শিরোপা ধরে রাখার মিশনে ফ্রান্স ছুটছে দুর্দান্ত গতিতে। রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে দিদিয়ের দেশ্যমের শিষ্যরা। কিন্তু খুনে ফর্মে থাকা ফ্রান্সের আরো উন্নতির জায়গা আছে বলে মনে করেন পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।
৯২ বছরের ফুটবল বিশ্বকাপে শিরোপা ধরে রাখতে পেরেছে মাত্র দুটি দল। শেষবারের ঘটনাও ৬০ বছর আগে। ১৯৫৮ বিশ্বকাপের পর ১৯৬২ সালেও বিশ্বকাপ জিতেছিলো পেলের ব্রাজিল। এর আগে ইতালির ছিল এই কীর্তি।
২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স এবারও তাদের তৃতীয় বিশ্বকাপ মিশনে ছুটছে দুর্দান্ত ভাবেই। গ্রুপপর্বের শেষ ম্যাচে তিউনিশিয়ার বিপক্ষে হোঁচট খেলেও শেষ ষোলোর ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে শেষ আটে পৌঁছায় ফ্রান্স। তবে পচেত্তিনো মনে করেন, বিশ্বকাপ জিততে আরো উন্নতি করতে হবে ফরাসিদের।
মাউরিসিও পচেত্তিনোর মতে পোল্যান্ডের বিপক্ষে দলীয় পারফরম্যান্সের চেয়ে এমবাপ্পের খুনে ফর্মই ফ্রান্সকে খেলা জিতিয়েছে। বিবিসিকে এক সাক্ষাৎকারে টটেনহ্যাম হটস্পার ও পিএসজির সাবেক এই কোচ বলেন, ‘তাঁদের নিজেদের খেলায় আরো উন্নতি করতে হবে। দল হিসেবে উন্নতি করলেই কেবল তারা শিরোপা জেতার পথে থাকতে পারবে।’
ফ্রান্সকে তাদের খেলার মানকে একধাপ এগিয়ে নিতে হবে বলে মনে করেন তিনি। শিরোপা ধরে রাখার মিশনে ফ্রান্স ছুটছে দুর্দান্ত গতিতে। রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে পোল্যান্ডকে উড়িয়ে দিয়ে কোয়ার্টার ফাইনলে উঠেছে দিদিয়ের দেশম শিষ্যরা। কিন্তু খুনে ফর্মে থাকা ফ্রান্সের আরো উন্নতির জায়গা আছে বলে মনে করেন পিএসজির সাবেক আর্জেন্টাইন কোচ মাউরিসিও পচেত্তিনো।
পচেত্তিনোর মতে, এমবাপ্পের একক দক্ষতাকে কাজে লাগানো পাশাপাশি শিরোপা জিততে দল হিসেবে আরো নিঁখুত হতে হবে ফ্রান্সকে। শেষ আটের লড়াইয়ে ১৯৬৬’র বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড এর মুখোমুখি হবে ফ্রান্স। যারাও নক আউট পর্বের ম্যাচে সেনেগালকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে আছে দুর্দান্ত ফর্মে।