এক টেস্টে পাকিস্তানের তিন অধিনায়ক

আইসিসির নিয়ম থেকে বাঁচতে পাকিস্তানের হয়ে রিভিউ নিলেন ৩ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা সরফরাজ আহমেদ। একই টেস্টে পাকিস্তানের তাই দেখা গেল তিন অধিনায়ক।

প্রথম একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ রিজওয়ান। কিন্তু অধিনায়ক বাবর আজমের অসুস্থতায় বদলি ফিল্ডার হিসেবে নেমেই অধিনায়কত্বের দায়িত্ব পালন শুরু করলেন পাকিস্তানের টেস্ট সহ-অধিনায়ক। আইসিসির নিয়ম অনুযায়ী বদলি ফিল্ডার বোলিং বা অধিনায়কত্ব করতে পারবেন না। আইসিসির নিয়ম থেকে বাঁচতে পাকিস্তানের হয়ে রিভিউ নিলেন ৩ বছরের বেশি সময় পর টেস্ট খেলতে নামা সরফরাজ আহমেদ। একই টেস্টে পাকিস্তানের তাই দেখা গেল তিন অধিনায়ক।

পাকিস্তানের তিন ফরমেটেই অধিনায়ক বাবর আজম। বাবর আজমের ডেপুটি মোহাম্মদ রিজওয়ান। কিন্তু নিউজিল্যান্ডের বিপক্ষে করাচি টেস্টে একাদশ থেকে বাদ পড়েছেন রিজওয়ান। তার জায়গায় ২০১৯ সালের পর প্রথমবার টেস্ট খেলতে নেমেছেন সাবেক অধিনায়ক সরফরাজ আহমেদ। ৩ বছর পর টেস্ট খেলতে নেমেই পাকিস্তানের আনুষ্ঠানিক অধিনায়কের দায়িত্ব পালন করছেন সরফরাজ।

প্রথম ইনিংসেই সেঞ্চুরি করা বাবর তৃতীয় দিনে জ্বরের কারণে ফিল্ডিং এ নামতে পারেননি। তার জায়গায় ফিল্ডিং করতে নামেন রিজওয়ান। মাঠে ফিল্ডিং পজিশন ঠিক করা, বোলার পরিবর্তনের কাজ গুলো করতে দেখা যায় রিজওয়ানকেই। কিন্তু আইসিসির নিয়ম অনুযায়ী পরিবর্তিত ফিল্ডার কখনো বোলিং বা অধিনায়কত্বের দায়িত্ব পালন করতে পারবে না।

ফিল্ডিং দলের অধিনায়কই শুধু মাঠের আম্পায়ারদের কাছে কোনো সিদ্ধান্ত রিভিউ এর জন্য আবেদন করতে পারেন। তাই পাকিস্তানের রিভিউ নিলেন সরফরাজ। বাবর আজমের অনুপস্থিতিতে পাকিস্তানের অস্থায়ী অধিনায়ক তাই এই অভিজ্ঞ উইকেট রক্ষক ব্যাটসম্যান।

প্রথম ইনিংসে বাবরের ১৬১ রানে ভর করে ৪৩৮ রানের বিশাল সংগ্রহ পায় পাকিস্তান। ৩ বছর পর দলে ফিরেই ৮৬ রানের কার্যকরী ইনিংস খেলেন সরফরাজ। জবাবে ব্যাট করতে নেমে টম ল্যাথামের সেঞ্চুরিতে চার উইকেট হারিয়ে ৩৭৮ রান তুলেছে নিউজিল্যান্ড।

তৃতীয় দিনের পুরোটা সময় শুধু বাবর আজম নন, জ্বরের কারণে মাঠে নামতে পারেননি শান মাসুদ আর সালমান আলগাও। অধিনায়ক জ্বরে আক্রান্ত হওয়ায় করাচিতে এক অদ্ভুত কাণ্ড ঘটিয়ে ফেলল পাকিস্তান।

Get real time updates directly on you device, subscribe now.

আরও পড়ুন
মন্তব্যসমূহ
Loading...