কিলিয়ান কিলিং ইট

সোজা কথা বলছি, এখনও পর্যন্ত ইংল্যন্ডকেই সবথেকে ভয়ঙ্কর লাগছে। আর কিলিয়ানকে। কিলিয়ানের গতি, শক্তির কথা আলাদা করে বলার কিছু নেই। আমার ক্ষেত্রে ওটা গত ৬ বছর ধরে চোখের সামনে একটু একটু করে বেড়ে উঠেছে। কিন্তু শ্যুটিং?

কিলিয়ান শট নেবার সময় দেখবেন শরীর ব্যবহার করে, বডিওয়েট সামনের দিকে রেখে শ্যুট করে। যার ফলে জোরটা পায়। কিলিয়ানের অফ দ্য বল গতির তুলনা একমাত্র আলফান্সো ডেভিস বর্তমান বিশ্বফুটবলে। আর জেতার উদগ্র বাসনা। এটাই ওকে সুপারস্টার করে তুলেছে।

মেসি, নেইমার দলে থাকতেও কিলিয়ানই সেরা পিএসজিতে। গত বছরের আগের বছর বার্সেলোনা আর বায়ার্ন মিউনিখ ম্যাচ মনে করুন। সিটির বিরুদ্ধে অদ্ভুতভাবে দ্বিতিয়ার্ধে নিষ্প্রভ হয়ে পড়ে। আর দ্বিতীয় লেগটা তো খেলতেই পারেনি। পিএসজিও সেমি ফাইনালে আটকে যায়।

গতবছরেও দুর্দান্ত ফর্মে থাকা কিলিয়ান মিলিতাও আর লুকাস ভাজকোয়েজকে টপকে একটা অদ্ভুত গোল করে দিয়েছিল রিয়েলের বিরুদ্ধে প্রথম লেগে, দ্বিতীয় লেগেও প্রথম চান্সেই পেরেক পুঁতে শুরু করেছিল। বেঞ্জিমা হঠাৎ দুর্মর হয়ে উঠলেন, মডরিচ হারানো সময় ফিরে পেলেন, পনেরো মিনিটের ঝড়ে পিএসজি শেষ হয়ে গেল আর শেষ হয়ে গেল কিলিয়ানের ব্যালন ডি’অরের স্বপ্ন।

চলতি বছরে লিওনেল মেসি কিংবা ব্রাজিলের নেইমার জুনিয়র দারুণ শুরু করলেও উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও ফ্রেঞ্চ লিগ ওয়ান ধরে কিলিয়ান ওদের ধরে ফেলেছে। আর সঙ্গে রয়েছে ফ্রান্স।

কদিন আগেই বলেছিল যে ফ্রান্সে যে স্বাধীনতাটা পায় সেটা পিএসজিতে পায় না। ফ্রান্সে জিরু পিভট থাকলে কিলিয়ানের হাতে ব্যাটন থাকে, অথবা গ্রিজমানের বাড়ানো বলে পিছন থেকে উঠে এসে আমাদের চমকে দেবার সুযোগ।

পিএসজিতে ব্যাটন নেবার লোক দুটো। মেসি আর নেইমার। কিলিয়ানকে এদের দুজনের সঙ্গেই মঞ্চ ভাগ করে নিতে হয়। কিলিয়ান আজকের তারকা, কালকের সূর্য। তার পক্ষে হজম করা সহজ নয়। পাহাড় প্রমাণ ইগোয় কোথাও একটা ধাক্কা খায়। কিলিয়ান লুকিয়ে রাখতে শেখেনি। ঠিক যেমন শেখেনি চুপ করে যেতে।

ফ্রান্সের দলের স্পন্সরদের সঙ্গে সমস্যা হচ্ছে, ইমেজ রাইট নিয়ে কেউ মুখ খুলছে না? কিলিয়ান খুলবে। এবং এফএফপির সর্বময় কর্তারা মেনেও নেবে। এই ফ্রান্স দলে বেঞ্জিমা নেই, পগবা নেই, নেই কান্তে বা লুকাস হার্নান্ডেজ। কিন্তু কিলিয়ান আছে, বর্তমানের তারকা ভবিষ্যতের সূর্য, তাকে নিয়েই স্বপ্ন দেখছে লে ব্লুস।

যদিও কোয়ার্টার ফাইনালটা হতে যাচ্ছে বিশ্বকাপের এ যাবত সেরা খেলা। ইংল্যন্ডের সব আছে, কিন্তু কিলিয়ান নেই।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link