দরমহলে রোনালদোকে নিয়ে বেশ কটু কথাই বলেছেন এই কোচ। এমনকি রোনালদোকে আর কখনও এই ক্লাবের হয়ে খেলতেও দেখতে চেন না তিনি।
ম্যানচেস্টার ইউনাইটেডের কো চেয়ারম্যান জোয়েল গ্লেজার, ফুটবল ডিরেক্টর জন মার্টগসহ বৈঠকে বসেন টেন হ্যাগ। সেই বৈঠকে রোনালদোর তাঁকে অসম্মান করার কথাও উঠে আসে। ইউনাইটেডকে নিয়ে রোনালদোর এমন সমালোচনাকে তাই বাড়াবাড়িই মনে করছেন তাঁরা।
ওদিকে ইংল্যান্ডের প্রসিদ্ধ ক্রীড়া সাংবাদিক পিয়ার্স মরগ্যানকে দেওয়া সেই সাক্ষাৎকারে রোনালদো বলেছিলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড আমাকে দল ছাড়ার জন্যে চাপ প্রয়োগ করেছিল। শুধু কোচ নন, ক্লাবের ভেতরেও আরও দুই-তিন জন রয়েছেন। আমি প্রতারিত বোধ করছি। আমার মনে হয় কেউ কেউ আমাকে ম্যান ইউতে চায় না।’
এছাড়া কোচ টেন হ্যাগকে নিয়ে রোনালদো বলেছিলেন, ‘ওর জন্য আমার কোন সম্মান নেই। কারণ সে আমাকে সম্মান করেনি।’ আর এমন মন্তব্য নিশ্চয়ই প্রত্যাশা করেনি ম্যানচেস্টার ইউনাইটেডের কোন খেলোয়াড় কিংবা সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সব মিলিয়ে এমন পরিস্থিতিতে ম্যানচেস্টার ইউনাইটেড আইনি পরামর্শও নিতে চলেছে এই সংকট থেকে বের হয়ে আসার। ওদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর সাথে প্রতি সপ্তাহে পাঁচ লাখ ইউরোতে চুক্তি আছে ক্লাবটির।
তবে ওল্ড ট্রাফোর্ডে গুঞ্জন এবছর কাতার বিশ্বকাপের পর আর রোনালদোকে স্কোয়াডে রাখবেনা ম্যানচেস্টার ইউনাইটেড। অবশ্য জুভেন্টাস ছেড়ে নিজের পুরনো ক্লাব ম্যানচেস্টারে আসার পর থেকেই সময়টা ভাল কাটছিল না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এই মৌসুমে তো শুরুর একাদশেও জায়গা হচ্ছিল না। বুঝা যাচ্ছিল কোথাও যেন কেটে গিয়েছে পুরনো সুরটা।
এছাড়া এর আগেও একবার জরিমানা গুনতে হয়েছিল রোনালদোকে। কিছুদিন আগেই টটেনহ্যামের বিপক্ষে ম্যাচে,ম্যাচ চলাকালীন সময়ে মাঠ ছেড়ে চলে যাওয়াতে টেন হাগ দুই সপ্তাহের বেতন সমপরিমাণ জরিমানা করেন রোনালদোকে।
সবশেষে এত আলোচনা, এত তর্ক-বিতর্কের শেষ সুর একটাই। নিজের ঘর ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে আর মাঠে নামা হচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। এখন তাঁর পরবর্তী গন্তব্য কোথায় হবে সেটাই মূখ্য আলোচনা।