সুরিয়া-সরফরাজ বিতর্কের নতুন দুয়ার

সামনেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের মহাগুরুত্বপূর্ণ সিরিজ। সেই সিরিজের আগে দল ঘোষণা নিয়ে উত্তপ্ত ভারতের ক্রিকেট পাড়া। রঞ্জি ট্রফিতে দুই মৌসুম ধরে অতিমানবীয় পারফর্ম করা সরফরাজ খানকে এবারও বিবেচনা করেননি চেতন শর্মার নির্বাচক কমিটি। সরফরাজকে উপেক্ষা করে সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত সময় পার করা সুরিয়াকুমার যাদবকে টেস্ট দলে ডেকে আলোচনা আরো উসকে দিয়েছেন তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেটে ব্যস্ত থাকলেও ভারতীয় ক্রিকেট এখন আলোচনার পুরোটা জুড়েই আছে বর্ডার-গাভাস্কার ট্রফি। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে দুই নম্বরে থাকা ভারতের জন্য অস্ট্রেলিয়ার বিপক্ষে এই টেস্ট সিরিজ মহাগুরুত্বপূর্ণ। এই সিরিজ জিতলে শীর্ষস্থানে ওঠার পথে অনেকটাই এগিয়ে যাবে ভারত।

বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম দুই টেস্টের জন্য ইতোমধ্যেই দল ঘোষণা করেছে বোর্ড অব ক্রিকেট কন্ট্রোল ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এর আগে বদলি হিসেবে টেস্ট দলে ডাকা হলেও এবারই প্রথম টেস্টের মূল দলে জায়গা পেলেন টি-টোয়েন্টির বিশ্বসেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব। কিন্তু রঞ্জি ট্রফিতে দুর্দান্ত ফর্মে থাকা সরফরাজ খানকে এবারও দলে ডাকেননি নির্বাচকরা।

ঘরোয়া ক্রিকেটে এমন অসাধারণ পারফরম্যান্স করার পরেও জাতীয় দলে উপেক্ষিত থাকায় সরফরাজের প্রতি অন্যায় হয়েছে বলেও মনে করেন ভারতের অনেক সাবেক ক্রিকেটার। সরফরাজের দলে ডাক না পাওয়াকে ভারতের ঘড়োয়া ক্রিকেটের প্রতি অবজ্ঞা হিসেবেও দেখছেন অনেকে।

ভারতের সাবেক বাঁহাতি স্পিনার প্রজ্ঞান ওঝা অবশ্য মনে করেন টেস্ট দল নির্বাচনটা সঠিকই হয়েছে। সুরিয়া লাল বলের ক্রিকেটেও নিজের প্রাপ্য সুযোগই পেতে যাচ্ছেন। অন্যদিকে সরফরাজের জন্য সামনে অনেক সুযোগ পড়ে আছে বলেও মনে করেন ওঝা, ‘যেভাবে তরুণ সরফরাজ এই মূহুর্তে পারফর্ম করছে, আমি জানি তাঁর সুযোগ আসবে সামনে। কিন্তু সুরিয়ার টেস্ট দলে থাকাটা পুরোপুরি প্রাপ্য।’

আরেক ক্রিকেটার অভিনব মুকুন্দের বক্তব্যের পরিপ্রেক্ষিতে এমন জবাব দেন ওঝা। মুকুন্দ মনে করেন, ঘড়োয়া ক্রিকেটে এমন অসাধারণ পারফরম্যান্সের পুরষ্কার সরূপ জাতীয় দলে ডাক পাওয়াটা প্রাপ্য সরফরাজের, ‘রঞ্জি ট্রফি আয়োজন করা হচ্ছে কেন? কেন ঘরোয়া ক্রিকেটের পারফরম্যান্স পুরষ্কৃত করা হচ্ছে না। দুর্দান্ত ফর্মে আছে সরফরাজ। আমি অন্তত অস্ট্রেলিয়া সিরিজে তাকে দলে ডেকে পুরস্কৃত করতাম। সুরিয়াকুমার যাদব অসাধারণ টি-টোয়েন্টি ব্যাটসম্যান। তারা সুরিয়ার কাছ থেকে একই রকম পারফরম্যান্স আশা করছে। কিন্তু আমি এর সাথে একমত নই, সরফরাজের অবশ্যই দলে থাকা উচিত।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Share via
Copy link