সামজিক যোগাযোগ মাধ্যমে একটা ভিডিও খুব ভাইরাল হল। খুবই আনন্দঘন একটা মুহূর্ত। ম্যাচ শেষে মেক্সিকোর বিপক্ষে ম্যাচ শেষে ড্রেসিংরুমে নেচে গেয়ে উদযাপন করছে লিওনেল মেসির আর্জেন্টিনা দল। সেখানেই ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা।
ভিডিওতে দেখা যায় মাটিতে পড়ে আছে একটা মেক্সিকান জার্সি। উদযাপনের একটা মুহূর্তে পা দিয়ে মেসি মেক্সিকোর জার্সিটা সরিয়ে দিলেন। আর তাতেই ক্ষেপে গেলেন মেক্সিকো সমর্থকরা। তাঁদের দাবি, মেক্সিকোর জাতীয় প্রতীককে অসম্মান করেছেন মেসি।
ম্যাচ শেষে খেলোয়াড়দের জার্সি বিনিময়ের প্রথা বেশ পুরনো। সেভাবেই মেক্সিকোর জার্সিটা পৌঁছায় আর্জেন্টিনার লকার রুমে। মেক্সিকোর বিপক্ষে ২-০ গোলে জয় পাওয়ার ম্যাচ শেষে আত্মহারা ছিল গোটা আর্জেন্টিনা দল।
তখন, কোথায় কি আছে সেটা যেন দেখার সময় ছিল না কারোই। তারপরও মেসি ও তাঁর সতীর্থদের এমন আচরণটা সমর্থকদের কাছে দৃষ্টিকটু লেগেছে। লাফালাফি করতে গিয়ে কয়েকবার জার্সিতে পা লাগে মেসির। আরেকবার বসে বুট খুলতে গিয়ে পা দিয়ে আলতো করে জার্সিতে লাথিও মারেন মেসি।
এই ঘটনায় মেক্সিকো জুড়েই হচ্ছে সমালোচনা। তোলপাড় হচ্ছে টুইটারে। আর সেই ক্ষোভ থেকেই কি না মেসিকে হুমকি দিয়ে বসেছেন খ্যাতনামা মেক্সিকান বক্সার সাউল ক্যানেলো আলভারেজ। তিনি টুইটারে মেসিকে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন।
লিখেছেন, ‘আপনারা কি দেখেছেন, মেসি আমাদের জার্সি আর পতাকা দিয়ে ফ্লোর পরিস্কার করছেন? আমি যেন ওকে সামনে না পাই, ঈশ্বরের কাছে এখন ও এটাই প্রার্থনা করুক।’
তিনি আরও লিখেছেন, ‘আমি আর্জেন্টিনাকে সম্মান করি, সে জন্য ওরও মেক্সিকোকে সম্মান করতে হবে। আমার আর্জেন্টিনার ওপর কোনো ক্ষোভ নেই। কিন্তু, মেসির ওপর আছে।’
বিশ্বকাপে ৩৬ টি ম্যাচে অপরাজিত থেকে এসে আর্জেন্টিনা সৌদি আরবের বিপক্ষে হেরে চলে যায় খাদের কিনারায়। সেখান থেকে মেক্সিকোর বিপক্ষে জিতে এখনও তাঁরা দ্বিতীয় পর্বে যাওয়ার লড়াইয়ে টিকে আছে। দু’টো ম্যাচেই গোল করেছেন মেসি। তিনি আকাশে উড়তেই পারেন। তবে, সেখানেও তাঁকে সংযত হতে হবে বলেই মনে করেন সমর্থকরা।
মেসি এখন আন্তর্জাতিক আইকন। তাঁকে দেখে শিখবে ভবিষ্যৎ প্রজন্ম। তাই তাঁর এমন আচরণ কোনে ভাবেই প্রত্যাশিত নয়।