এক রোনালদোই বদলে দিয়েছেন আল নাসেরকে

ক্রিশ্চিয়ানো রোনালদো একবিংশ শতাব্দির সেরা দুই ফুটবলারের একজন তর্ক-সাপেক্ষে। এমন মহাতারকা যখন কোনো ক্লাবে খেলতে যায় তখন স্বাভাবিকভাবেই সে ক্লাবের ব্রান্ডিং হয় অন্য মাত্রায়। সেই রোনালদো ইউরোপ ক্যারিয়ারের ইতি টেনে যোগ দিয়েছেন সৌদি আরবের ক্লাব আল নাসেরে।

ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে বিশ্ব ফুটবলের রথী মহারথীদের যুক্তরাষ্ট্র বা এশিয়ার লিগে খেলতে আসা নতুন নয়। গত দশকেই ক্যারিয়ারের শেষ প্রান্তে এশিয়ার মাটিতে খেলে গেছেন বার্সেলোনার কিংবদন্তি মিডফিল্ডার ও বর্তমান কোচ জাভি হার্নান্দেজ। চীনের লিগেও খেলছেন অনেক ফুটবল তারকা। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোর মত প্রজন্মের অন্যতম সেরা ফুটবলারের সৌদি আরবে খেলতে আসা অনেকটাই চমকের।

আল নাসের ক্লাব কখনোই এশিয়ান চ্যাম্পিয়নস লিগ জেতেনি। এমনকি সৌদি আরবের লিগের সবচেয়ে সফল দলও তারা নয়। তবে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দলে ভেরানোর মাধ্যমে রাতারাতি বিশ্বব্যাপি জনপ্রিয়তা পাচ্ছে তারা। রোনালদোকে দলে ভেরানোর মাধ্যমে পুরো ক্লাবকেই নতুন করে সাজাচ্ছে আল নাসের। ক্লাবের স্টোর আর স্পোর্টস সিটিকে পুরোপুরি নতুন রূপে সাজিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।

আল নাসেরের অফিসিয়াল স্টোরেও রোনালদোর জার্সি কেনার হিড়িক পড়েছে। স্টোরের ম্যানেজার বলেন, ‘বিগত কয়েকদিন অসাধারণ ছিল। পুরো স্টোর মানুষে ভরে গেছে। দোকানের ভেতরে এবং বাইরে পুরোটাই ক্রেতায় ভরা ছিল। এসব কিছু সামলানোর জন্য ক্লাবের নিরাপত্তারক্ষীদের সাহায্য নিতে হয়েছে আমাদের।’

আল নাসের স্পোর্টস সিটিকেও পুরোপুরি নতুন রূপে সাজানো হয়েছে পর্তুগিজ মহাতারকার আগমন উপলক্ষে। রোনালদো অনুশীলনে নামার আগেই অনুশীলন মাঠসহ অন্যান্য সুবিধা বৃদ্ধি করেছে আল নাসের ক্লাব।

আগে তিনটি সংবাদমাধ্যম প্রতি সাপ্তাহের ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলন কাভার করতে আসত। এখন ৩০টিরও বেশি সংবাদ মাধ্যমের সাংবাদিকরা আল নাসেরের মিডিয়া রুমে হাজির হন সৌদি আরবের বিভিন্ন প্রান্ত এমনকি বিদেশ থেকেও। অনুমিত ভাবেই তাদের আগ্রহের বিষয় আল নাসেরের ম্যাচ নয় কারণ এখনো আল নাসেরের জার্সিতে অভিষেকই হয়নি রোনালদোর।

রোনালদোকে দলে ভেরানোর কারণ হিসেবে মাঠের ফুটবলের চেয়ে মাঠের বাইরের কারণ গুলোই বেশি গুরুত্ব দিয়েছে আল নাসের। রোনালদোর মাধ্যমে বিশ্বব্যাপী আল নাসেরের ব্র্যান্ডিং মোটামুটি সফলই বলা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link