বেনজেমা ষড়যন্ত্রের শিকার!

বিশ্বকাপ ফাইনালের আগেই করিম বেনজেমা ফিট হয়ে উঠে ট্রেনিং শুরু করেছিলেন। তবে, তাকে দলের সাথে রাখতে চাননি কোচ দেশ্যম। এর অর্থ দাঁড়াল, ইনজুরি কাটিয়ে ওঠার পরও বিশ্বকাপ খেলার স্বপ্ন পূরণ হয়নি বেনজেমার।

বিশ্বকাপ থেকে একটু আগেভাগেই করিম বেনজেমাকে দেশে ফেরত পাঠিয়ে দেয়া হয়েছিল। তার ইনজুরির যা অবস্থা ছিল তাতে কিছুটা অপেক্ষা করলে হয়তোবা নক আউট পর্বে তার খেলার সম্ভাবনা ছিল, এমনটাই দাবী জানিয়েছেন বেনজেমার এজেন্ট কমির ডিয়াজিরি।

রিয়াল মাদ্রিদের এই তারকা স্ট্রাইকারের এজেন্ট নিজের টুইটারে এ সম্পর্কে বলেছেন, ‘আমি এ ব্যপারে তিনজন বিশেষজ্ঞের সাথে পরামর্শ করেছি। তারা সবাই আমাকে নিশ্চিত করেছেন আট দিনের মধ্যে তার দলে ফিরে আসার সম্ভাবনা খুবই প্রবল ছিল, অন্তত বদলী বেঞ্চে। তাকে এত তাড়াতাড়ি কেন দেশে পাঠিয়ে দেয়া হল।’

বিশ্বকাপ শুরু হবার আগে অনুশীলন ক্যাম্পে উরুর ইনজুরিতে পড়ে বেনজেমার আর কাতারে মাঠে নামা হয়নি। ফরাসি কোচ দিদিয়ের দেশ্যম যদিও বেনজেমার বদলী হিসেবে ঐ মুহূর্তে নতুন কাউকে দলে অন্তর্ভূক্ত করেনি। যে কারনে ফ্রান্স দল ২৫ জন সদস্য নিয়েই বিশ্বকাপ শেষ করেছেন।

এক সময় এমন গুঞ্জনও শোনা গিয়েছিল ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে হয়তোবা দলে ফিরতে পারেন ব্যালন ডি’অর বিজয়ী বেনজেমা। কিন্তু বাস্তবে তা ঘটেনি। বেনজেমার সাথে তাঁর জাতীয় দলের সাবেক সতীর্থদের সম্পর্ক যে ভাল যাচ্ছে না তা বোঝা যায় আরো একটি ঘটনা থেকে। বেনজেমা তার রিয়াল মাদ্রিদ সতীর্থ বাদে প্রায় সব ফরাসি খেলোয়াড়দেরই ইন্সটাগ্রামে ফলো করা বন্ধ করে দিয়েছেন।

এছাড়াও ফরাসি ফরোয়ার্ড আতোঁয়ান গ্রিজমানের সাথে সম্পর্ক ভাল যাচ্ছিল না বেনজেমার। বেনজেমার সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত পদচারণার বিষয়টিও ফ্রান্স ফুটবল ফেডারেশনের নজরে এনেছিলেন গ্রিজম্যান।

ফ্রান্সকে ফাইনালে পেনাল্টিতে ৪-২ গোলে হারিয়ে ৩৬ বছরের শিরোপা খরা কাটিয়ে বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয় আর্জেন্টিনা। এরপরপরই আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন বেনজেমা। বিশ্বকাপ শেষ হবার একদিন পরেই রিয়াল মাদ্রিদ এই তারকার এই বিদায়ে অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। ১৬ বছরের বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারে বেনজেমা ফ্রান্সের জার্সি গায়ে ৩৭ গোল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link