করাচিতে শুরু হওয়া টেস্টটা এমনিতেই ঐতিহাসিক। কারণ, বিশ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট খেলতে নেমেছে নিউজিল্যান্ড। আর সেই টেস্ট ম্যাচে দেখা মিলল আরেক ঐতিহাসিক ঘটনার।
১৪৫ বছরের টেস্ট ইতিহাসে এই ম্যাচটি বিশ্ব রেকর্ডের খাতায় নাম তুললো। টেস্ট ইতিহাসে প্রথমবারের মত প্রথম দুই আউট স্টাম্পিংয়ে হল।
টেস্টে টস জিতে প্রথমে ব্যাট করতে নামে পাকিস্তান। চতুর্থ ওভারে প্রথম বারের মত আক্রমনে এসেই উইকেট তুলে নেন নিউজিল্যান্ডের স্পিনার আজাজ প্যাটেল। ঐ ওভারের তৃতীয় বলে স্টাম্প আউট হন পাকিস্তানের ওপেনার আব্দুল্লাহ শফিক। ৭ রান করেন শফিক।
এরপর ইনিংসে ষষ্ঠ ওভারে পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন ঘটান নিউজিল্যান্ডের আরেক স্পিনার মাইকেল ব্রেসওয়েল। তিন নম্বরে নামা শান মাসুদও স্টাম্প আউট হন। ৩ রান করেন তিনি।
১৪৫ বছরের টেস্ট ইতিহাসে কখনোই কোন ম্যাচে স্টাম্পিংয়ে প্রথম দুই উইকেট পতনের ঘটনা ঘটেনি। এবারই প্রথম এমন ঘটনা ঘটলো। এমন বিশ্ব রেকর্ডের সাথে জড়িয়ে গেল পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচটি।
জানিয়ে রাখা ভাল, সর্বশেষ ২০০২ সালে পাকিস্তানের মাটিতে টেস্ট খেলেছিল নিউজিল্যান্ড। আর ২০০৩ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিল কিউইরা।