ডি পলের ইনজুরি ইস্যুতে বিরক্ত স্কালোনি

নেদারল্যান্ডসের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে অনিশ্চিত রদ্রিগো ডি পল- এমন সংবাদ ছড়িয়েছে গত দুইদিন ধরে। দলের সঙ্গে অনুশীলন করেননি এই অ্যাতলেটিকো মাদ্রিদ মিডফিল্ডার; এমন গুঞ্জন যোগ করেছে বাড়তি মাত্রা। তবে এমন গুঞ্জনে অবশ্য হতাশ আর্জেন্টাইন কোচ স্কালোনি।

ম্যাচের আগের দিন অনুশীলনের পূর্বে সংবাদ সম্মেলনে ডি পলের খবর নিয়ে হতাশাই ঝড়েছে স্কালনির কন্ঠে। তিনি জানান, আগের দিন অনুশীলন করেছেন ডি পল। এর পাশাপাশি তিনি বলেন, ‘প্রথমত গতদিনের অনুশীলন ছিলো ক্লোজ ডোর। তাই কিভাবে এমন সংবাদ তাঁরা ছড়াতে পারে এটা খুবই অবাক হবার মত। আমি জানিনা রদ্রিগোর এমন সংবাদ কোথা থেকে এলো।

বৃহস্পতিবার ম্যাচের আগে দলের সর্বশেষ অনুশীলনে সবার অবস্থা পর্যবেক্ষণ করা হবে বলেও জানান স্কালনি। তিনি বলেন, ‘কিভাবে আমরা ম্যাচটি খেলতে চাই তার ওপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত গুলো নেব। ডি পল আগেরদিন অনুশীলনে ছিলো এবং সর্বশেষ ট্রেনিং সেশনের পরেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

সংবাদ সম্মেলনে ডি পল ইস্যুতেই বেশিরভাগ উত্তর দিতে হয় স্কালোনিকে। তবে ডি পল খেলবেন কিনা এ বিষয়ে কিছুই চূড়ান্ত করতে চাননি তিনি। ‘মাঝে মাঝে অনেক খেলোয়াড়ই সতর্কতার অংশ হিসেবে আলাদা অনুশীলন করে থাকেন। তবে মাঠে নামার আগে আমরা নিশ্চিত করব যারা মাঠে নামছে তারা খুব ভালো অবস্থায় আছে’, এমন অভিমতই ব্যক্ত করেছেন আলবিসেলেস্তা বস।

এছাড়াও খেলা পেনাল্টি শ্যুটআউটে যাওয়া নিয়ে এখনই চিন্তা করছেন না বলেও জানিয়েছেন স্কালোনি, ‘নির্ধারিত সময়ে খেলা শেষ করা নিয়েই ভাবছি আমরা। এটি বলা সহজ, তবে আমাদের এটি মাঠে করে দেখাতে হবে। আপনি কখনোই ম্যাচে নামার আগেই কারা কারা পেনাল্টি নেবে সে বিষয়ে ভাবতে পারেন না।’

মিডফিল্ডার এনজো ফার্নান্দেজকে নিয়ে প্রসংশা ঝড়েছে স্কালোনির কণ্ঠে। এবারের বিশ্বকাপে পারফরম্যান্স দিয়ে কোচের মন জয় করে নিয়েছেন এই বেনফিকা মিডফিল্ডার। তাঁর প্রশংসায় স্কালোনি বলেন, ‘সে এমন একজন খেলোয়াড় যে তাঁর খেলায় অনেক উন্নতি করেছে। বেঞ্চে থাকা খেলোয়াড়দের কাছ থেকে আমরা এমন পারফরম্যান্সই আশা করি। আমরা সবসময়ই আশা করি তাঁরা এমন পারফরম্যান্স করবে। এনজো খুবই দারুণ খেলছে। আমাদের বিশ্বাস সে আরো ভালো খেলবে সামনে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link