জীবন বাজির ইনজুরি

ম্যাচের প্রায় শেষ মুহূর্ত। কাতার বিশ্বকাপে হট ফেবারিট আর্জেন্টিনাকে হারানোর একদম অন্তিম মুহূর্তে সবুজ বাজ পাখিরা। কিন্তু তখনই ঘটলো একটি দুর্ঘটনা। আর্জেন্টিনার হাওয়ায় ভাসানো বল ঠেকাতে লাফিয়ে উঠে এসেছিলেন সৌদি গোলরক্ষক মোহাম্মদ আল ওয়াইস। কিন্তু গোলরক্ষকের অমনভাবে উঠে আসাতেই কাল হয়ে দাঁড়ায় ডিফেন্ডার ইয়াসের আল শাহরানির।

মোহাম্মদ আল ওয়াইসের হাঁটুর সঙ্গে আঘাত লাগে শাহরানির মুখের। ঠিক তখনই মাটিতে লুটিয়ে পড়েন এই ডিফেন্ডার। সৌদি গোলরক্ষকের অভিব্যক্তিই বলে দিচ্ছিল কতটা গুরুতর আঘাত ছিল সেটি। টেলিভিশনের পর্দা থেকেও সেই ভয়াবহতা টের পাওয়া যাচ্ছিল।

শেষ খবর বলছে, গোলরক্ষকে সঙ্গে ওই সংঘর্ষে চোয়ালের হাড় ভেঙে গেছে শাহরানির। ম্যাচের মধ্যেই রক্তক্ষরণও হয়েছিল প্রচুর। তাই উন্নত চিকিৎসার জন্য শাহরানিকে এরই মধ্যে নিয়ে যাওয়া হয়েছে জার্মানিতে।

তবে শাহরানির এমন রক্তক্ষরণের দিনে ঐতিহাসিক এক জয় পেয়েছে সৌদি আরব। বিশ্বকাপের মত আসরে তারা আর্জেন্টিনাকে হারিয়েছে। উড়তে থাকা একটি দলকে বলতে গেলে মাটিতেই নামিয়ে এনেছে তারা। এমন বিশাল জয় উদযাপনের জন্য দেশটিতে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান প্রথম এই ছুটির প্রস্তাব দেন। আর এরপরে সেটির অনুমোদন দেন বাদশাহ সালমান। এর ফলে আজ সৌদি আরবে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানও ছুটি ছিল।

তবে দেশের এমন ঐতিহাসিক উদযাপন হাসপাতাল থেকেই উপভোগ করতে হয়েছে ইয়াসের আল শাহরানি। ভয়ংকর এ ইনজুরিতে এরই মধ্যে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন তিনি। ঠিক কতদিন লাগবে এই অবস্থা থেকে সেরে উঠতে সেটিও এখন নিশ্চিত নয়। তবে হাসপাতালে থেকেই তিনি সেই উদযাপনে যুক্ত হয়েছেন। টুইটারের এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সবাইকে বলতে চাই আমি ঠিক আছি। আমার জন্য দোয়া করবেন। সৌদি আরব সমর্থকদের অভিনন্দন। এমন কিছু আপনাদের জন্য প্রাপ্য ছিল।’

গ্রুপ সি তে এখন পর্যন্ত জয় পেয়েছে এই সৌদি আরবই। তাই পয়েন্ট টেবিলেও রয়েছে শীর্ষে। সৌদি আরবের পরের দুটি ম্যাচ পোল্যান্ড ও মেক্সিকোর সাথে। এদের মধ্যে একটি ম্যাচে জয় নিশ্চিত করতে পারলেই প্রথম বারের মত বিশ্বকাপে রাউন্ড অব সিক্সটিনে যেতে পারে সৌদি আরব। শূণ্য সম্ভাবনাকে পূর্ণ করে আর্জেন্টিনাকে হারানোয় সৌদির সেই পথটাকে এখন খুব বেশি জটিলও বলা যাচ্ছে না। তাছাড়া তাদের সাথে মাস্টার মাইন্ড কোচ রেনার্ড তো আছেনই।

লেখক পরিচিতি

বাইশ গজ ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্ত অঙ্কন করার চেষ্টা করি...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link