চিরায়ত প্রস্থানের প্রবাহ

ক্যারিয়ারের মধ্যগগণ পেরিয়ে একটা সময় গোধূলি লগ্নে এসে পড়া- খেলোয়াড়দের জীবন প্রবাহ অনেকটা এমনই। কেউ নিজের সময়ের সাথে নিজের অবস্থান বুঝে সরে দাঁড়ায়, আবার কেউ কেউ আঁকড়ে ধরে রাখার চেষ্টায় থাকে অনন্তকাল।

ক্যারিয়ারের মধ্যগগণ পেরিয়ে একটা সময় গোধূলি লগ্নে এসে পড়া- খেলোয়াড়দের জীবন প্রবাহ অনেকটা এমনই। কেউ নিজের সময়ের সাথে নিজের অবস্থান বুঝে সরে দাঁড়ায়, আবার কেউ কেউ আঁকড়ে ধরে রাখার চেষ্টায় থাকে অনন্তকাল।

তবে, সময়ের পরিক্রমায়, বিদায় একটা না একটা সময়ে হয়েই যায়। হোক সেটা অঘোষিত কিংবা অনুষ্ঠানিক বিদায়ের মাধ্যমে। চিরায়ত ধারাতেই চলতে থাকে খেলোয়াড় আগমন, প্রস্থানের প্রবাহ।

ক্রীড়াঙ্গনের বৈশ্বিক আসরগুলো সাধারণত বেশ কিছু বছর বিরতি দিয়েই হয়। আর সেসব আসর শেষ হওয়ার মধ্য দিয়ে অনেক খেলোয়াড়েরও ক্যারিয়ার শেষ হয়। সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের পরও এমন কিছুই ক্রিকেটারকে নিয়ে উঠেছে প্রশ্ন। ভারতের তিন ক্রিকেটারের টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার ব্যাপারে কথা বলেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার মন্টি পানেসার।

এবারের বিশ্বকাপে সেমিফাইনালেই আটকে গিয়েছে ভারতের বিশ্বকাপ যাত্রা। ইংল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটের পরাজয়ে সমালোচনাও হয়েছে বেশ। আর পুরো বিশ্বকাপ জুড়ে অফ ফর্মে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। মূলত প্রতি ম্যাচেই ভারতের রানের গতি মন্থর থাকার পেছনে রোহিতকেই দায়ী করছেন অনেকে।

আর মন্টি পানেসার তো, রোহিতকে আর ভারতের টি-টোয়েন্টি দলে দেখতেই চান না। এর সাথে আরও দুই সিনিয়র ক্রিকেটারকে যুক্ত করে তিনি টাইম অফ ইন্ডিয়াকে বলেন, ‘ভারত সবাইকে হতাশ করেছে। আমার মনে হয়, সামনে কিছু ক্রিকেটারের অবসর নেওয়া উচিত। রোহিত শর্মা, দীনেশ কার্তিক, রবিচন্দ্রন অশ্বিন-এদের টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত।’

ভারত-ইংল্যান্ড সেমির ম্যাচ নিয়ে তিনি আরও বলেন, ‘দেখুন। সত্যি কথাই বলি। সেমির ম্যাচে ভারত সামান্যতম প্রতিদ্বন্দ্বিতাও তৈরি করতে পারেনি। এটা সম্পূর্ণভাবে এক পেশে ম্যাচ ছিল। ইংল্যান্ডের ব্যাটিংয়ের বিপক্ষে ভারতের বোলাররা পুরোপুরি ক্লু লেস ছিল। ভারত যেমন রান করেছিল, তা মোটেই সহজ টার্গেট ছিল না ইংল্যান্ডের জন্য। কিন্তু ভারতের বোলাররা পুরোপুরি ব্যর্থ হয়েছে।

 

পানেসার রোহিত, দীনেশ কার্তিক, আশ্বিনদের নিয়ে বলেন, ‘এরা অবশ্যই ভারতের শীর্ষ ক্রিকেটার। কিন্তু তাদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নেওয়া উচিত। আমার মনে হয়, টিম ম্যানেজমেন্ট অবশ্যই তাদের সাথে আলোচনায় বসবে। আর এখনই সময় তরুণদের সুযোগ দিয়ে আগামী বিশ্বকাপের দল প্রস্তুত করার।’

মন্টি পানেসারের কথায় অবশ্য ভুল নেই। কারণ রোহিতের এখন বয়স ৩৫। আগামী ২ বছর পর তাঁর বয়স হবে ৩৭। আর ডিকে, আশ্বিনরাও রয়েছেন ক্যারিয়ারের পড়ন্ত বেলায়। এখন আগামী বিশ্বকাপ পর্যন্ত রোহিত, ডিকে, আশ্বিনদের টেনে নেওয়া মানে তরুণ ক্রিকেটারদের দলে ঢোকার প্রক্রিয়া বন্ধ করে দেওয়া।

রোহিতদের সাথে বিরাট কোহলির কথা উঠতে পানেসার বলেন, ‘বিরাট দারুণ ফর্মে আছে। সে দলের সবচেয়ে ফিট ক্রিকেটার। তাঁর জন্য বয়স একটা সংখ্যা। আপনারা তাঁকে আগামী বিশ্বকাপে তাঁকে দেখতেই পারেন। তবে আমি রোহিত, ডিকে, আশ্বিনদের আগামী বিশ্বকাপে দেখছি না। তারা বরং এই ফরম্যাট বাদ দিয়ে ওয়ানডে আর টেস্টে মনোনিবেশ করুক। এটা তাদের ক্যারিয়ারের জন্যই ভাল হবে।’

ভারতের টিম ম্যানেজমেন্ট অবশ্য বিশ্বকাপের পর থেকেই ডিকে আর আশ্বিনকে টি-টোয়েন্টি বিবেচনা করছে না। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে তারা দুজনই বাদ পড়েছেন। তবে রোহিত শর্মাকে অবশ্য এখনই দল থেকে সরানোর পরিকল্পনায় নেই বিসিসিআই। সামনে বিশ্বকাপের পরিকল্পনায় রোহিত ভালভাবেই আছেন। আর এখন পর্যন্ত ভারতের অধিনায়কও তিনিই।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...